বিসমিল্লাহির রাহমানির রাহিম
টিউনের শুরুতে সবাইকে সালাম ও শুভেচ্ছা রইল। মাইক্রোটিক সিরিজ টিউটোরিয়ালে আজ আমরা শিখব কিভাবে আমরা রাউটার কনফিগার করতে পারি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে নিজের কম্পিউটারকে রাউটার বানানো যায়। অর্থাৎ নিজের কম্পিউটার কে রাউটার বানিয়ে আমরা ইন্টারনেট কন্ট্রোল করতে পারি। এই পর্বে দেখব মাইক্রোটিক রাউটার কনফিগারেশন। কথা না বাড়িয়ে মূল টিউনে আসা যাক।
আমরা যদি কোন আইএসপি(ISP) থেকে ইন্টারনেট লাইন ব্যবহার (বাসায়) করি তাহলে তারা আমাদের একটি ইউজার নেম ও পাসওয়ার্ড (UserName & password) দিয়ে কানেক্ট করে দেয়। যেটা কে আমরা PPPoE কানেক্ট বলে থাকি। আমরা যদি একটি রিয়েল আইপি (পাবলিক আইপি) ক্রয় করি তাহলে আমাদের তারা একটি আইপি ও তার সাথে কিছু তথ্য প্রদান করে থাকে যেমনঃ
১# পাবলিক আইপি= 172.16.10.10 [103.254.86.17]
২# সাবনেট মাস্ক=255.255.255.0
৩# গেটওয়ে =172.16.50.1
৪# ডিএনএস = 8.8.8.8 (গুগল পাবলিক ডিএনএস) অথবা আইএসপি প্রদান করা ডিএনএস দিতে পারেন।
[সিকিউরিটি স্বার্থে এইখানে আমার পাবলিক আইপি (চিত্রে যেটা দেয়া আছে) সেটা উল্লেখ করছি না। এইখানে আপনার নিজের আইএসপি থেকে পাওয়া আইপি দিবেন। যেমন উদাহরণ স্বরূপ আমি লিখে দিয়েছি)]
এখন আমার কথা হচ্ছে, আইএসপি আপনার মাইক্রোটিক রাউটার কনফিগার করে দিবে না। আপনার রাউটার আপনাকে কনফিগার করতে হবে। অথবা আপনি যদি কোন অফিসে নতুন আইটি অফিসার হিসাবে জয়েন করেছেন এখন আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন যে এই তথ্য গুলো নিয়ে মাইক্রোটিক রাউটারটি কনফিগার কর। তখন আপনি কি করবেন?
আজ আমরা মাইক্রোটিকে কত ভাবে কনফিগার করা যায় তা শিখে নিব। প্রথমে বলে রাখা ভাল আপনার উপরে তথ্য গুলো সব ঠিক আছে কিনা চেক করে নিন। অথবা আপনাকে আইএসপি(ISP) অন্য তথ্য দিতে পারে সব নোট করবেন। আইএসপি আপনাকে কোথায় থেকে বা কিভাবে কনফিগার করবেন সেই সিস্টেম গুলো বলে দিবে। সিস্টেম গুলো কি কি হতে পারে?
১# আপনাকে পাবলিক আইপি ও উপরের তথ্য গুলো দিয়ে বলবে কনফিগার করতে
২# আপনাকে ডিএইচসিপি (DHCP) থেকে অটো আইপি মাধ্যমে কনফিগার করতে বলতে পারে
৩# আপনাকে PPPoE (userName & Password) দিয়ে কানেক্ট হয়ে কনফিগার করতে বলতে পারে
৪# আপনাকে তাদের নেটওয়ার্কের স্ট্যাটিক আইপি প্রদান করেও কনফিগার করতে বলতে পারে
আমরা উপরের ছবিতে দেখেছি মাইক্রোটিক রাউটারে অনেক পোর্ট থাকে যেখানে WAN এবং LAN পোর্ট রয়েছে। অর্থাৎ আমরা আইএসপি থেকে যে লাইন নিয়ে যে পোর্ট প্রবেশ করাব সেটা WAN পোর্ট আর যে পোর্ট দিয়ে লোকাল কানেক্ট দিব সেটা LAN পোর্ট হিসাবে টিউমেন্ট করে দিব। এখন কথা হল আমরা যেহেতু পূর্বে পর্বে দেখেছি আমাদের ভার্চুয়াল কম্পিউটারে দুইটি ল্যান অ্যাডোপ্টার নিয়েছিলাম সেখানে বলে দিব Ether1 কে আমরা WAN এবং Ether2 কে LAN বানিয়ে কনফিগার করব। তবে যাদের রাউটার আছে তারা যেকোনো পোর্টকে WAN এবং LAN ধরে কনফিগার করতে পারেন। তবে টিউমেন্ট করে লিখে দিবেন যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়।
আমাদের LAN কনফিগার করার জন্য একটি আইপি সিরিজ প্রয়োজন হবে। তাই আমরা নিজের প্রয়োজন মত অর্থাৎ আপনার কত গুলো আইপি দরকার সেই মত আপনি আইপি সিরিজ নিতে পারেন। আমরা উদাহরণ হিসাবে দেখাব ২৫৪ টি আইপি দরকার। এই জন্য আমার LAN পার্টে নিচের মত করে কনফিগার করব।
LAN আইপি 192.168.10.0/24 স্লাসনোটেশন 24 মানে আপনার সাবনেটমাস্ক 255.255.255.0, গেটওয়ে 192.168.10.1, ডিএনএস 8.8.8.8, 8.8.4.4 গুগল পাবলিক ডিএনএস দিয়ে কনফিগার করতে পারেন অথবা আপনি আপনার ডিএনএস সার্ভারের ডিএনএস দিতে পারেন। অনেকের নিজের প্রাইভেট ডিএনএস সার্ভার থাকে সেটা দিতে পারেন। প্রাইভেট ডিএনএস সার্ভার কিভাবে করে সেটা দেখতে হলে আমার লিনাক্স নিয়ে টিউটোরিয়াল আছে সেটা দেখে নিতে পারেন। এখন আমরা চিত্র দেখে দেখে আমাদের কনফিগার শেষ করব।
নোটঃ একটা কথা মনে রাখবেন আপনি নিচের যে কনফিগার করছেন সেটা কিন্তু আপনি উপরের তথ্যের ভিক্তিতে। আপনি যদি ডিএইচসিপি (DHCP) বা PPPoE (UserName & Password) মাধ্যমে কনফিগার করেন তাহলে আপনাকে WAN অন্য ভাবে কনফিগার করতে হবে। যেটা ভিডিওতে উল্লেখ করা হয়েছে।
প্রথমে আমরা ম্যাক এড্রেস দিয়ে রাউটারে প্রবেশ করব। করার পর আমরা আইপি> থেকে > অ্যাড্রেস যাব। নিচের চিত্রের মত
তারপর আমরা অ্যাড (প্লাস সাইন +) ক্লিক করে আমাদের WAN এবং LAN এ আইপি এসাইন করব। এখানে আপনি শুধু আপনার আইপি এড্রেস ও প্রিফিক্স দিয়ে ইন্টারফেস উল্লেখ করে অ্যাপ্লাই ও ওকে করলে হয়ে যাবে। এইভাবে আপনি দুইটি অ্যাডোপ্টার কনফিগার করবেন। তবে মনে রাখবেন আপনি Ether1 হল WAN এবং Ether2 হল LAN নিচের চিত্রের মত [এখানে আপনি আপনার আইএসপি থেকে পাওয়া আইপি দিবেন যেমন আমরা বলেছিলাম ঃ 172.16.10.10/24]
আমাদের উপের কনফিগার হলে গেলে আমরা এখন গেটওয়ে বসাব। গেটওয়ে না বসালে আপনি ইন্টারনেট পাবেন না লোকাল ল্যানে। তাই আইপি> থেকে আমরা >রাউটে আসব। নিচের চিত্রের মত
সেখান থেকে গেটওয়ে গিয়ে আমরা আইএসপি থেকে প্রাপ্ত গেটওয়ে বসাব। আমরা উপরের প্রাপ্ত তথ্য গুলো আমাদের রাউটারে বসাতে পারি। আপনার গেটওয়ে হবে যেটা আপনি আইএসপি থেকে পেয়েছেন। যেমনঃ 172.16.10.1
তারপর ফাইয়ারওয়াল সেটআপ করব। আইপি থেকে ফাইয়ারওয়াল আসব নিচের চিত্রে মত
আপনি এইখানে এসে ন্যাট ট্যাব ক্লিক করবেন তারপর নিচের চিত্রের মত আসবে। সেখান থেকে নিউ ন্যাট ক্রিয়েট করবেন। এই জন্য অ্যাড(প্লাসসাইন +) ক্লিক করলে আরেকটি পেজ আসবে সেখানে জেনারেল গিয়ে > চেইন আসবেন> এসআরসি ন্যাট সিলেক্ট করবেন> আউট ইন্টারফেস গিয়ে ইথার উল্লেখ করে দিবেন। পাবলিক আইপি যে ইন্টারফেসে কনফিগার করেছেন সেই ইন্টারফেস > তারপর অ্যাকশান যাবেন গিয়ে মাসকুরাইড সিলেক্ট করে > টিউমেন্ট গিয়ে NAT লিখে > অ্যাপ্লাই ও ওকে করে দিবেন। নিচের চিত্রের মত করে।
উপরের কনফিগার হয়ে থাকলে আমরা এখন ডিএনএস কনফিগার করব। আপনি আইপি থেকে > ডিএনএস > যাবেন। নিচের চিত্রের মত করে।
আমরা এইখানে গুগলের পাবলিক ডিএনএস দিয়েছি। আপনার আইএসপি থেকে পাওয়া ডিএনএস দিবেন। অথবা এই ডিএনএস ব্যবহার করতে পারেন। আপনি যদি নিজের ডিএনএস সার্ভার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন।
উপরের সবগুলো কনফিগার যদি সঠিক ভাবে করে থাকেন তাহলে আপনি ইন্টারনেট কানেকশন পাবেন। আপনি আপনার ব্রাউজার খুলে কোন ওয়েবে প্রবেশ করুন। যদি সফল ভাবে প্রবেশ করতে পারেন তার মানে আপনি সঠিক কনফিগার করেছেন। নিচের চিত্রে আমরা ইউটিউব প্রবেশ করেছি ও আমার আইপি চেক করে এই তথ্য গুলো পেয়েছি (লাল মার্ক করা)।
আপনার উপরের কনফিগারেশন কোন ভুল হলে আপনি নিচের ভিডিও থেকে সহযোগিতা নিতে পারেন। তবে আমি পুরো চিত্রটা তুলে ধরেছি আশা করি ভুল করবেন না। অনেকে অনুরোধ করেন ভিডিও করে দিলে তাদের সাহায্য হতে পারে।
আপনার প্রয়োজনে হার্ডডিস্ক ডাউনলোড করে নিতে পারেন কনফিগারসহ কিন্তু আপনার ওয়ান (WAN) আইপি পরিবর্তন করে নিবেন। আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর অনেকের কাছে লাইসেন্স ভার্সন না থাকলেও সমস্যা নেই এইটার লাইসেন্স আছে। আপনি শুধু আপনার ভিমওয়্যারে ইমপোর্ট করলে হবে। কেউ যদি ইমপোর্ট করতে না পারেন তাহলে টিউমেন্ট করবেন।
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/file/q303jb8t6zs2i08/MikroTik+v6.5.ova
সর্বপরি আগামী পর্বে আমরা দেখব কিভাবে ক্লক সেটআপ, ইউজার বানানো ও রোল প্রদান করা দেখব। আমার টিউন গুলো ভালো লাগলে টেকটিউনসে লাইক, শেয়ার, টিউমেন্ট করবেন। ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ
আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।