হেলো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহ্র রহমত এ আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আর একটি টিউন নিয়ে.। বিষয় টি হচ্ছে ………….”ইঞ্জিনিয়ারিং নলেজ ছাড়া! জাতীয় রাউটার টিপি লিংক সেটাপ করুন টিপি লিংক টেথার aps এর মাধ্যমে!
টিপি লিংক বর্তমানে বহুল ব্যবহার করা রাউটার এর মধ্যে একটি তাই একে জাতীয় রাউটার বললাম।
আমি আগে একটি রউটার সেটাপ নিয়ে টিউন করে ছিলাম আবার ও একটি টিউন করতেছি এই রিলেটেড আরও ইজি ভাবে রাউটার সেটাপ করার জন্য।
আইবার আমরা ইউস করবো টিপি লিংক টেথার আপ্স টি যাকিনা andriod এবং ios দুইটার জন্যেই আছে। ডাউনলোড লিংক নিচে দাওয়া হল।
TP-Link Tether Download link:
TP-Link Tether for Android
https://play.google.com/store/apps/details?id=com.tplink.tether
TP-Link Tether for IOS
https://itunes.apple.com/us/app/tp-link-tether/id599496594?mt=8
টিউন তা লিখে বোঝানো একটু কষ্ট সাধ্য হয়ে যাবে তার জন্য আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে ছি আশাকরি আপনারা অনেক উপক্রিত হবেন।
টিউন এর জন্য যে রাউটার use করে ছি তা হচ্ছে Tp-Link TL-WR940n
আশা করি আপনারা আমার ভিডিও এর প্রথন থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন
আমার ভিডিও তা যদি আপনাদের কাছে একটু ভাল লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল Subscribe করার জন্য and পাশে থাকা বেল আইকন এ চাপ দিতে ভুলবেন না. র ভাল লাগলে জোস দিন please
আমার চ্যানেল ঃ https://www.youtube.com/athaullahshahed
আমি আতাউল্লাহ্ শাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।