হেলো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহ্র রহমত এ আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আর একটি টিউন নিয়ে.। বিষয় টি হচ্ছে ………….”কি করে ইন্টারনেট কেবেল তৈরী করবেন”
আজ আপনারা শিখবেন কি করে কালার কোড ব্যবহার করে cat6 / RJ45 কেবেল এ কানেক্টর লাগিয়ে ইন্টারনেট কেবেল তৈরী করবেন।
cat6 / RJ45 কেবেল এর কালার কোড এর চার্ট :
প্রয়োজনীয় টুলস ঃ
১. cat6 / RJ45 কেবেল
২. cat6 / RJ45 কানেক্টর
৩. ক্রিম্পিং টুলস
৪. কেবেল টেস্টের
প্রস্তুত প্রণালী ঃ
১. cat6 / RJ45 কেবেল এর যে প্রান্তে কানেক্টর লাগাবো সে প্রান্তে ১ ইঞ্ছে ইন্সুলেসন ক্রিম্পিং টুলস এর দ্বারা কেটে নিতে হবে।
২. ৪ জোরা পেঁচান তার বের হবে।
৩. তার এর পেঁচ খুলে তার সজা করতে হবে।
৪. তার এ থাকা প্ল্যাস্টিক টা কেটে ফেলতে হবে।
৫. তার গুলো কালার কোড এর চার্ট অনুসারে সাঁজাতে হবে।
৬. ক্রিম্পিং টুলস দিয়ে সাজান তার এর কিছু অংশ কেটে সমান করতে হবে।
৭. এবার কানেক্টর এ তার ঢুকিয়ে ক্রিম্পিং টুলস দিয়ে চাপ দিতে হবে।
৮. সব শেষে কেবেল টেস্টের দিয়ে তার টেস্ট করতে হবে।
আমার ভিডিও তা যদি আপনাদের কাছে একটু ভাল লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল Subscribe করার জন্য and পাশে থাকা বেল আইকন এ চাপ দিতে ভুলবেন না.
আমার আগের টিউন থেকে ঘুরে আসতে পারেনঃ
আমি আতাউল্লাহ্ শাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।