Network কাকে বলে ?

টিউন বিভাগ নেটওয়ার্কিং
প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সবাইকে  স্বাগতম জানায় ইসলামি সার্বজনীন সম্ভাষণে আসসালামু আলাইকুম অর্থাৎ মহান প্রতিপালকের রহমত আর শান্তি সবার উপর বর্ষিত হোক। আজ ভূমিকা পর্ব এখানে আমি আলোচনা কর  Network কাকে   বলে  |

 

Network কাকে   বলে ?

Network বলতে বোঝায় দুই বা ততোধিক কম্পিউটার একে অপরের সাথে সাথে সংযুক্ত থাকা।

সাথে সাথে একে অপরের সাথে তথ্য আদান প্রদাব করতে পারা অর্থাৎ তথ্য আদান প্রদানের নিমিত্তে কতগুলি গননা কারি যন্ত্র একে অপরের সাথে সম্পর্ক যুক্ত অবস্থার অবতরন ই Network একে অপরের সাথে শুধু তথ্য  নয় সাথে সাথে আরো অনেক বিষয় শেয়ার করতে পারে।

নিম্নোরুপ আলোচ্য ঃ-

  • তথ্য (Data)
  • Application
  • অন্য Machine
  • Internet

# LAN  কাকে বলে ?

কার্যখেত্রের পরিধির উপর নিরভর করে Network কে কয়েকটি শ্রেনিতে ভাগ করা হয়েছে। তার মধ্যে Lan বা Local area network একটি। সাধারণত   বলতে সিমাবদ্ধ ভৌগোলিক পরিসীমা বোঝানো হয়। Lan কে সংজ্তায়িত করার প্রয়শ অপেক্ষ উদাহরনের অবতরন শ্রেয় বৈকি বধগমও বটে। আসুন বোঝার চেষ্টা করি।

সাধারণত ছোট অফিস,বাসা বাড়ি,singel  দিপাটমেন্ট (বড় অফিসের) ইত্যাদি পরিবেশের মধ্য  যে netowark গড়ে উঠে তাকে LAN বা Local area network বলে।

এখানে ৩০ বেশি --- তৈরি করা যায় না।

# Workgroup কাকে বলে ?

Workgroup বলতে বোঝাই LAN এর ছোট একটি অংশ। LAN এর খুদ্রতম অংশকে Workgroup বলে।

সাধারণত LAN এর Logical  খুদ্রতম অংশকে Workgroup  বলে। এটি সাধারণত Administrator সুবিধার জন্য করা হয়।

# Server কাকে বলে ?

Server বলতে বোঝায় Powerful Computer .

 

 

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে সময় নষ্ট করে টিউটোরিয়ালটি পড়ার জন্য।

Level 1

আমি রবিউল ইসলাম। admin, freelancer, dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a professional Web-designer ,WordPress Developer & also an MCSA ( Microsoft Certified Solutions Associate ).


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস