কিভাবে নিজেই নিজের ভিপিএন সার্ভার তৈরি করবেন? ৫ মিনিটের মধ্যে, আপনার উইন্ডোজ কম্পিউটারে কোন সফটওয়্যার ইন্সটল ছাড়ায় নিজের ভিপিএন সার্ভার তৈরি করুন!

নিজের প্রাইভেসিকে রক্ষা করার জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এর কোন তুলনা হয় না। কেউ আপনাকে ট্র্যাক করা তো পরের কথা, আপনার নিজের ইন্টারনেট সার্ভিস প্রভাইডারও জানতে পারবে না, আপনি ঠিক কোন ওয়েবসাইট গুলো ভিজিট করছেন বা ইন্টারনেটে কি করছেন। যদি কথা বলি ভিপিএন সার্ভিস গ্রহন করার কথা নিয়ে, তো মার্কেটে অনেক ফ্রী এবং পেইড অপশন রয়েছে।

ফ্রী সার্ভিস প্রভাইডার'রাও আনলিমিটেড সার্ভিস প্রদান করে এবং ডিভাইজ এবং ইন্টারনেটের মধ্যে সবকিছুকে এনক্রিপ্টেড করে রাখে। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি ফ্রী প্রভাইডারদের উপর ভরসা রাখতে পারবেন না, তারা আপনার প্রাইভেট ডাটা গুলো সেভ করে রাখছে কিনা। কেনোনা ভিপিএন প্রভাইডারের কাছে কিন্তু আপনার সকল ব্রাউজিং হিস্ট্রি, ইন্টারনেট একটিভিটি থেকে যায়। তাহলে নিজের হোম কম্পিউটারকেই ভিপিএন সার্ভারে পরিনত করে নিলে কেমন হয়?

এই টিউন থেকে আপনাদের দেখাবো, কিভাবে আপনি আপনার উইন্ডোজ কম্পিউটারে কোন আলাদা সফটওয়্যার ইন্সটল না করেই নিজের ভিপিএন সার্ভার তৈরি করবেন। তো চলুন, শুরু করা যাক।

নিজের ডেডিকেটেড ভিপিএন সার্ভার

যদি আপনি আপনার নিজের কম্পিউটারে ভিপিএন হোস্ট করতে চান এবং বিভিন্ন ডিভাইজের মাধ্যমে ভিপিএন কানেক্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার হোস্ট কম্পিউটার'কে সবসময় অন রাখতে হবে। আপনি যেকোনো অপারেটিং সিস্টেমের মাধ্যমেই ভিপিএন সার্ভার তৈরি করতে পারবেন। ম্যাক, লিনাক্স, উইন্ডোজ —সকল অপারেটিং সিস্টেমের জন্যই আলাদা আলাদা পদ্ধতি রয়েছে, নিজের সার্ভার সেটআপ করার জন্য। কিন্তু এই টিউনে আমি শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে ভিপিএন তৈরি করা শেখাবো। কেনোনা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিল্ডইন পদ্ধতি রয়েছে, নিজের ভিপিএন তৈরি করার।

আপনি যদি না চান যে আপনার কোন কম্পিউটার'কে সবসময় অন করে রাখবেন, তবে রাসবেরি পাই কিনে সেখানে ওপেন ভিপিএন সার্ভার ইন্সটল করেও আপনি নিজের ভিপিএন হোস্ট করতে পারেন। রাসবেরি পাই একটি মিনি কম্পিউটার, যার মূল্য ৪ হাজার টাকার মতো হতে পারে। আপনার আপনি চাইলে ওয়েব হোস্টিং প্রভাইডারের কাছ থেকে সার্ভার ভাড়া নিয়েও নিজের ভিপিএন সার্ভার সেখানে হোস্ট করতে পারেন, এতে ট্র্যাডিশনাল ভিপিএন সার্ভিস থেকে কিছু টাকা আপনার সেভ হবে।

আর হ্যাঁ, কাজ শুরু করার আগে আরেকটি কথা বলে নিতে চাই, নিজের ভিপিএন সার্ভার আপনার ঠিক তখনোই ইন্সটল করা ঠিক হবে, যখন আপনি নেটওয়ার্ক, রাউটার, নেটওয়ার্ক সিকিউরিটি, ফায়ারওয়াল ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবেন। না হলে, আপনার ভিপিএন সার্ভার হ্যাক হওয়ার সম্ভবনা থাকে।

উইন্ডোজ কম্পিউটারে নিজের ভিপিএন সার্ভার

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিল্ডইন ফিচার ব্যবহার করে আপনি পয়েন্ট-টু-পয়েন্ট ট্যানেলিং প্রোটোকল বা পিপিটিপি (PPTP) টাইপ ভিপিএন সার্ভার তৈরি করতে পারবেন। এই ট্রিকটি উইন্ডোজ ১০, উইন্ডোজ ৮.১, উইন্ডোজ ৭ এ সমর্থন করবে। কিন্তু যারা উইন্ডোজ ১০ ক্রিয়েটর আপডেটে নিজেদের কম্পিউটারকে আপডেট করেছেন, তাদের এই ট্রিক কাজ করবে না।

উইন্ডোজ ১০ ক্রিয়েটর আপডেটে ভিপিএন সার্ভার কাজ করে না, কেনোনা রাউটিং এবং রিমোট অ্যাক্সেস সার্ভিস  উইন্ডোজ ১০ ক্রিয়েটর আপডেটে রান হতে গিয়ে ফেইল হয়ে যায়। যদিও এই সমস্যা সবাই জানে, কিন্তু এখনো মাইক্রোসফট এর আপডেট প্রদান করে নি। তবে অনেক ট্রিক রয়েছে, যেমন রেজিস্ট্রি এডিট করে এটি ফিক্স করা যায়, তারপরেও আমি বলবো অফিশিয়াল আপডেট পাওয়া পর্যন্ত দেরি করতে। আর যাদের যেকোনো আগের ভার্সনের উইন্ডোজ ১০ বা ৮.১, বা ৭ রয়েছে, তারা এই ট্রিকটি সফলভাবে কমপ্লিট করতে পারবে।

ভিপিএন সার্ভার তৈরি

উইন্ডোজ কম্পিউটারে ভিপিএন সার্ভার তৈরি করার জন্য, সর্ব প্রথম আপনাকে “Network Connections”  উইন্ডোতে যেতে হবে। সেখানে যাওয়ার সবচাইতে ফাস্ট পদ্ধতি হলো, সার্চ ওপেন করুন বা উইন্ডোজ ১০ এর করটানা ওপেন করুন, সেখানে লিখুন "“ncpa.cpl” —এবার সার্চ রেজাল্ট থেকে ক্লিক করলেই আপনি ঐ উইন্ডোতে চলে যেতে পারবেন।

নেটওয়ার্ক সিলেকশন উইন্ডোতে "alt" কী প্রেস করুন, যাতে সকল মেন্যু বেড় হয়ে আসে। এবার মেন্যু থেকে "File" এ যান আর তারপরে "New Incoming Connection" অপশনটি নির্বাচন করুন।

এবার আপনাকে ইউজার অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে যেটাতে আপনি রিমোটভাবে অ্যাক্সেস প্রদান করবেন। এখানে আপনি "add someone" বাটনটিতে ক্লিক করে আলাদা ইউজারকে অ্যাড করতে পারেন। তবে যে ইউজার অ্যাকাউন্টের আয়োতায় ভিপিএন সার্ভার চালাতে চান, সেই অ্যাকাউন্টে অত্যন্ত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, পারলে একটি লিমিটেড অ্যাকাউন্ট থেকে সার্ভার তৈরি করুন, যেটাতে অ্যাডমিন পারমিশন নেই।

ইউজার নির্বাচন করার পরে আপনাকে নেক্সট বাটনটি প্রেস করতে হবে। নেক্সট পেজে “Through the Internet” অপশনটি মার্ক করে চালু করে দিতে হবে, যাতে ভিপিএন সার্ভার ইন্টারনেটের মাধ্যমে চলতে ট্র্যান্সমিট হতে পারে। যদিও এখানে মাত্র একটি অপশন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি যদি মডেম ব্যবহার করে ইন্টারনেট ইউজ করেন সেই ক্ষেত্রে মডেম থেকেও ভিপিএন সার্ভার ইন্টারনেটে লাইভ করা যাবে।

তারপরে নেক্সট বাটন প্রেস করলে, নিচের পেজটি আসবে যেখানে আপনাকে নেটওয়ার্ক প্রোটোকল সেটআপ করতে হবে। এখানে আইপিভি৪ সিলেক্ট করুন এবং ফাইল এবং প্রিন্ট শেয়ারিং আনচেক করে রাখুন, আপনি নিশ্চয় চাইবেন না, কেউ আপনার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে আপনার ফাইল গুলো অ্যাক্সেস করে কিংবা আপনার কম্পিউটারে প্রিন্ট কম্যান্ড দিতে পারে।

সবকিছুকে ঠিকঠাক মতো সেটআপ করা হয়ে গেলে, "Allow Access" বাটনে ক্লিক করুন।

আর কোন কাজ নেই, এবার উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে আপনার সিলেক্ট করা ইউজার অ্যাকাউন্টের অধীনে ভিপিএন ইন্সটল করতে শুরু করে দেবে। কয়েক সেকেন্ড দেরি করুন, এর মধ্যেই কাজ হয়ে যাবে। এর পরে আপনার ভিপিএন সার্ভার আপ হয়ে যাবে এবং চলতে আরম্ভ করে দেবে। উইন্ডোজ ১০ ক্রিয়েটর আপডেটে, এখানেই আপনার প্রসেস শেষ হয়ে যাবে, মানে ভিপিএন সার্ভিস চালু করতে পারবেন না।

ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেলো আপনার ভিপিএন সার্ভার। যদি সার্ভারকে ডিসেবল বা ডিলিট করতে চান, ব্যাস “Network Connections” উইন্ডোতে গিয়ে “Incoming Connections” আইটেমটিকে ডিলিট করে দিলেই কাজ শেষ।

রাউটার সেটাপ

লোকাল নেটওয়ার্কের আওতায় আপনার ভিপিএন সার্ভারটি চলতে আরম্ভ করবে, জাস্ট আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্ট করলেই ইউজার কানেক্ট হয়ে যাবে। কিন্তু ইন্টারনেট থেকে আপনার সার্ভারকে অ্যাক্সেস করতে চাইলে আপনার রাউটারে পোর্ট ফরওয়ার্ড করতে হবে। আপনার রাউটার সেটআপ পেজে লগইন করুন (যেহেতু আলাদা আলাদা মডেলের রাউটারের সেটআপ প্রসেস আলাদা, তাই স্ক্রীনশট দিলাম না) এবং যে কম্পিউটারে ভিপিএন সার্ভার ইন্সটল করলেন, সেটার আইপি অ্যাড্রেসকে  1723 পোর্টে ফরওয়ার্ড করে দিন। ব্যাস কাজ শেষ (যদি পোর্ট ফরওয়ার্ড করার সময় কোন সমস্যা হয়, আমাকে নিচে টিউমেন্ট করতে পারেন)।

এবার সিকিউরিটির জন্য, রাউটার ফায়ারওয়াল থেকে শুধু যে ডিভাইজ ব্যবহার করে ভিপিএন কানেক্ট করবেন, শুধু সেটার আইপি  অ্যাড্রেসকে ইঙ্কামিং ট্র্যাফিক অ্যালাউ করে রাখুন। অবশ্যই আপনার পাবলিক আইপি থাকতে হবে এবং আপনি চাইলে আপনার কম্পিউটারে ডিএনএস সার্ভারও সেটআপ করতে পারেন। এতে ডোমেইন নেমের মাধ্যমে ভিপিএন কানেক্ট করতে পারবেন।

এবার সার্ভার কানেক্ট করার পালা

এবার জাস্ট আলাদা কম্পিউটার থেকে ভিপিএন কানেক্ট করার অপশনে চলে যান, উইন্ডোজ কম্পিউটারের জন্য সার্চ এ গিয়ে লিখুন, "VPN" রেজাল্ট থেকে ঢুকে পড়ুন। এবার আপনার কাছে যে আইপি অ্যাড্রেস চাওয়া হবে। সেখানে সার্ভার আইপিও দিতে পারেন আবার ডিএনএস সার্ভার সেটআপ করা থাকলে সেখানে ডোমেইন নেমও প্রবেশ করাতে পারেন। ব্যাস, এর পরে আপনার কম্পিউটার আরামে আপনার নিজস্ব ভিপিএন সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যাবে!


তো বন্ধু দেখলেন, নিজের ভিপিএন সার্ভার সেটাপ করা কতোটা সহজ ব্যাপার। হ্যাঁ, বন্ধু জলের মতো সহজ! তবে আপনি লিনাক্সে আলাদা সফটওয়্যার ইন্সটল করে আরো উন্নত ভিপিএন সার্ভার তৈরি করতে পারবেন, আর আগেই বলেছি, যদি কম্পিউটারে সার্ভার হোস্ট করতে না চান, সেক্ষেত্রে রাসবেরি পাই ব্যবহার করে ভিপিএন সেটআপ করতে পারেন।

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে টিউনটি। ভালো লেগেছে 🙂

noip.com এ হোস্ট করা যাবে???

    হুম নোআইপি ব্যবহার করে আপনি ডোমেইন সেটাপ করতে পারবেন, অথবা ডাইন্যামিক DNS সেট করতে পারবেন।