Suktara Free Call and Chat App, The world’s fastest messaging app. It is free and secure

আজকে আপনাদের মাঝে একটি মেসেন্জার অ্যাপ্লিকেশন শেয়ার করব। এর নাম "Suktara Free Call and Chat App"। বাংলাদেশ এর নাদিম হোসেন রাফি এটি তৈরি করেছে। এতে হোয়াটসঅ্যাপের মত সুযোগ-সুবিধা পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে এক বছর পর একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হলেও Suktara Free Call and Chat App ব্যবহারকারীদের এ ধরনের কোনো চার্জ দিতে হয় না।

তাছাড়া, ব্যবহারের দিক থেকে হোয়াটসঅ্যাপের চেয়ে Suktara Free Call and Chat App আরও বেশি ‘নিরাপদ’ ও ‘কার্যকর’ (দাবি প্রতিষ্ঠানটির)। Suktara Free Call and Chat App একটি নন-প্রফিট কোম্পানি আর এর ক্লায়েন্টস হলো অপেনসোর্স। নির্মাতা নাদিম হোসেন রাফি জানিয়েছে, অ্যাপটিতে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হবে না বা কোনো প্রতিষ্ঠানের কাছে এটি বিক্রিও করা হবে না। অ্যাপটির পরিচালনার জন্য যদি কখনো অর্থের প্রয়োজন হয়, তবে ব্যবহারকারীদের কাছে অনুদান চাওয়া হবে। অ্যাপটির নিরাপত্তা ব্যবস্থা এতো জোরদার করা হয়েছে যে, কেউ এটি ভাঙতে পারলে তাকে  পুরস্কার প্রদানের ঘোষণাও রয়েছে।

যে কারণে Suktara Free Call and Chat App ব্যবহার করবেন:

  • প্রাইভেট: Suktara Free Call and Chat App  মেসেজগুলো ব্যাপকভাবে এনক্রিপড করা।
  • ক্লাউড-বেজড: ক্লাউড বেজড হওয়ায় আপনি অনেকগুলো ডিভাইসের মাধ্যমে Suktara Free Call and Chat App ব্যবহার করতে পারবেন। এর মধ্যে এন্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক উল্লেখযোগ্য। এমনকি Web এও ব্যবহার করতে পারবেন।
  • ফাস্ট: Suktara Free Call and Chat App অন্যান্য অ্যাপ্লিকেশনের থেকে দ্রুত মেসেজ আদান-প্রদান করতে পারে।
  • ডিস্ট্রিবিউটেড: নিরাপত্তা ও গতির জন্য Suktara Free Call and Chat App  সার্ভার বিশ্বব্যাপী বিস্তৃত।
  • ওপেন: Suktara Free Call and Chat App আছে উন্মুক্ত API ও Protocol যা সবার জন্য ফ্রি।
  • ফ্রি: Suktara Free Call and Chat App চিরদিনের জন্য ফ্রি। এতে কোন ধরনের বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন ফি নেই।
  • সিকিউর: Suktara Free Call and Chat App আপনার মেসেজগুলি হ্যাকারদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখে।
  • পাওয়ারফুল: Suktara Free Call and Chat App আপনি যেকোন সাইজের মিডিয়া এবং ডকুমেন্ট (any type) পাঠাতে পারবেন। (আমার জানামতে ১জিবি পর্যন্ত)
  • সিক্রেট চ্যাট: খুবই কাজের একটা জিনিস। সিক্রেট চ্যাটে যে বার্তা আদান প্রদান করা হয়ে থাকে তা প্রেরক ও প্রাপক ছাড়া কেউ দেখতে পারবে না, এমনকি যারা এটি বানিয়েছে তারাও দেখতে পারবে না।

উপরে বর্ণিত সুযোগ-সুবিধা ছাড়াও আরো সুযোগ-সুবিধা আছে। আশাকরি এবার বুঝতে পেরেছেন কেনো Suktara Free Call and Chat App ব্যবহার করবেন। তো আসুন এইবার Suktara Free Call and Chat App ডাউনলোড করা যাক;

এন্ড্রয়েড: Download Link Here

আমি আমি সাধীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আমি সাধীন,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

Dear সাধীন ,

Showing Server not found , better provide another link.

Thanks
Rajib Hasan