নেটওয়ার্ক এটাচটড স্টোরেজ (NAS) কি? বানাবেন ভাবছেন?তাহলে জেনে নিন কিভাবে বানাতে হয়

টিউন বিভাগ নেটওয়ার্কিং
প্রকাশিত
জোসস করেছেন

আজকে আমি দেখাব কিভাবে আপনি একটি নেটওয়ার্ক এটাচটড স্টোরেজ (NAS)  বানাতে পারেন। তার আগে জেনে নেই নেটওয়ার্ক এটাচটড স্টোরেজ (NAS)  কি?

নেটওয়ার্ক এটাচটড স্টোরেজ (NAS) কি?

নেটওয়ার্ক এটাচটড স্টোরেজ (NAS)  হল আপনার রাউটার এর সাথে কানেকটেড একটি কম্পিউটার যেটার সাথে একটি হার্ড ডিস্ক লাগান থাকে। আপনি আপনার রাউটার এর সাথে কানেকটেড যেকোনো মাধ্যম থেকে নেটওয়ার্ক এটাচটড স্টোরেজ (NAS) এর সাথে লাগান হার্ড ডিস্ক এর ফাইল গুলোর অ্যাক্সেস পাবেন। অর্থাৎ নেটওয়ার্ক এটাচটড স্টোরেজ (NAS) এ মুভি, গান রেখে আপনি দূরে বসে দেখতে পারবেন এমনকি ডাউনলোড ও আপলোড করতে পারবেন।

আপনার উইন্ডোজ পিসি থেকে সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং ব্যাকআপ রাখতে পারবেন।

নেটওয়ার্ক এটাচটড স্টোরেজ (NAS) বানাতে কি কি লাগবে?

১।একটি রাস্পবেরি পাই

২।একটি ৮ জিবি মেমরি কার্ড

৩।একটি ইউএসবি পাওয়ারড হাব অথবা পাওয়ারড কেব্‌ল

৪।একটি পোর্টেবল হার্ড ড্রাইভ

আপনাদের যদি পাওয়ারড ইউএসবি হাব না থাকে তবে একটি পাওয়ারড ইউএসবি কেব্‌ল বানিয়ে নিবেন।ওয়ারিং ডায়াগ্রাম এর চিত্র আমি দিয়ে দিলাম


আপনাদের সুবিধার জন্য আমি একটু ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি।তা নিছে দিয়ে দিচ্ছি।

পারলে আমার চ্যানেল এ সাবসক্রাইব করবেন।
ফেসবুকএ আমি ঃ Ashraf Akon

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আস সালামু আলাইকুম। আপনার মত টেক টিউনার আমাদের দরকার। কিন্তু আপনি একটা কথা ভুলে গেছেন টেক টিউন্স একটি বাংলা ভাষায় প্রচারিত তথ্য প্রযুক্তি বিষয়ক সাইট হওায় এর সকল কনটেন্ট বাংলা ভাষায় হতে হবে? আপনি একটি দরকারি বিষয়ে ভিডিও টিউটোরিয়াল টি বানিয়েছেন ইংরেজী ভাষায়, বাংলা ভাষায় না হওায় তা কোন উপকারে আসবেনা। আমি আপনাকে বলবো আপনি যে টিউটোরিয়াল টি দিয়েছেন তা বাংলা ভাষায় দিন। (বিঃদ্রঃ এই টিউটোরিয়াল টি বেশী দরকারী)
আর আপনি যদি পরবর্তিতে টেক টিউন্সে ইংরেজী ভাষায় কোন টিউটোরিয়াল দেন তাহলে আমি টেক টিউন্স কতৃপক্ষের নিকট আপনার বিরুদ্ধে অভিযোগ করবো।

    টিউমেন্টটি করার জন্য ধন্যবাদ। আপনার কথা আমি মাথায় রাখবো।

    টিউনগুলো আমি যথাসম্ভব বাংলায় করার চেষ্টা করি। কিন্তু ভিডিও টিউটোরিয়ালগুলো ইংরেজিতে । কারন এটাকে আমি আমার ইউটিউব চ্যানেল এ আপলোড করেছি ।যেহেতু আমের চ্যানেলটি ইংরেজিতে তাই ভিডিগুলো ইংরেজিতে। আশা করি আপনি বুঝতে পারবেন।

Khub e Valo hoise. Ekhon SAN Storage er upor ekta tune koren.