দেখুন ওয়্যারলেস পদ্ধতিতে নেটওয়ার্কিং করে কি ভাবে ল্যাপটপ থেকে ল্যাপটপে ফাইল ট্রান্সফার ও কম্পিউটার নিয়ন্ত্রণ নেয়া যায়

আসসালামু আলাইকুম, নতুন  বছরে সবাইকে স্বাগতম টেকটিউনসে এটা আমার প্রথম টিউন আশা করছি কোন প্রকার ভুল হলে ধরিয়ে দিবেন। হেডলাইন দেখেই হইতো বুঝে গেছেন আমি কি নিয়ে বলতে যাচ্ছি।

যাই হোক কাজের কথায় আসি  দুটি কম্পিউটারকে যখন নেটওয়ার্কে নিয়ে আসা হয় তখন আমরা প্রধান  যে সুবিধা পাই তা হলো  দুইটি কম্পিউটার পরস্পরের রিসোর্স শেয়ার করতে পারা  ও নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারটিকে ফুল নিয়ত্রণ করা যায়। রিসোর্স বলতে এখানে তথ্য এবং হার্ডওয়্যার ডিভাইস দুটোই বোঝায়। এক কম্পিউটারে রক্ষিত ডাটা বা তথ্য অন্য কম্পিউটার থেকে  দেখা যেতে  পারে যদি  সেই  তথ্য শেয়ার করা থাকে এবং উপযুক্ত  পারমিশন দেয়া হয়। তেমনি এক কম্পিউটারের সাথে যুক্ত হার্ডওয়্যার ডিভাইস,যেমন - প্রিন্টার, হার্ডডিস্ক,স্ক্যানার ইত্যাদি অন্য কম্পিউটারের সাথে শেয়ার  করা যেতে পারে।

ওয়্যারলেস পদ্ধতিতে নেটওয়ার্কিং করতে হলে দুই ভাবে করা যায় এক হল রাউটারের মাধ্যমে ও আরেকটি হল ল্যাপটপ  হটস্পট এর মাধ্যমে আমি আজকে দেখাবো রাউটার ছাড়া কি ভাবে দুইটি ল্যাপটপে WiFi এর মাধ্যমে কমিউনিকেশন করে হার্ডডিস্ক  শেয়ার ও রিমোট কন্টোল নেয়া যায়।

এটা আনেক জটিল একটা বিষয় এজন্য ভিডিওতে দিলাম

নিচের ভিডিওতে দেখানো হল।

https://www.youtube.com/watch?v=1GUx6YTw3LQ

যদি বুঝতে কোন সমস্যা হয় অথবা যেকোনো কোন ধরণের  সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে টিউমেন্ট করে জানাবেন আমি সমাধান দেয়ার চেষ্টা করব।

Level 0

আমি মাহমুদুল হাসান মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস