দিনে দিনে Technology এর ব্যবহার বাড়ছে, সেই সাথে বাড়ছে Network/Security Engineer দের চাহিদা। যদিও আমাদের দেশে Telco / ISP ছাড়া Network/Security Engineer চাহিদা তেমন নেই তবে দেশের বাইরেও রয়েছে চাকরির সুযোগ। চাইলে Non IT student রাও পড়তে পাড়েন computer networking. শিখার আগ্রহটাই সবচেয়ে দরকারি, সেই সাথে Training center থেকে কিছু কোস করতে পারেন। একবারে নতুনদের জন্য Training center এ যাওয়া ভালো। কিছুই হয়তো শিখলেন না তারপর ও আপনি জানলেন যে Training center এ কি শিখায়। এটাই আপনার confidence বাড়াবে। পরে আপনি নিজে নিজে শিখতে পারবেন। আমাদের দেশে এখন অল্প টাকায় CCNA করা যায়। সময় সুযোগ পেলে শুরু করতে পারেন CCNA দিয়ে।
*যারা বই পড়তে পছন্দ করেন না তাদের Networking না পড়াই ভালো কারণ Technology খুব দ্রুত update হয়। আপনাকেও খুব দ্রুত update হতে হবে তাই পড়া লেখার বিকল্প নাই।
* আর একটা ব্যাপার হচেছ Quick Learning skill খুবই দবকারি Engineer দের জন্য।
* যাদের English ভীতি আছে তাদের IT তে না পড়াই ভালো যদিও জাপানিরা English না যেনেও IT তে অনেক ভালো তবে জাপান বা জাপানিদের কথা আলাদা।
যারা বই পড়তে পছন্দ করেন না তাদের Networking না পড়াই ভালো কারণ Technology খুব দ্রুত update হয়। আপনাকেও খুব দ্রুত update হতে হবে তাই পড়া লেখার বিকল্প নাই।* আর একটা ব্যাপার হচেছ Quick Learning skill খুবই দবকারি Engineer দের জন্য।* যাদের English ভীতি আছে তাদের IT তে না পড়াই ভালো যদিও জাপানিরা English না যেনেও IT তে অনেক ভালো তবে জাপান বা জাপানিদের কথা আলাদা।
আমি reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থ্যাংকস !
http://latestdown69.wapka.mobi ওয়েব সাইট টি বিক্রি করা হবে ৫০০ টাকা – +৮৮০১৭৪৮০৬১২৩৬