☞আপনার ফোনে অতিরিক্ত নেট ডাটা খরছ কমান ! (ভিডিও টিউটরিয়াল)
☞আপনার ফোনে ওয়ার্জনাল ভার্সন বের করুন ! (ভিডিওটিউটরিয়াল)
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম
রেজিস্ট্রেশন ৩০ মে পর্যন্ত শেষ তারিখও বেধে
দেওয়া হয়েছে। তবে যারা সিম নিবন্ধন করেছেন
তারা কি নিশ্চিত হতে পেরেছেন যে আপনার
সিমটি সফলভাবে নিবন্ধিত হয়েছে। নাকি দোকানে
বা কাস্টোমার কেয়ারের লোকদের কথা শুনে
নিশ্চিত হয়েছেন? আপনার সিম নিবন্ধন করার পরও
কিন্তু সেটি সফল নাও হতে পারে। তাই চলুন জেনে
নিই আপনার সিম নিবন্ধন সফল হয়েছে কিনা। সেটা
নিজেই জানুন।
সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা
যাচাইয়ের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে
পারেন :
১) বাংলালিংক
বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে
নিবন্ধন যাচাই করতে পারেন। আপনার নিবন্ধন যদি
সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তবে মেসেজে আসবে
: ইউর কানেকশন হ্যাভ অলরেডি বিন বায়োমেট্রিক
রি-ভেরিফাইড অন (তারিখ)। থ্যাঙ্ক ইউ ফর ইউজিং
বাংলালিংক।
২) গ্রামীণফোন
Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন।
ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
৩) রবি
*643# লিখে কল বাটন চাপুন। একটি ক্ষুদে বার্তা
আসবে, অনুসরণ করুন 1 লিখে send করুন। ফিরতি
ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
৪) এয়ারটেল
*121*444# লিখে কল বাটন চাপুন। ফিরতি ক্ষুদে
বার্তায় কী লিখা পড়ুন।
৫) টেলিটক
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি
Q লিখে ১৬০০ নাম্বারে পাঠান। ফিরতি এসএমএসে
জেনে যাবে আপনার সিমটি বায়োমেট্রিক
পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে কিনা।
☞আমার ইউটুব চ্যানেল Subscribe করুন ৷
ধন্যবাদ, আমার টিউনস টি পড়ার জন্য ৷
আশা করি সামনে নতুন কিছু নিয়ে আবার হাজির হব, এথন এই প্রযন্ত বিদায় ৷
আমি রক স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।