Cisco নেটওয়াক সিমুলেটর হিসেবে packet tracer এবং GNS3 অত্যান্ত জনপ্রিয়। GNS3 advance ইমুলেটর হিসেবে ব্যবহার হয়। আপনি নতুন হলে packet tracer দিয়ে শুরু করেন। এর সহজবোধ্য GUI আপনাকে মুগ্ধ করবে। অত্যান্ত কম রিসোসে চলে। প্রথমে নিচের লিংক থেকে Cisco packet tracer ডাউনলোড করে নিন এবং Install করুন।
Install করার পর software টি run করার আগে Internet connection ডিসকানেক্ট করে দিন অথবা windows firewall থেকে packet tracer এর জন্য Internet connection ডিজেবল করুন। তারপর Cisco packet tracer চালু করুন।
এখানে R এ ক্লীক করলে বিভিন্ন মডেলে Router দেখা যাবে।
এখানে C এ ক্লীক করলে বিভিন্ন CABLE দেখা যাবে। এখান থেকে বিভিন্ন cable এর মাধ্যমে Device কানেক্ট করা যায়।
এখানে S এ ক্লীক করলে বিভিন্ন মডেলে Switch দেখা যাবে। এখান থেকে 2960 ভিতরে Drag করুন।
এবার ডিভাইসটির উপর Double click করুন। নিচের মতো দেখা যাবে।
এবার CLI tab এ ক্লীক করুন।
এখন enable টাইপ করে enter চাপুন। এখন cisco command টাইপ করার করতে পারবেন।
part-1 ||part-2 ||part-3 ||part-4 ||part-5 ||part-6 ||
Cisco নেটওয়াক সিমুলেটর হিসেবে packet tracer এবং GNS3 অত্যান্ত জনপ্রিয়। GNS3 advance ইমুলেটর হিসেবে ব্যবহার হয়। আপনি নতুন হলে packet tracer দিয়ে শুরু করেন। এর সহজবোধ্য GUI আপনাকে মুগ্ধ করবে। অত্যান্ত কম রিসোসে চলে। প্রথমে নিচের লিংক থেকে Cisco packet tracer ডাউনলোড করে নিন এবং Install করুন।
আমি reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।