নেটওয়াক Design & Implementation PART-2

আমরা Housing company এর কাছ থেকে যখন কোন Flat কিনি তখন সেটা পূরো  খালি থাকে। তারপর আমরা সেটা নিজের মতো করে সাজাই, লাল, নীল, সবুজ যার যার পছন্দের রং আলাদা। কেঊবা রান্নাঘরটা একটু বড় করে নেন। একটি নেটওয়াককে ভিভিন্নভাবে সাজানো সম্ভব। Housing company এর মূল কাজ হলো Building এর structure বানানো, আমরা এখানে Network এর structure বানাবো। খূব বেশি Theory আলোচনা করে আপনার মাথা গরম করবো না, যতটুকু না হলেই নয়। আগেতো Building বানাই  পরে আপনি নিজেই সাজিয়ে নিতে পারবেন।

তবে মনে রাখবেন Theory না জানলে আপনি  Advance Troubleshooter হতে পারবেন না। কোন যায়গায় কত নাম্বার ইট দেয়া লাগবে সেটা জানতে হলে আপনাকে ইট সম্পকে জানতে হবে। পড়ালেখার বিকল্প নাই। একদিনে CCNA certified হওয়া সম্ভব কিন্তু এর পরীণতি ভয়াবহ, শিক্ষিত বেকার।

কাজের কথায় আসি, এটা আমাদের নেটওয়াক Requirement, যেটা আমরা আলোচনা করবো।

Subnet/VLAN নিয়ে আমরা পরে আলোচনা করবো। এখন শুধু মনে রাখেন ১টি  Subnet/VLAN মানে একটি Department

High Speed LAN / Normal  : সাধারণত Cisco switch/ router এর port গূলো  100Mbps / 1000Mbps(1Gbps) / 10Gbps) এর হয়। Corporate company গুলোতে File storage /Database এর জন্য আলাদা Server থাকে। যারা এই Server গুলো ব্যবহার করবে তাদেরকে আমারা High Speed LAN Port (1Gbps) এ কানেক্ট করবো। আর যারা শুধু Internet ব্যবহার করবে তাদেরকে আমারা Normal port (100Mbps) port এ কানেক্ট করবো।

এখন আমরা  আলোচনা করবো এই staff দের জনা কতগুলো Cisco Switch এবং কে Switch কিনতে হবে।

Cisco Switch গুলো সাধারণত ২৪ / ৪৮ port এর হয়। তাই

1st Foor এর জন্য 48 port এর Switch আর যেহেতু সব High Speed তাই 1Gbps port আছে এমন Switch নিতে হবে

2nd Foor এর জন্য  ১ টি 24 port এর Switch (with 1Gbps port) Accounting Staff  দের জন্য আর ২টি 48 port এর Normal Switch (with 100Mbps ports) নিতে হবে।

 3rd Foor এর জন্য  ১ টি 48 port এর Switch Normal Switch (with 100Mbps ports) নিতে হবে।

Note : port number ২৪ এর চেয়ে বেশি হলে আপনাকে ৪৮ port এর Switch নিতে হবে কারন Switch ২৪/৪৮ ports এর হয়।

Tired হয়ে গেছি, আজকের মতো এখানেই শেষ। পরবতীতে Switch সম্পকে আলোচনা করবো

part-1  ||part-2  ||part-3 ||part-4 ||part-5 ||part-6 ||

FACEBOOK

 

 

 

 

 

 

 

Level 0

আমি reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai ami khob agrohi ,, plz r o tune koren ,, ami akta choto broadband company deoyar kotha chinta kortacii ,, already cisco 24 port er switch ache amr kache,sub line diye 20 ta pc te internet use kora hoitasee ,, ami nije bandwidth kine sobaike dite chai ,, plz aktu help korben ,,

    Level 0

    Aeta khoob e easy kaj. Apne apner main connection ta ekta port a lagaben. r customer der private IP deben. Customer k j port a connect korben tate sudu bandwidth configure kore deben.

    apne bandwidth sell korte chailay apnak layer 3 switch kinte hobay. Sob customer nechoi soman bandwidth kinbay na, kau kom kau base. Apner kasay jeta achay seta money hoi layer 2 switch, model number delay bolte partam.