কিভাবে NetGear রাউটারে ব্রডব্যান্ড কানেকশন সেট করবেন (মেগা টিউন)

আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন ? আজকে আমি আরেকটি নতুন টিউন নিয়ে হাজির হলাম। কিভাবে আপনি আপনার NetGear রাউটারে ব্রডব্যান্ড কানেকশন সেট করবেন। অনেকে হয়তবা জানেন। আবার অনেক এ হয়ত যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়ে থাকেন তাদের কাছ থেকে সেটিং করে নেন। তবে কারন বশত যদি আপনি আপনার রাউটারটি ফরম্যাট/রিসেট দিয়ে থাকেন তবে পরেন আরেক ঝামেলাই। আবার নেটের লোক ডাকা। ডেকে আনে সেই কাজটি করিয়ে নেয়া কত কষ্টের তা বলা কষ্টকর। যাহোক এখন থেকে এই  এতি সাধারন কাজটি আপনি নিজে থেকে করতে পারবেন।

এজন্য যা লাগবে ঃ একটি কম্পিউটার হলে ভাল হয়, না থাকলে আপনি এই কাজটি মোবাইল দিয়ে ও করতে পারবেন। এজন্য মোবাইলটিকে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে।

টেকটিনস এ পূর্বে প্রকাশিত আমার টিউন গুলো ঃ

আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও ইন্টারনেট চালাতে পারবে না কেউ !

কিভাবে এক রাউটারের ইন্টারনেট আরেক রাউটার এ চালাবেন জেনে নিন (Mega Post)

রাউটারের যে কোন সমস্যাই আপনি আমাকে প্রশ্ন করবেন আমাকে এখান থেকে 

➡ আমার রাউটার সম্পর্কিত সকল বাংলা টিউন শুধুমাত্র টেকটিউনস এ প্রকাশিত হয়। তাই টেকটিউনস এর সাথেই থাকুন।

আসুন কাজে লেগে পরি। কয়েকটি ধাপ নিয়ে আমরা এই কাজটি করব। সমস্যা হলে জানাবেন আশা করি।

ধাপ ১। প্রথমে আপনি আপনার Netgear রাউটারটি পিসির সাথে কানেক্ট করুন WAN/LAN পোর্ট এ Ethernet কেব্‌ল দিয়ে যেটি আপনার রাউটার এর সাথে দেওয়া থাকে। অন্য দিকে ব্রডব্যান্ড কানেকশনটি প্লাগ ইন করুন WLAN পোর্ট এ। অথবা মোবাইল দিয়ে কাজটি করতে চাইলে মোবাইল এ  ওয়াইফাই পাসওয়ার্ডটি দিন। পাসওয়ার্ড রাউটার এর পিছনে দেওয়া আছে।

ধাপ ২ ঃ এবার ব্রাউজার এ জান গিয়ে টাইপ করুন routerlogin.net বা 192.168.0.1 ও এন্টার দিন। নিচের ছবির মত একটি পেজ পাবেন।

ধাপ ৩। এই খানে "No, I want to configure the Internet connection myself" মার্ক করে নেক্সট এ ক্লিক করুন। এরপর আপনার কাছে লগিন নাম ও পাসওয়ার্ড চাইবে।

username: admin

Password : password

দিয়ে লগিন  দিন।

ধাপ ৪। লগিন এর পর নিচের পেজ দেখতে পাবেন। ওইখানে INTERNET এ ক্লিক করুন।

ধাপ ৫। এবার নিচের ছবি দেখুন - " No, i want to configure the router myself" এ মার্ক করে Next এ ক্লিক করুন

ধাপ ৬। এবার নিচের ছবিতে - ১ নং এ Yes করুন, ২ নং PPPoE সিলেক্ট করুন, ৩ নং এ আপনার ব্রডব্যান্ড এর ইউজার নেম দিন, ৪ নং এ পাসওয়ার্ড দিন ও ৪ নং এ নিচে আবার পাসওয়ার্ড দিন। এবার Apply দিন।

এবার দেখুন আপনার ইন্টারনেট লাইন কানেক্ট হয়ে গেছে। এবার ওয়াইফাই নেম ও পাসওয়ার্ড সেট করে নিন। পরবর্তী টিউন এ Netgear রাউটার এর WIFI ইউজার নেম PASSWORD নিয়ে আলোচনা করব।

এই পুরো লিখা বুঝতে যদি আপনার সমস্যা হয় তবে নিচের ভিডিওটি দেখে নিন

এই টিউনটি পূর্বে প্রকাশিত আমার সাইট এ - ভিজিট করুন এখান থেকে 

রাউটার নিয়ে লিখা আমার সকল টিউন দেখুন এখান থেকে 

ইউটিউব এ রাউটার নিয়ে আমার চ্যানেল ভিজিট করুন এখান থেকে 

Level New

আমি বিপ্লব আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো , আমি বিপ্লব আল মাসুম । টুকটাক ব্লগ নিয়ে লিখালিখি করি । নিজে জানার চেষ্টা করি ও অন্যকে জাননুর চেষ্টা চালিয়ে যাই । আপনাদের মত বড় বড় টিউনারদের সাথে কাজ করতে পারলে নিজেকে বড় করে তুলতে পারব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এই রাউটার দিয়ে কি পিসির নেট অন্য মোবাইলে মেয়ার করতে পারবো? মানে বোঝাতে চাচ্ছি যে ধরুন আমি মডেম দিয়ে নেট চালাই এখন আমি রাউটার কিনলাম সেটা দিয়ে কি পিসির নেট শেয়ার করে মোবাইালে চালাতে পারবো?

    পারবেন।তবে অবশ্যই মডেম টা ৩জি সাপোর্টেড হতে হবে।এবং যে রাউটারের ব্যবহার করছেন সেই রাউটারে ইউএসবি ৩জি সাপোর্টেড হতে হবে।

আসলে আপনি বুঝাতে চেয়েছেন , আমার একটু বুঝতে আসুবিধা হচ্ছে । আপনি যদি রাউটার কিনেন তবে পিসি ও মোবাইল সব একসাথে বেবহার করতে পারবেন । কিছু কিছু রাউটার আছে যেগুলো মডেম সাপোর্ট করে। আপনি যদি মডেম দিয়ে রাউটার চালাতে চান ? তবে আপনাকে মডেম সাপোর্ট করে এমন রাউটার কিনতে হবে । অথবা রাউটার কিনে ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে । আশা করি উত্তরটি পেয়েছেন ।