সবাই কেমন আছেন? আপ্নারা নিশ্চয় শুনেছেন যে বাংলাদেশে টুইটার, স্কাইপ, ইমো বন্ধ করে দিয়েছে। যারা অনলাইনে কাজ করেন এবং যারা বিদেশ থেকে দেশে স্বজনদের সাথে স্বল্পখরচে কথা বলেন বা যোগাযোগ করেন তারাই বেশি বুঝতে পারবে এসব এপ্স গুলো কত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল স্কাইপ বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করে। আমি বুঝিনা এসব মাধ্যম বন্ধ করে কি লাভ। যতদিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ না হবে সবাই ইউস করতে পারবে যেকোন সাইট যেকোন এপ্স। আমি মুলত স্কাইপ কিভাবে চালাতে হবে ভিপিএন ছাড়া সেটাই দেখাব। ভিপিএন ব্যবহার করলে একটা সমস্যা সেটা হল স্পীড কমে যায়। মানে সব ওয়েব সাইট অর সব এপ্স এ স্পীড পাওয়া যায় না।
তারপর আমরা যারা ব্রডব্যান্ড ইউস করি তাদের আবার কিছু সার্ভিস অতিরিক্ত দেয় আইএসপি থেকে যেমন, গুগল ক্যাশ, এফটিপি ইত্যাদি। যখন ভিপিএন ইউস করা হয় তখন এই সার্ভিস গুলো পাওয়া যায় না। যেমন আমার মেইন লাইন ১.৫ এম্বিপিএস আমি গুগল যত সার্ভিস আছে সব যায়গা থেকে ৬এম্বিপিএস স্পীড পাই। কিন্তু ভিপিএন ইউস করলে আমার মেইন স্পীড ছাড়া কিছুই পাওয়া যায় না। সে জন্য যারা শুধুমাত্র স্কাইপ নিয়ে ভেজালে আছেন তারা স্কাইপে প্রক্সি সেটাপ করে নিলেই হবে। মানে শুধুমাত্র স্কাইপ ই অন্য দেশের প্রক্সি দিয়ে ইউস করবেন। আর সব কিছু আপনার ঠিক থাকবে। তো চলুন শুরু করা যাক।
অনেক রকমের প্রক্সি পাওয়া যায়, ফ্রি এবং পেইড। তো আপনাদের যেটা ভাল লাগে ঐটা ইউস করতে পারেন। আমি মূলত ফ্রি গুলোই দেখাব। সবাই জানেন গুগল ইস দা বস, সেজন্য আমি নির্দিষ্ট কোন সাইট সাজেস্ট না করে আপনাকে বলব গুগল এ সার্স করবেন free https proxy list. আমিও সেইম ভাবে সার্স করছিলাম তো আমি একটা সাইট পাইছিলাম। এখান থেকে আপনি যে কোন একটা প্রক্সি সিলেক্ট বা কপি করে নিন পোর্ট সহ।
নিচের স্ক্রীনশট দেখুন। এখানে বক্সের ভিতরের প্রক্সিগুলো ইউস করতে পারবেন। উপরের গুলো ইউস করলে হবে না কারণ ঐগুলো পেইড করতে হবে তারপর ইউস করতে পারবেন।
এখন দেখুন কিভাবে সেটিং করবেন। স্কাইপ ওপেন না থাকলে ওপেন করুন। টুলস থেকে অপশন সিলেক্ট করুন। নিচের স্কীনশট দেখনুন।
এইবার কাজ শেষ মানে এখন আপনি স্কাইপ ইউস করতে পারবেন জামেলা ছাড়া। সেটিং করার পর অবশ্যই স্কাইপ ক্লোজ করে রিওপেন করতে হবে না হলে কিন্তু আমাকে গালি দিবেন। কারণ সেটিং টি কাজ করবে ক্লোজ করে ওপেন করার পর।
বোনাস যারা ইমো ওয়াটসএপ ইউস করতে পারছেন না ফোনে। তাদের জন্য ভিপিএন ছাড়া উপায় নাই। আমি পছন্দের তিনটা ভিপিএন হল, SurfEasy, SuperVpn, Hotspot Sheild. এগুলোর যেকোন একটা ডাউনলোড করে নিলেই সব কিছুই ইউস করতে পারবেন ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।
আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Trying to learn new somethings!