১জি নেটওয়ার্কঃ ১জি নেটওয়ার্ক বলতে বুঝায় প্রথম জেনারেশনের নেটওয়ার্ক। এইটা অবশ্য সবাই জানেন। কথা হল, এর বৈশিষ্ট্যগুলো কী... ১জি নেটওয়ার্কের প্রথম বৈশিষ্ট্য বা ডিজএডভান্টেজও বলা যেতে পারে, সেটা হল এর একটা এরিয়া লিমিট ছিল। নির্দিষ্ট এরিয়ার মধ্যে কল বা মেসেজ পাঠানো যেত শুধু। আর অবশ্যই প্রতিটা জেনারেশনে উল্লেখযোগ্য পরিবর্তন হল স্পীড। ১জি নেটওয়ার্কের স্পীড ছিল ২৮-৫৬কেবিপিএস।
২জি নেটওয়ার্কঃ ২জি নেটওয়ার্ক হল দ্বিতীয় প্রজন্মের নেটওয়ার্ক সিস্টেম। ২জি নেটওয়ার্ক মূলত ন্যারো ব্যান্ড বেসড নেটওয়ার্কিং সিস্টেম। ২জি নেটওয়ার্কেই সিগন্যাল গুলো প্রথমবারের মত ডিজিটাল ফরম্যাটে ট্রান্সফার হয় এবং এর গুনগত মানও ১জি এর চেয়ে অনেকটা উন্নত হয়। ২জি নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস(gprs=general packet radio service) সহ নেটয়ারকের স্পীড ৫০কেবিপিএস (kilo bit per second) (অবশ্য প্র্যাক্টিক্যালি ৪০ কেবিপিএস) পাওয়া যায়। আর এজ(edge=enhanced data rates for) সহ ২জিতে স্পীড ২৫০কেবিপিএস (প্র্যাক্টিক্যালি ১৫০ কেবিপিএস) পাওয়া যায়।
৩জি নেটওয়ার্কঃ অনলাইন টিভি, হাই ডেফিনেশন ভিডিও, ভিডিও কলিং, ভিডিও গেমসগুলো মূলত যার জন্য সম্ভব হয়েছে তা হল ৩য় প্রজন্মের নেটওয়ার্ক বা ৩জি নেটওয়ার্ক। ২জি এর চেয়ে ৩জি নেটওয়ার্কের কোয়ালিটি ও স্পীড দুইটারই অনেক উন্নতি হওয়ায় ভিডিও কলিংসহ অন্যান্য সুবিধাগুলো সম্ভব হয়েছে ৩জিতে।
৩জিরই উন্নত ভার্শন যে ৩.৫ জি, ৩.৭৫জি ও এইচএসপিএস। ৩জির ডাউনলোড স্পীড ৩৮৪কেবিপিএস- ২এমবিপিএস, ৩.৫জি এর ডাউনলোড স্পীড ১.৮ এমবিপিএস- ৩.৫ এমবিপিএস, আর ৩.৫ জি এর ডাউনলোড স্পীড সরবোচ্চ ১৪.৪ এমবিপিএস পর্যন্ত হতে পারে।
৪জি নেটওয়ার্কঃ ৩জি এর তুলনায় বলতে গেলে ৪জি নেটওয়ার্কের স্পীড হল সিডর। থিওরিটিক্যালি এর ডাউনলোড স্পীড ১০০ এমবিপিএস থেকে ১জিবিপিএস পর্যন্ত হতে পারে।
আমি ডার্ক নাইট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
lol