আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও ইন্টারনেট চালাতে পারবে না কেউ !

কেউ যদি প্রশ্ন করে তবে প্রশ্নটি এমন হতে পারে যেঃ আমি চাই আমার ওয়াইফাই নেট কেউ পাসওয়ার্ড জানলেও যেন চালাতে না পারে। এজন্য কি করতে হবে ?

উত্তরঃ এজন্য আপনাকে ইন্টারনেট অ্যাক্সেস অপশনটি অ্যাক্টিভ করতে হবে। বিস্তারিতঃ

রাউটারে এক্সেস কন্ট্রোল করার সুযোগ সুবিধাঃ

  • কোন ইউজার আপনার অনুমতি ছাড়া আপনার ইন্টারনেট চালাতে বা অ্যাক্সেস করতে পারবেন না।
  • আপনি যে কোন ইউজারকে যেকোন সময় অক্ষম/ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন।
  • আপনি আপনার রাউটারটি পাসওয়ার্ড ছাড়াও ব্যবহার করতে পারবেন।
  • একজন ইউজারকে আপনি যেভাবে চান সময় নির্ধারণ করে নেট দিতে পারবেন।

 

এখন প্রশ্ন হল কিভাবে কাজটি করবেন। শুধুমাত্র ২টি ধাপ অনুসরণ করুন কাজটি করার জন্য।

১ম ধাপ-: প্রথমে আপনার রাউটার এ লগইন করুন। তারপর Access Control এ গিয়ে Enable Internet Access Control অপশনটি অ্যাক্টিভ করে দিন। নিচের ছবির মত

Enable Internet Access Control

 

এবার যান >Access Control>Host এ গিয়ে Add New এ ক্লিক করুন। নিচের ছবির মত

এবার Mode এ গিয়ে Ip address এ ক্লিক করে MAC Address সিলেক্ট করুন। Host Description এ আপনার পছন্দের যে কোন একটি নাম দিন এবং MAC Address গিয়ে আপনার ল্যাপটপ/ডেক্সটপ/মোবাইলের MAC অ্যাড্রেস দিন তারপর সেভ করুন।

২য় ধাপ-: এখন কাজ হল রুল তৈরি করা। এজন্য যান >access Control>Rule এ গিয়ে Add New এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।

এবার Rule Name এ যে কোন একটি নাম দিন, host এ ১ম ধাপে যে নামে host তৈরি করেছিলেন তা সিলেক্ট করে দিন। এবার সেভ করে ফেলুন। ব্যাস কাজ শেষ। এবার আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কেও জানলেও কোন সমস্যা নেই।

বুঝতে অসুবিধা হলে ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে নিন

রাউটার সম্পর্কিত যে কোন তথ্যের জন্য ঘুরে আসতে পারেন আমার সাইটটিতে TP-LINK BANGLADESH

নিয়মিত আপডেট পেতে ফেসবুক পেজে লাইক দিন   Facebook Official Page

ইউটিউব এর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন - YOUTUBE CHANNEL

 

 

Level New

আমি বিপ্লব আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো , আমি বিপ্লব আল মাসুম । টুকটাক ব্লগ নিয়ে লিখালিখি করি । নিজে জানার চেষ্টা করি ও অন্যকে জাননুর চেষ্টা চালিয়ে যাই । আপনাদের মত বড় বড় টিউনারদের সাথে কাজ করতে পারলে নিজেকে বড় করে তুলতে পারব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Very Good!

Level New

ভাই পারলে রাউটার এর স্পিড/ bandwidth control বা QoS সেটিংস্‌ এর উপর একটি টিওন করেন।

ঠিক আছে ভাই পেয়ে যাবেন । @মুন

khub valo laglo vai. ami khub jhamelay chilam ei bisoy niye.

সকল রাউটার এর জন্য কি??? দয়াকরে জানাবেন।

    না ভাই , শুধু Tp-link এর জন্য , সব রাউটার এর জন্য তাড়াতাড়ি পাবেন ।

Thank you Brother

ভাই আমার রাউটার তো আমার ISP কনফিগার করে দিছে । আমি আমার রাউটারে লগিন করব কিভাবে ? 192.168.1.1 এ ঢুকলে এরকম http://prntscr.com/8cgplf আসে । সমাধান কি ?

ভাই আমার রাউটারে যে ইউজার নেম বা আইপি দিয়ে কনফিগার করা হয়েছে আমি চাইতেছি আমার সেই রাউটার অফ করে আমি সরাসরি কম্পিউটারে চালাবো কিন্তু তা হচ্ছে না। আমার আইএসপি এর সাথে যোগাযোগ করলে তারা বলে এটার আইপি এড্রেস চেন্জ করতে হবে আসলে এটা কিভাবে করে বা এর সমাধান কি ??? জানালে খুশি হবো। ধন্যবাদ আপনাকে টিউন করার জন্য।।।।

    ভাই এজন্য আপনাকে কম্পিউটার এ সেটিং করতে হবে । আপনি যার কাছ থেকে নেট কানেকশন নিয়েছেন তিনি আপনাকে একটা ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে থাকবেন । না জানলে জেনে নিন আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড কি ? তারপর যান >control Panel>Network and Sharing Center>set up a new connection and network>Connect the the Internet>brandband(PPPoE) তারপর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে Connect করুন ।

এভাবেও চেষ্টা করছি কিন্তু হয় না Error 691 আসে এটা সমাধানের উপায় আছে কি ??? ধন্যবাদ আপনাকে ।

ভাই রাউটার লগইন পাসওয়াড কিভাবে চেইঞ্জ করব?