অনেকেই Laptop এর WiFi ছড়ানোর জন্য Connectify বা এ জাতের কোন Software ব্যবহার করেন । কিন্তু এই কাজটা Manually ও করা যায় । যার ফলে আপনি আপনার Mobile-এ বা আশেপাশের অন্য কোনও Laptop -এ WiFi দিয়ে Internet Access সুবিধা পাবেন ।
তো চলুন শুরু করি -
১। Start এ ক্লিক করুন , টাইপ করুন CMD যেটা পাবেন সেটায় রাইট ক্লিক করে Run as Admin দিন
২। এবার আপনার Laptop দিয়ে হবে কিনা তা দেখতে CMD-তে এই কোড টি Paste করুন
netsh wlan show drivers
যদি চিত্রের মতো "YES" দেখায় তাইলে বুঝবেন Line OK
৩। এবার ১ম কোড দেবার পালা । এই কোড টি CMD-তে Paste করতে হবে , কিন্তু নিজের ইচ্ছামতো নাম ও পাসওয়ার্ড দিয়েন ।
netsh wlan set hostednetwork mode=allow ssid=myWiFi key=shuvo12345
যেমন আমার WiFi Zone এর নাম "myWiFi" আর পাসওয়ার্ড "shuvo12345"
৪। এবার ২য় কোড দেবার পালা , এটা দিয়ে আপনার ওয়াই-ফাই On/Start হবে । এটাই আপনি পরবর্তীতে বার বার Use করবেন ।
netsh wlan start hostednetwork
৫। হয়নি তাইনা ? কিভাবে হবে , আপনি তো Sharing-এ টিক মারেন নি ।
যান Control Panel -এ যান
তারপর Network & Sharing
.
.
.
.
তারপর বা পাশ থেকে Change Adapter settings
.
.
.
.
তারপর যেটা Share করতে চান সেটায় রাইট ক্লিক করে Properties
.
.
.
.
তারপর Sharing ট্যাব থেকে Allow তে টিক দিন আর নিচের Home Network Connection থেকে আপনার টার্গেট দিন । Ok করলেই কাজ শেষ
.
.
.
৭। ব্যাস হয়ে গেলো । প্রথমবার একটু ঝামেলা তো হবেই । DOS Mode কিনা । যাইহোক একবার কষ্ট করে করলে পরের বার শুধু 4 নং এর কোডটা CMD-তে Paste করলেই হবে । অথবা একটা Shortcut Create করে নেন ।
Desktop-এ রাইট ক্লিক করে New Shortcut এ যান , তারপর নিচের কোডটি paste করুন ।
netsh.exe wlan start hostednetwork
তারপর একটা নাম দিয়ে ফিনিশ করুন । পরের বার ওই শর্টকাট এ ক্লিক করলেই হবে ... তাইলে আর 4 নং কোড paste করা লাগবে না ...
যদি WiFi Zone টি Delete করতে চান তাইলে নিচের কোড লাগবে -
শুধু প্রোফাইল name আপনার টা দিবেন ।
netsh wlan delete profile name="ProfileName"
যদি WiFi Zone টি DeActivate করতে চান তাইলে নিচের কোড লাগবে -
netsh wlan set hostednetwork mode=disallow
---------------------------------------------------------
TUNE topic Closed properly...
আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin
kemon holo boilen…