ল্যাপটপ দিয়ে WiFi Zone তৈরি করুন মাত্র ২ লাইনের কোড দিয়ে

অনেকেই Laptop এর WiFi ছড়ানোর জন্য Connectify বা এ জাতের কোন Software ব্যবহার করেন । কিন্তু এই কাজটা Manually ও করা যায় । যার ফলে আপনি আপনার Mobile-এ বা আশেপাশের অন্য কোনও Laptop -এ WiFi দিয়ে Internet Access সুবিধা পাবেন ।

তো চলুন শুরু করি -

১। Start এ ক্লিক করুন , টাইপ করুন CMD যেটা পাবেন সেটায় রাইট ক্লিক করে Run as Admin দিন

২। এবার আপনার Laptop দিয়ে হবে কিনা তা দেখতে CMD-তে এই কোড টি Paste করুন
netsh wlan show drivers

যদি চিত্রের মতো "YES" দেখায় তাইলে বুঝবেন Line OK

৩। এবার ১ম কোড দেবার পালা । এই কোড টি CMD-তে Paste করতে হবে , কিন্তু নিজের ইচ্ছামতো নাম ও পাসওয়ার্ড দিয়েন ।
netsh wlan set hostednetwork mode=allow ssid=myWiFi key=shuvo12345


যেমন আমার WiFi Zone এর নাম "myWiFi" আর পাসওয়ার্ড "shuvo12345"

৪। এবার ২য় কোড দেবার পালা , এটা দিয়ে আপনার ওয়াই-ফাই On/Start হবে । এটাই আপনি পরবর্তীতে বার বার Use করবেন ।
netsh wlan start hostednetwork

৫। হয়নি তাইনা ? কিভাবে হবে , আপনি তো Sharing-এ টিক মারেন নি ।

যান Control Panel -এ যান
তারপর Network & Sharing
.
.
.
.
তারপর বা পাশ থেকে Change Adapter settings
.
.
.
.
তারপর যেটা Share করতে চান সেটায় রাইট ক্লিক করে Properties
.
.
.
.
তারপর Sharing ট্যাব থেকে Allow তে টিক দিন আর নিচের Home Network Connection থেকে আপনার টার্গেট দিন । Ok করলেই কাজ শেষ
.
.
.
৭। ব্যাস হয়ে গেলো । প্রথমবার একটু ঝামেলা তো হবেই । DOS Mode কিনা । যাইহোক একবার কষ্ট করে করলে পরের বার শুধু 4 নং এর কোডটা CMD-তে Paste করলেই হবে । অথবা একটা Shortcut Create করে নেন ।
Desktop-এ রাইট ক্লিক করে New Shortcut এ যান , তারপর নিচের কোডটি paste করুন ।
netsh.exe wlan start hostednetwork

তারপর একটা নাম দিয়ে ফিনিশ করুন । পরের বার ওই শর্টকাট এ ক্লিক করলেই হবে ... তাইলে আর 4 নং কোড paste করা লাগবে না ...

যদি WiFi Zone টি Delete করতে চান তাইলে নিচের কোড লাগবে -
শুধু প্রোফাইল name আপনার টা দিবেন ।
netsh wlan delete profile name="ProfileName"

যদি WiFi Zone টি DeActivate করতে চান তাইলে নিচের কোড লাগবে -
netsh wlan set hostednetwork mode=disallow
---------------------------------------------------------
TUNE topic Closed properly...

Level 0

আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kemon holo boilen…

Laptop On করার পর শুধু ৪ নং কোড টি CMD-তে Paste করুন আর Enter দিন । ব্যাস …

baya sob kisu krar por off krar jnne local area connection disable dc. ekn eta udao hye gsa. so cmd te rtrn 4 no code dc….. b8 r strt hy na. ki krbo ame 1kn……

Level 3

There is no wireless interface on the system এই লেখাটি দেখায় কি করব ??

    d@Kaysarul: wireless network driver INSTALL ace tou ?

    Level 3

    @Kaysarul: মনে হয় এরকম হইছে কারন আগে কাজ করছে কিভাবে আবার ড্রাইভার ইন্সটল দিব HP450 windows 7

There is no wireless interface on the system এই লেখাটি দেখায় কি করব ??

home network connection a amar daya wifi ar nam asa na.akon ki korbo bro???

obtaining ip adress e hold hoe jay………..

FIPS 140-2 mode supported : No
Hosted Network supported : Yes
আমারটা দিয়ে কি হবে?

The hosted network couldn’t be started.
A device attached to the system is not functioning.

ai lekka asa akon ki korbo bro???

যারা GP-INTERNET বা BL-INTERNET ব্যবহার করেন তারা আবার LOCAL area Connection শেয়ার করতে যাবেন না ,

    Level 0

    @তানজামিন খান: ভাই আমার ল্যাপটপ এ
    FIPS 140-2 mode supported : No
    Hosted Network supported : No আসছে আমার ল্যাপটপ দিয়ে কি করা যাবে? প্লিজ একটু জানাবেন

Level 3

মনে হয় এরকম
হইছে কারন আগে কাজ
করছে কিভাবে আবার ড্রাইভার
ইন্সটল দিব HP450 windows 7

Level New

Connected but no speed.I have used 1Mbps.A symbole with key(তালা) has been shown in the wifi symbol.Have you any solution?If you known please given. Thanks for post.

সবাই ঠিকঠাক Network শেয়ার করেন … আমি যেমন Broadband এর জন্য Local Area Connection দিয়েছি ।

amer oo to hoy na bohu bar try korch but same problem gp bl a hoba na buzlam amer to bangla lion wimax atay ke hoba ” tanzim” vi can you help me i will remember your help

ভাই, আমার HP Presario CQ43 Laptop.
Win 10 চালাই. বাট কিছুতেই wifi driver সেটাপ দিতে পারছিনা। help me!!!

গত কাল রাত থেকে অনেক চেষ্টা করে …আজ সকালে সফল হয়েছি, ধন্যবাদ তানজামিন খান ।

আমার এক ফ্রেন্ড এর লাপি তে Bluetooth অন করার পর হয়েছে…
হু হু ফানি … কার সাথে কার সম্পর্ক …

Level 0

Achha ami connectify hotspot or j kono hotspot die amr net share korte parchhi na…. onekk ghata ghati korlam… amr wireless all drivers instal dea achhe… amr windows jokhon 32 bit e silo tokhn eta kaj hoiito… ekhon connectify/marify/mhotspot ek ta teo kaj hoy na… amr frnd er 64 bit er pc te amr nijer haat e instal kore chalaisi… but amr ta kono vabei hochhe na…. koyek bar set up o die felsi….youtube e onek vdo dekhlam… to command promot e “netsh wlan show drivers” die ja paoa jay tate nicher pic er sathe ami sdhu 1 ta omil pelam. “FIPS 140-2 Mode Supported : NO” ashe… rakibul vi er moto… jekhane onno shober yes dekhlam…. ekhon i think ekhane problem… eta k thik korte hole ki korte hobe kindly bolben? plz vi….khub dorkar…Amr laptop- TOSHIBA Satellite C840 Series
@তানজামিন খান vi