উইন্ডোস দেওয়ার পর ব্রডব্যন্ড সংযোগ না হওয়ার সমস্যার সমাধান নিন। (নতুনদের জন্য)

আসসালামু আলাইকুম , কেমন আছেন আপনারা। আশাকরি ভালো আছেন এবং প্রযুক্তির সাথে আছেন। এতদিন আমার পরীক্ষা ছিল তাই নেটে বেশী ছিলাম না। আজ পরীক্ষা শেষ হলো তাই আবার আপনাদের মাঝে ফিরে এলাম। তো চলুন মূল টিউনে।

*আমি আগেই বলেছি এই টিউন বিশেষ করে নতুনদের জন্য।
এখন আমরা মোটামুটি সবাই নেট ব্যাবহার করি।আমরা যারা পিসিতে ব্রডব্যন্ড নেট ব্যাবহার করি যখন পিসিতে উইন্ডোস দেই তখন আর নেট Connect হয় না। তখন Provider দের কে ফোন দিলে তারা কখন আসবে সেই আসায় বসে থাকতে হয়। তাই আজ আমি দেখাব এই সমস্যা আপনি নিজেই কিভাবে এর সমাধান করবেন।

প্রথমেই আপনার পিসিটা চালু করুন। 😛 তার পর নিচের নিয়ম ফলো করুন

নিচের টিক দেওয়া জায়গাতে Click করুন।


তার পর আবার Open Network and Sharing Center এ Click করেন।

এখন Set up a new connection or network এ Click করেন

তরপর Connect to the Internet  এ Click করেন।

Broadband (PPPoE) তে Click করুন।

Connect এ Click করুন।

তার পর আবার Connect এ Click করুন।

এখন নিচের মত আসবে তির দেওয়া জায়গাতে Click করেন তারপর User name আপনার User ID দিন এবং Password এ Password দিন।

ব্যস নেট চালু হয়ে যাবে। 🙂
বিদ্রঃ আাপনার User ID এবং Password জানা না থাকলে Provider কে ফোন দিন
কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না।

Level 0

আমি রায়হানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai ame 2 operating sistem use kori win7 & win8.1. Apnar neomea win8.1 kag korea dut
win7 koreana. ke korbo bolben….?.thanks.

vai try korse kag hoyna…….

ভাই আমি Windows 7 এ পরীক্ষিত করে টিউন করেছি

আপনি যেই পদ্ধতি দেখালেন এটা সব ব্রডব্যান্ডে কাজ করবে না। যেমন আমি Link3 ব্যবহার করি। ওদের নেটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার কোন সিস্টেম নেই। স্ট্যাটিক আইপি, সাবনেট মাস্ক আর ডিফল্ট গেটওয়ে দিয়ে কানেক্ট করতে করতে হয়। আপনার এটা কাজ করবে ঢাকাকম, এঞ্জেল ড্রপ্স, ইজিনেট, ড্যাফডিল নেট সহ বেশ কিছু আইএসপিতে

Level 0

fav tune list