ধারাবাহীক নেটওয়ার্কিং[পর্ব-০১]:: VIT-BD এর সাথে ধারাবাহীক পর্বে নেটওয়ার্কিং শিখুন।

কম্পিউটার নেটওয়ার্কিং কি ?

নেটওয়ার্কিং হল কোন কিছু অন্যের সাথে শেয়ার করা। আমরা সচরাচর অনেক কিছুই এক অন্যের সাথে শেয়ার করে থাকি। এবং সেটা অবশ্যই অর্থ সমৃদ্ধ হতে হবে। শুদ্ধ কথায় বলতে গেলে এক বা একাধিক কম্পউটার এর নিজেদের মধ্যে আন্ত সংযোগের প্রক্রিয়াকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়।  নেটওয়ার্কিং এর মাধ্যমে একটি PC হতে আর একটি PC তে রিসোর্স শেয়ার করা যায়। Resource অর্থ হল =তথ্য+হাডওয়্যার।

যেহেতুন নেটওয়ার্কিং হল কোন প্রকার তথ্য শেয়ার করা। তাই তথ্যশেয়ারিং প্রক্রিয়াটি অবশ্যই বিভিন্ন ভাবেই সম্পন্ন হতে পারে। আমরা নেটওয়ার্কিং আকার বা আয়তন অনুসারে মূলত তিন প্রকারে বিভক্ত করতে পারি।

নেটওয়ার্কিং এর শ্রেনীবিভাগ:

১. LAN(Local Area Network)
২.  MAN (Metropolitan Area Network)
৩.  WAN (Wide Area Network)

LAN :- ল্যান হল একটি অফিসের সকল পিসি সমূহ নিয়ে একই নেটওয়ার্ক আইডি এর সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে LAN বলে। একে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়ে থাকে।

lan

MAN :- একাধিক ল্যান নিয়ে ম্যান গঠিত হয়। তাই একে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কিং বলে। তবে এখানে আকার এবং আয়তনের বিস্তার থাকতে পারে। আমরা সচরাচর একটি অফিসের সাথে আরেকটি অফিসের যোগাযোগের জন্যে এই প্রকার নেটওয়ার্কিং করে থাকি। নিচের চিত্রের মাধ্যমে আমরা খুব ভালভাবেই সেটা বুঝতে পারবো, এখানে বাম পাশে একটি এরিয়া অর্থাত একটি LAN(Local Area Network) রয়েছে ডান পাশের আরেকটি LAN(Local Area Network) এর সাথে এই প্রকারের অন্ত সংযোগই হল MAN (Metropolitan Area Network)

VIT-BD MAN

WAN : - একাধিক ম্যান নিয়ে ওয়্যান গঠিত হয়।একে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। এ প্রকার নেটওয়ার্কিং ব্যবহার করা হয় দূরবর্তি ষ্টেশনের মাঝে নেটওয়ার্কিং করতে। যথাক্রমে আমরা পাবনার সাথে ঢাকার নেটওয়ার্কিং কে বলতে পারি এই প্রকারের নেটওয়ার্কিং। তবে WAN (Wide Area Network) এর ক্ষেত্রে আমরা সর্বদাই ওয়ারলেস মিডিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। নিচের চিত্রের মাধ্যমে তা সুন্দর ভাবে বোঝা যাচ্ছে।

VIT-BD WAN

This post first published on my site Click to Visit

Level 3

আমি Tuton Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

This post was first purlished on http://vit-bd.com

Level 0

bro vedio tune good…….

অনেক ভাল একটা টিউন। ভাই Wan এর ক্ষেত্রে এসব টাওয়ার গুলো কি আমাদেরই করতে হবে। নাকি অন্য কারো ইউজ করা যা। এটা এ কারণে বলছি আমি আমার ঢাকা অফিস থেকে চট্টগ্রাম এবং ফেনীতে নেটওয়ার্কিং করতে চাইছি। এক্ষেত্রে আমি কি করতে পারি। ধন্যবাদ।