ভিডিও কনফারেন্স করুন পৃথিবীর যে কোন স্থানে Video Conference any Country…. in World

উন্নত পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের দেশও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বর্তমানে আমাদের দেশে Video Conference বিষয়টা অনেকেই শুন্তেছেন। এক দেশ থেকে আরেক দেশে সরাসরি Live কথা বলার + দেখার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকেই সাধারনত Video Conference বলে। অনেকে skype অথবা অন্যান্য মাধ্যম ব্যবহার করে Video Conference করে থাকে। কিন্তু আপনি যদি Professional, Corporate কাজে Video Conference করতে চান, তবে তা Skype দিয়ে হবেনা।

তাতে আপনার বিজনেস এর রেপুটেশন থাকেনা। আমাদের দেশের অনেক টাই আয় হয় বড় বড় গার্মেন্টস, বায়িং হাউজের মাধ্যমে, এর জন্য বায়ারদের সাথে সরাসরি কথা বলার প্রয়োজন হয়ে থাকে। তার জন্য আমাদের উড়ে যেতে হয় বাহিরে। এতে সময়, টাকার বিশাল খরচ হয়। তার জন্য আমরা অনেকের Video Conference এর জন্য ভিবিন্ন মাধ্যম খুজে থাকি।

আজকে আমি যেই ডিভাইসটি নিয়ে কথা বলব, সেটি হচ্ছে - Video Conference, Polycom Device.

এই Device টি Video Conference এর জন্য দরকার হয়। এতে একটি ক্যমেরা আছে ( Auto Face Detective ), VGA out put, AV, Mouthpiece, CPU এছাড়াও প্রয়োজনীয় ভিবিন্ন Output, input system আছে।

একটি ভিডিও Output দেয়ার জন্য TV, Monitor or Projector লাগবে।

Polycom Device এর কানেকশন।

এছাড়াও যা যা লাগবে Required Subject ...
1. BTRC (Bangladesh) Licences (Registration - Yearly)
2. Polycom Device (Licences, Registration - 1 Time))
3. TV (According to your needs)
4. Bandwith 1MB (Video on the chosen)
5. Real IP Licences (Registration - 1 Time)

*- বাংলাদেশ (BTRC) থেকে আপনাকে Video Conference এর লাইসেন্স নিতে হবে।

*- যাদের সাথে আপনি Video Conference করতে চান তাদের Real IP লাগবে। BTRC এই IP গুলোই পারমিশন দিয়ে দিবে।

আপাদত এই গুলো হলেই আপনি Video Conference করতে পারবেন।

এছাড়াও অন্যান্য কিছু প্রয়োজন হলে এই সাইটে দেখতে পারেন।

Facebook এ

ধন্যবাদ কষ্ট করে এই পোস্তটি পড়ার জন্য। যে কোন জিজ্ঞাস্যায় আমাদের জিগ্যেস করুন। সহযোগিতা করার চেস্টাকরব ইনশাল্লাহ।

আমি mahadi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

all kinds of computer & software ----- virus


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😈

থাঙ্কস । কাজে লাগবে । লাইসেন্স এর খরচ কত ?

Level 0

স্কাইপ দিয়ে কনফারেন্স করলে ভাব কমে যায় কেডা কইল?

    @Ra’d: ভাব কমেনা, আপনি যদি প্রফেশনালি video conference করতে চান, তবে একটি মিটিং টেবিলে বসতে হবে, সেখানে অনেকেই বসবে। আপনি এই Polycom Device থেকে ৯ জন কে টার্গেট করে ফিক্সট করে রাখতে পারবেন। দরেন ১ দিলে MD, ২ এ ডিরেক্টর, ৩ এ ম্যানেজার এই ভাবে আপনি ৯ জনের দিকে ক্যমেরা ফিক্স করে রাখতে পারবেন। কথা বলার সময়ে এই গুলো অনেক কাজে লাগে। skype দিয়ে video call দেয়া যায়। কিন্তু skype তে অনেক লিমিটেশন আছে। সেই জন্যই video conference ব্যবহার করতে হয়।

      @wantedvirus: আচ্ছা রিয়েল আইপি নিতে চাই ডায়লআপ কানেকশন ব্যবহার করি, কাজটা কীভাবে করবো হেল্প চাই।

রিয়েল আইপি নিতে চাইলে সবচেয়ে সহজ হচ্ছে ISP কে বলা, তারাই সাধারণত Real IP দিয়ে থাকে।