আপনাদের সবাইকে সালাম জানিকে শুরু করছি আমার এই টিউন।
যারা ডিসের লাইনের ব্যবসা করেন তারা হয়তো নিজস্ব চ্যানেল চালানোর জন্য সফটওয়ার খোঁজেন এবং অনেকের কাছ থেকে কিনে থাকেন। পরবর্তীতে দেখা যায়যে সেই সফটওয়ার এ নানান ধরনের সমস্যা দেখা যায় । সফটওয়ার এর মালিককে ফোন করলেও দেখা যায় সে কোন সমস্যার সমাধান দিতে পারেন না। এজন্য আপনাদের উচিং ভালো কারো কাছ থেকে সফটওয়ারটা কেনা।
আমি অনেকটি সফটওয়ার ব্যবহার করেছি এগুলো হলো:
1.Icable Player
2.CabTv Max Player.
3.CabTv Ultra
4.Acm (Automatic Cable Manager)
ওপরের দেওয়া চারটার মধ্যে আমি ওপরের তিনটা ব্যবহার করেছি।
এগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে জনাবো।
প্রথমে Icable Player:আই ক্যাবল প্লেয়ার সফটওয়ার ব্যবহার করলে সেটার জন্য Sceen Resulation 800*600 করে রাখতে হয় এতে সব লেখা বড় হয়ে যায়,এক কথায় বলতে পারিযে সব কিছুই বড় দেখায় যার কারণে
ব্যবহাররে সময় প্রবলেম হয়। 800*600 রেজুলেশন তাতো বুঝতেই পারছেন কেমন হবে । কিন্তু আইকেবল প্লেয়ারের মালিকের সম্পর্কে বেশি কিছু জানি না। কিছু দিন পূর্বে Techtunes এ একটা পোস্ট পেলাম যেটা দেখে
আইকেবল এর মালিকের সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পেরেছি।
যাইহোক তারপর ক্যাবটিভি ম্যাক্স প্লেয়ার এটা আর আইকেবল প্লেয়ার হুবহুব একই তাহলেতো এটার কথা কিছু বলা লাগবে না।
Acm (Automatic Cable Manager) এই সফটওয়ার আমি নিজে ব্যবহার করি নাই কিন্তু শুনেছি ভালো চোখে দেখেছি ।
আমার ধারণা এটা ভালো হবে । এই সফটওয়ার India থেকে তৈরি।
এটার দাম প্রায় ৮০,০০০ টাকা ।
তার পর CabTv Ultra: এই সফটওয়ারের কথা বলার পূর্বে কামুরূল ইসলাম রুবেল ভাইকে আমি অসংখ্যা ধন্যবাদ দিব এই সফটওয়ারটা তৈরি করার জন্য।
ক্যাবটিভি আল্ট্রাতে যেকোন স্কিন রেজুলেশনে চালানো যায় । এটিতে টিভির চ্যানেলের মতোই অনেক ধরনের প্রোগাম রয়েছে ।
সব চেয়ে ভালো লাগলো বিঙ্গাপন চালানোর সিস্টেমটা দেখে। অন্যগুলোর চেয়ে ভালোভাবে রেকর্ড করার সিস্টেম। যা আমি বলে বোঝাতে পারব না আপনারা দেখলেই বুঝতে পারবন।
সবকিছু মিলিয়ে লক্ষ করলে দেখা যায় ব্রডকাস্টের জন্য Acm and CabTv Ultra ব্যবহার করাই ভালো।
এখন ইচ্ছা আপনাদের । আপনারা যেটা ভালো মনে করেন।
এখানে আমি আমার মতামত প্রকাশ করলাম ।
সবাকে ধন্যবাদ আমার টিউনটি পড়ার জন্য।
http://www.Maramarry.Tk এর পক্ষ থেকে আমি সোহাগ
আমি সময়ের বন্ধু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
CabTv Ultra নিতে টাকা লাগে?