আমি মুনিফ শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@মুনিফ শাহরিয়ার: ঐ মিয়া আগে নিজে বোঝেন। Kbps মানে Kilo Bit Per Second আর KBps মানে Kilo Bytes Per Second দুইটায় b আর B তে তফাৎ। নিজেই বোঝেননা অন্যকে কি বোঝাবেন?
ভাই আপনার লেখায় আসল কথাই বলেননি। তা হল আপনার নেটের লাইন যদি 1Mbps হয় তাহলে ব্রাউজিং এর সময় আপনি 1Mbps ই পাবেন কিন্তু ডাউনলোড স্পিড পাবেন 1Mbps/8=128KBps (kilo byte per second)
@অতৃপ্ত কোডার: ভাই b আর B এর তফাত না বুঝার কি আছে? 😀 😀 1Byte = 8 bit browsing speed 512 kilo bit per second hole dowload speed hobe 64 kilo Byte per second এটা সোজা হিসাব।
@জিপি_বিল্লী: তাহলে এরকম একটা উদ্ভট কথা বলার কারণ কি? “তা হল আপনার নেটের লাইন যদি 1Mbps হয় তাহলে ব্রাউজিং এর সময় আপনি 1Mbps ই পাবেন কিন্তু ডাউনলোড স্পিড পাবেন 1Mbps/8=128KBps (kilo byte per second)”
ডাউনলোড স্পিড আর ব্রাউজিং স্পিড এর জন্য স্পিড পরিমাপ কি আলাদা নাকি ! আপনি 512 kbps লাইন নিলে ব্রাউজিং বলুন আর ডাউনলোড বলুন উভয় ক্ষেত্রেই approx 68 kBps বা 512 kbps speed পাবেন , এইটা তো পানির মত সোজা ! এই কি যে bit হলে সেটাকে ৮ দিয়ে ভাগ করে Byte এর হিসাব পাওয়া যায় !
সকল কমেন্ট ও টিউনার ভাইদের কে বলছি। একটু বুঝিযে বলেন-যখন আমরা কোন ব্রাউজিং করি তখন জিপি মডেম সফটওয়ারে ডাউনলোড বা আপলোড এক রকম থাকে না। কিন্তু কোন ভিডিও আপলোড বা ডাউনলোড করি তখন স্পিড বেশি থাকে। যেমন হুন্ডা ৮০তে থাকলে সব সময় একই রকম স্পিড বা চলে। কম বেশ হয়না। কিন্তু ব্রাউজিং এর সময একটু স্লো স্প্রিড দেখায় ডাইনলোড ২০/৩০কেবিপিএস। কিন্তু ডাইনলোড এর সময ভিডিও ডাউনলোড স্প্রিড ২১৫/২২০কেবিপিএস দেখায়। স্পিড সব সময় গতি থাকবে একই রকম। ব্রাউজিং হউক বা ভিডিও ডাউনলোড, যদি একই রকম হয় তাহলে ব্রাউজিং দ্রুত হওয়ার কথা। একটু বিঝিয়ে বলুন।
কি লিখলেন ভাই? তাল ছাড়া লেখা। বুঝেছি ঠিকই কিন্তু লেখার কোনো আগা মাথা পাইলাম।