আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আসা করি ভালোই আছেন, আজ আমি আপনাদের সাথে চরম একটি মজার সফটওয়্যার শেয়ার করব যা আপনাকে দেবে চরম আনন্দ , সফটওয়্যারটির নাম Team viewer , তাহলে চলুন জেনে নেওয়া যাক Team viewer সম্পর্কে সামান্য কিছু কথা ...........................
Team viewer হচ্ছে Online base একটি জনপ্রিয় সফটওয়্যার , এই সফটওয়্যার এর মাধ্যমে Online এর সাহায্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য যে কোন প্রান্তের কম্পিউটার নিয়ন্ত্রন করা সম্ভব । Team viewer এর মাধ্যমে একটি কপিউটারে অবস্থান করে অন্য যে কোন স্থানের কম্পিউটার এর সফটওয়্যার গত সমস্যা সমাধান করা যায়, মনে করুন,আপনি কম্পিউটারে পারদর্শি এ কথাটি অনেকই জানে এখন তাদের কারো একজনের কম্পিউটারের প্রব্লেম হয়ছে, তো সে আপনাকে ঐ প্রবলেম এর কথাটি জানালো এখন আপনি বুঝলেন যে তার কম্পিউটারের সফটওয়্যার গত প্রবলেম হয়ছে আবার আপনার তার কাছে যাওয়ার সময়ও নাই তখন তার কাছ থেকে জেনে নিন তার ইন্টারনেট কানেকশন আছে কিনা যদি থাকে তাহলে তার প্রবলেম আর আপনার সময় দুটোরই সমাধান হয়ে যাবে যদি আপনাদের কাছে Team viewer সফটওয়্যারটি থাকে , এখন আপনারা দুজনই Team viewer সফটওয়্যারটি ইন্সটল করে নিন তারপর তার কাছ থেকে Team viewer এর আইডি এবং পাসওয়ার্ড জেনে আপনি তার কম্পিউটারটি ব্যবহার করুন এবং তার প্রবলেম এর সমাধান করুন । আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটার থেকে তার কম্পিউটারে ফাইল শেয়ারও করতে পারবেন । তাহলে আর দেরি না করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখানে ক্লিক করুন ।
তাহলে আজ এই পর্যন্তই , সফটওয়্যারটি ডাউনলোড করলেই বাদ বাকি সব বুঝে যাবে আসা করা যাই , সময় থাকলে একবার ঘুরে আসবেন আমার ব্লগ থেকে । আল্লাহ হাফেজ ।
আমি কাবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Pendrive bootable korar pore Boot device a gie 1st Boot device removal/USB dite hoy jantam.but amar pc te Boot device a 4 ta Option Show kore : (1) CD/DVD (2) hard Disk (3) Floopy Drive (4) Ethernet… Ami tahole 1st Boot device Konta dibo…Amar Intel Motherbord Dual Core Processor aktu help korben Pls…