ইন্টারনেট ও প্রিন্টারতো শেয়ার করলেন, এবার স্ক্যানার শেয়ার করুন!!

প্রিয় টেকটিউনস পরিবার। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু অলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি এক বছর আগেই একাউন্ট খুলে রেখে দিয়েছি কিন্তু সাহস হয়নি কোন বিষয়ে টিউন করার। তো আজকে বসে গেলাম ছোট্ট একটা টিউন নিয়ে। আশা করি যাদের সাইবার ক্যাফে আছে তাদের কাজে লাগবে। আর কোন ভুল হলে দোহাই লাগে ক্ষমা করে দিয়েন।

তো টপিক চালু করলামঃ

প্রথমেই আপনি দুটি কম্পিউটার চালু করুন। খেয়াল রাখবেন আপনার পিসিগুলিতে যেনো অবশ্যই ল্যান কানেকশন অর্থ্যাৎ নেটওয়ার্কিং সেটিংস ঠিক থাকে।

আপনি যেকোনা একটি কম্পিউটার সিলেক্ট করুন যেটাতে আপনার স্ক্যানারটির সংযোগ থাকবে।

তারপর এই লিংক থেকে (BlindScanner Pro 3.22) সফটওয়ারটি ডাউনলোড করে নিন।

প্রথম ধাপঃ

প্রথমে আপনার যেই পিসিতে স্ক্যানার সংযোগ রয়েছে সেখানে ইনস্টল করুনঃ

ইনস্টল করার সময় নিচের মতো করে ৫ম ধাপে স্ক্যানার সার্ভার সিলেক্ট করে ইনস্টল করুন।

ইনস্টল শেষে BlindScanner Server ‍সফটওয়ার রান করান এবং এই সারভিস মোডে রাখুন।

দ্বিতীয় ধাপঃ

এখন আপনার যেই পিসিতে স্ক্যানার সংযোগ নেই অর্থাত যেখানে স্ক্যানার শেয়ার করতে চান সেখানেও সফটওয়ারটি ইনস্টল করুনঃ

ইনস্টল করার সময় নিচের মতো করে ৫ম ধাপে ভার্চুয়াল স্ক্যানার ড্রাইভারটি সিলেক্ট করে ইনস্টল করুন।

ইনস্টল শেষে স্ক্যান করার জন্য প্রস্তুত হয়ে নিন এবং ফটোশপ চালু করুন।

ফটোশপের File মেনুতে যান। তারপর Import>BlindScanner Pro... ক্লিক করুন। তাহলে নিচের মতো স্ক্রিন দেখতে পাবেন।

স্কিন অনুযায়ী প্রথমে সার্ভার এড বাটনে ক্লিক করুন। তারপর নতুন ডায়লগ বক্স আসবে। সেখানে সার্ভার এর ঘরে  যে পিসিতে স্ক্যানার সংযোগ রয়েছে তার আাইপি এড্রেস লিখুন যেমনঃ 192.168.0.2 এবং পোর্টের জায়গায় 8900 ডিফল্ট হিসাবে রাখুন। তারপর এড বাটনে ক্লিক করুন। ল্যান কানেকশনের কোন সমস্যা না থাকলে সাথে সাথে আপনার স্ক্যানারটি দেখতে পাবেন।

আপনার পাতা সাইজ, কালার, প্রেজেট ঠিকঠাক করে স্ক্যান করা শুরু করে দিন।

যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন তাই ভুল হতে পারে।

টিউনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পরবর্তী টিউন করতে উৎসাহিত করবেন।

সবাইকে ধন্যবাদ!!!!

পুনরায় দেখা হবে।

ফেসবুকে আমি

Level 0

আমি মোঃ মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 662 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই মনিটর শেয়ার করা যায়

    @mdmasumbillah: কোন সিস্টেম। থাকতে পারে! আমার দরকার পরে নি। তাই খুজে দেখি নাই। তবে পেলে নতুন টিউন করব। ইনশাল্লাহ

Thanks . Fine .

তবে রিমোট নেটওয়ার্কিং এর মাধ্যমে মনিটর শেয়ার করা যায়!

Level 0

Khub Bhalo, Kore dekhbo, Thanks.

Level 0

Khub Shundor Ekta Tune Supper LiKE Dilam……………………………………….

দারুন!
আমি অনেকদিন ধরে এরকম একটা সিস্টেম খুজতেছিলাম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ… 🙂