বাংলাদেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সম্পর্কে…

বিশ্বের অন্যন্য দেশের মতো বাংলাদেশেও ফেইসবুক/টুইটারের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। তবে অন্যন্য দেশে ফেইসবুক/টুইটার এর পাশাপাশি তাদের নিজস্ব পূর্ণাঙ্গ সোশ্যাল নেটওয়ার্কিং থাকলেও আমাদের দেশে নেই। আর, এটা তৈরির ব্যাপারে কেউ কোন উদ্দ্যোগও নিচ্ছে না। অথচ এরকম একটা সাইট তৈরি কারার মতো বহু প্রকৌশলী আছে এদেশে। "টেকটিউনস" এর পাতায় চোখ রাখলে তা সহজেই বোঝা যায়। নানান ধরনের অসংখ্য ইউজার, টেকটিউনার আছে আমাদের এই ব্লগে।  এই "টেকটিউনস" এর আদলে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরি করা হলে তার জনপ্রিয়তা পেতে মোটেও দেরি হবেনা।

"টেকটিউনস" এর এডমিনদের কাছে আমার অনুরোধ রইলো... আপনারা কয়েকজন স্পেশালিস্ট এক হয়ে, একটা টিম গঠন করে আমাদেরকে দৃষ্টিনন্দন একটি পূর্ণাঙ্গ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তথা একটা নতুন ঠিকানা উপহার দিন।

Level New

আমি Canvas of Life। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Great Idea @ক্যানভাস ভাই।

ভাইয়া বাংলাদেশে একটি সোশ্যাল সাইট beshto.com

    @প্রান্ত আজাদ: Name(Domain) ta posndo hoy na!! occaron korte Ugly Lage!

ক্যানভাস@ ভাই আমি ফেইসবুক/টুইটার এর মত সাইট বানাতে চায় কিন্তু আপনি বলেন কয়জন এই সাইট পছন্দ করবে। বাংলাদেশ এর মানুষ তো সুধু বাইরের সবকিছু চায় নিজের দেশে কিছু বানালে সেটা ভাল লাগে না তাদের। তাহলে কিভাবে এই উদ্যোগ নেই বলেন?

Level 0

Banggali ki je chai, banggali nijaio jane na

sobuj vai… apni banan… then dekhi ki kora jay

সাবই বললে কি হবে কেউ ঢুকবে না

বাঙালি বলে কথা না…আপনি যদি সবাইকে নিয়া নামেন তাইলে আপনি উদ্যোগ টা নেন পারলে ফেবু র মত মোবাইল অ্যাপর ও কথা চিন্তা কইরেন

বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক এর নাম হচ্ছে https://allylook.com