লিনাক্সে PPPoE কানেকশান কনফিগারের সহজ তম পদ্ধতি

প্রথমে এটা নিশ্চিত করুন যে আপনার পিসির ইথারনেট পোর্টে ব্রডব্যান্ড কানেকশান ক্যাবল টি ভালভাবে সংযুক্ত আছে ।
এখন,
কী বোর্ড থেকে Ctrl+Alt+T  কী ত্রয় একত্রে চেপে  টার্মিনাল চালু করুন ।
Terminal চালু হবার পরে নিম্নোক্ত কমান্ড টি টাইপ করে Enter কী চাপুন :

sudo pppoeconf

পাসওয়ার্ড চাইলে আপনার লিনাক্স পিসির পাসওয়ার্ড টি টাইপ করে Enter কী চাপুন ।

SCANNING DEVICE ডায়লগ বক্স আসবে ।

 তারপর
OKAY TO MODIFY ডায়লগ বক্স আসবে
Tab অথবা Down Arrow কী চেপে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
 POPULAR OPTIONS ডায়লগ বক্স আসবে ।
 একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
ENTER USERNAME ডায়লগ বক্স আসবে ।
এটি ইউজারনেম প্রবেশ করানোর জন্য অনুরোধ করবে ।
এখন আপনার পিসির ইন্টারনেট কানেকশানের জন্য ISP কর্তৃক সরবরাহকৃত username টি টাইপ করে  একইভাবে <ok> সিলেক্ট করে Enter কী চাপুন ।
 ENTER PASSWORD ডায়লগ বক্স আসবে ।
এটি পাসওয়ার্ড প্রবেশ করানোর জন্য অনুরোধ করবে ।এখন আপনার পিসির ইন্টারনেট কানেকশানের জন্য ISP কর্তৃক সরবরাহকৃত password টি টাইপ করে  একইভাবে <ok> সিলেক্ট করে Enter কী চাপুন ।
 USE PEER DNS ডায়লগ বক্স আসবে ।
একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
LIMITED MSS PROBLEM ডায়লগ বক্স আসবে
একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
DONE ডায়লগ বক্স আসবে
একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
ESTABLISH A CONNECTION ডায়লগ বক্স আসবে ।
একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
CONNECTION INITIATED ডায়লগ বক্স আসবে ।
একইভাবে <ok> সিলেক্ট করে Enter কী চাপুন ।
সবকিছু ঠিক থাকলে,  CONNECTION INITIATED গায়েব হয়ে যাবে ।
এরপর টার্মিনালে নিচের চিত্রের মতো দেখাবে :

ব্যাস!!!!!
আপনি আপনার লিনাক্স পিসি তে  PPPoE কানেকশান কনফিগার করে ফেলেছেন ।
এরপর থকে আপনার পিসি রিস্টার্ট কিংবা শাট ডাউন করার পরে পিসি চালু হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে সংযুক্ত হয়ে যাবে ।
তার পরেও আপনি চাইলে ম্যানুয়্যালি ইন্টারনেট কানেকশান অফ কিংবা অন করতে পারবেন । ইন্টারনেট কানেকশান অন করার জন্য Terminal চালু হবার পরে নিম্নোক্ত কমান্ড টি টাইপ করে Enter কী চাপুন :

sudo pon dsl-provider

ইন্টারনেট কানেকশান অফ করার জন্য Terminal চালু হবার পরে নিম্নোক্ত কমান্ড টি টাইপ করে Enter কী চাপুন :
sudo poff

Level 0

আমি সুফিয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করি। ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। যোগাযোগ: ব্যক্তিগত ব্লগ ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগ ফেসবুকে আমি সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Khub valo hoyeche. Amio recent windows chere lubuntu use korchi.. Khub soundor ar very speed DE . at wine install korar por .exe file o support korche. At tai ami ar konodin windows install korbo na.

@ n2roy,
ধন্যবাদ

    ললিনাক্স ব্যবহার করতে মুনচায়, যদি আপনি সাহায্য করতেন তাহলে চেস্টা করে দেখতাম। আর একটি কথা PPPoE কানেকশান কনফিগার এই বিষয়টা বুঝলাম না। এটি ক্যনো কনফিগার করতে হয়।

      @মাহমুদ কলি।: আপনি যদি ব্রডব্যান্ড কানেকশান ইউজ করে থাকেন, তাহলে লিনাক্সে আপনার ইন্টারনেট কানেকশান সেট-আপ কিভাবে করবেন – সেটাই দেখানো হয়েছে এই পোস্টে। যদি কিউবি-বাংলালায়ন-৩জি এই সব মডেম দিয়ে নেট ইউজ করেন, তাহলে অবশ্য ভিন্ন কথা।

ভাই ধন্যবাদ সুন্দর টিউনের জন্য। দেখি চেষ্টা করে।

Level 0

ওয়াইফাই .. এবং ভি পি এন … কানেকশন করার উপরে যদি কিছু লিখতেন …. খুবই উপকার হত ভাইয়া … ………ধন্যবাদ