CCNA Certification : মান-ইজ্জত রক্ষার সনদ

 

CCNA Course এখন আর Vendor Certification কোর্স নাই, এটা এখন অনেকটা মান-ইজ্জত রক্ষার সনদ হয়ে দাড়িয়েছে। পথে ঘাটে , অলিতে গলিতে CCNA Certified এর ছড়াছড়ি। এদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে ভয় লাগে কারন আমি একজন CCNA Certified. তবে প্রশ্ন হচ্ছে কি আছে এই কোর্সে? আর কেনইবা এর এত বাড়াবাড়ি রকমের উত্থান এবং পতনের খেলা?

আমার ভাষায় সংক্ষিপ্ত আকারে বলতে গেলে অনেকটা নিচের মত হবে:
* CCNA Course এ নেটওয়ার্কিং এর প্রাথমিক বিষয়গুলি অনেক বিশদভাবে পড়ানো হয় যা অন্য কোন Vendor certification এ পড়ানো হয় না।
* যেহেতু এটা রাউটিং এবং সুইচিং নির্ভর কোর্স তাই IP Addressing, Sub-netting, Masking সম্পর্কে বিস্তারিত পড়ানো হয়।
* OSI Referrence Model এর অদ্যপান্ত বোঝানো হয় যা অন্য কোর্সে শুধু ধারনা দেওয়া হয়।
* Packet এবং Frame নিয়ে কাজ হয় মুলত রাউটিং এ তাই এই কোর্সে এর গুরুত্ব অনেক বেশী দেওয়া হয়।
* Server বাদ দিলে একটি নেটওয়ার্কিং এ যা থাকে তার সব কিছুই এই কোর্সের অন্তর্ভুক্ত।

যদিও উপরের বিষয়গুলি কয়জন বোঝে বা জানে সেই প্রশ্ন অবান্তর কেননা শুধুমাত্র Dumps অনুশীলন করেই CCNA Certified হওয়া যায়। তবে মনে রাখতে হবে দক্ষ কম্পিউটার প্রকৌশলী হওয়ার জন্য এবং CCNA এর অন্যান্য কোর্স করার জন্য প্রথম কোর্সটি অনেক গুরুত্বপূর্ন।

আমি আপনাদের জন্য CCNA Routing & Switching কোর্সের মুল বিষয়গুলি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমার এই লিখা পড়ে আপনি CCNA পাশ করে যাবেন সেটা মনে করার কোন কারন নাই তবে যদি কখনও কোর্স করতে যান তবে অবশ্যই অনেক এগিয়ে থাকতে পারবেন। আর হ্যা যারা বর্তমানে এই ধরনের পেশায় আছেন তাদের অবশ্যই অনেক উপকার হবে আশা করি।

আরও বিস্তারিত জানতে ফেইসবুকে থাকতে পারেন।

Level 0

আমি এ্যাপাচি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এ্যাপাচি ভাই চালিয়ে যান। আমরা আশা করি অনেক কিছু জানতে পারবো।

ভালো উদ্যোগ, ধন্যবাদ

Level 0

good bro, amr eta khub dorkar…. plz carry on….

Level 0

কোথায় যেন পড়েছিলাম, CCNA কোর্সে অংশ না নিয়েও সার্টিফিকেশন সম্ভব। টিউনারকে জিজ্ঞাস্য – তা সম্ভব কিনা?

    @limaj: অল্পকিছু প্রাথমিক বিষয় পড়লে এবং ৭দিন dumps অনুশীলন করলেই পাশ করা কোন কোন ব্যাপার না। কিন্তু আপনি এটা করলে সারা জীবন পস্তাইবেন যে কেন আপনি ভালভাবে কোর্সটা করেননি। পরে আমার দোষ দিয়েন না।

Level 0

ভালো উদ্যোগ, ধন্যবাদ

waiting…………………

    @Ashikur Rahman: আসছে . . . খুব শীঘ্রই . . . আপনাদের প্রিয় পেক্ষাগ্রহে . . .

    @Ashikur Rahman: সবুরে মেওয়া ফলে !!!