হ্যালো, সবাই ভাল আছেন নিশ্চয়ই।
শুরুতেই বলে নিচ্ছি, কোন কমার্শিয়াল সাইট কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে এখানে পোস্ট করছিনা। এটা একটা স্বেচ্ছাসেবা মূলক কাজ। সবার উপকারের জন্যই এই উদ্যোগ।
তাই আশাকরছি, শ্রদ্ধেয় এডমিন এটা বিবেচনা করবেন।
আজ আমি আপনাদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার ফ্রি স্কুল ITMOYBD Academy of ICT এর নতুন কিছু লেকচার দেখার আমন্ত্রন জানাব। মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কথা মাথায় রেখে লেকচার গুলো তৈরী করা। কিন্তু আশাকরি, প্রযুক্তি প্রেমী সবারই খুব ভাল লাগবে।
লেকচারঃ HSC ICT-L201: কমিউনিকেশন সিস্টেম এর প্রাথমিক ধারনা।
লেকচারঃ HSC ICT-L202: ডেটা ট্রান্সমিশন এর বিভিন্ন মোড এর পরিচিতি ।
লেকচারঃ HSC ICT-L203: ডেটা ট্রান্সমিশনের মাধ্যম (তার মাধ্যম ও তারহীন মাধ্যম) ।
সবাই ভাল থাকবেন। আর ভিডিওটি ভাল লাগলে আপনার পাশের HSC student কে জানাতে ভুলবেন না। সবাইকে ITMOYBD Academy of ICT এর পক্ষ থেকে আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
facebook page is here
Youtube এ সকল ভিডিও দেখতে এখানে ক্লিক করেন।
আমি Arafat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Best tune.