নতুন কম্পিউটার কিনলে কিংবা বন্ধুর বড় কালেকশন নিতে গেলে সবচেয়ে বিরক্তি এসে যায় পেনড্রাইভের স্পিড দেখে এবং বারবার কপি, কাট, পেস্ট করতে করতে বিরক্তি চলে আসে ।
আর মাত্র ৬০ টাকা খরচ করে যদি ল্যান তার নেয়া হয় তবে তা দিয়ে খুব সহজেই হার্ডডিস্ক শেয়ার করা সম্ভব । আমি এখন কিভাবে খুব সহজেই হার্ডডিস্ক শেয়ার করা যায় তা দেখাবো । স্কিনশর্ট পাশাপাশি বর্ননা এবং পরিশেষে ইউটিউবের ভিডিও টিউটোরিয়ার । আশা করি আপনাদের উপকারে আসবে ।
অপারেটিং সিস্টেমঃ এভাবে ফাইল শেয়ার আমি নিজে থেকে উইনডোজ ৮ এবং উইনডোজ ৭ এ করে দেখেছি । পরীক্ষীত ।
প্রথম ধাপে আপনাকে যা করতে হবে দুটি কম্পিউটারে বা ল্যাপটপে ল্যান তার দিয়ে কানেক্ট করাতে হবে । কানেক্ট যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে দেখবেন যে ল্যান ক্যাবলে একটা ছোট্ট বাল্ব আছে যা জ্বলে উঠবে । তারপর আস্তে আস্তে স্কিন শর্ট ফলো করুন ।
যদি আপনার কম্পিউটার উইনডোজ সেভেন হয় তাহলে এতো কাহিনী করতে হবে না । সরাসরি র্স্টাট থেকে কন্ট্রোল প্যানেল এ গেলেই হবে । উইনডোজ ৮ । বড় বড় মানুসের বড় বড় ব্যাপার ।
এর পর আরেকটা ধাপ আছে যেটা শেষের ধাপ । তা হলো আপনি আপনার হর্ডডিক্সের কোন ড্রাইভ শেয়ার করতে চান । এবং কিভাবে করতে চান ।
১। শুধু মাত্র আপনার কম্পিউটারের ফাইল ঔ কম্পিউটারে শো করবে এবং কপি করতে পারবে ।
তাহলে ।
ড্রাইভে রাইট ক্লিক করুন এবং প্রপারটিজ । তারপর সিকিউরিটি ট্যাব । এখানে ইডইট অপশন থেকে এড এ গিয়ে বড় হাতের EVERYONE লিখুন । তারপর ওকে করুন ।
কিছুটা সময় তো লাগবেই বলুন । তাই ধৈয্য সহকারে কিছুক্ষন অপেক্ষা করুন । তারপর হয়ে গেলে ওকে করুন । এরপর শেয়ারিং ট্যাবে দুই সেকেন্ডের একটা পিচ্চি কাজ আছে। সেটা হল শেয়ারিং ট্যাবে যান গিয়ে এডভান্সড শেয়ারিং অপশনে যান গিয়ে শেয়ার দিজ ফোল্ডার এ টিক মার্ক দিন ।
এর পর ওকে করলেই আপনার কম্পিউটার ওই ল্যানযুক্ত কম্পিউটারে দেখা যাবে । দেখবেন কোথায় গিয়ে?
দেখবেন মাইকম্পিউটারে ডাবলক্লিক করে নেটওয়ার্ক এ ক্লিক করলে । আপনাকে একই সেটিং ওই কম্পিউটারেও করতে হবে । বেশীকিছু না করতে চাইলেও । এডভান্সডৃ শেয়ারিং অপশন থেকে নেটওয়ার্ক ডিসকভারি অন করতে হবে ।
২। এবার আপনি যদি মনে করেন যে আমার ফাইল শেয়ার এর পাশাপাশি ঔ কম্পিউটার থেকে আমি আমার কম্পিউটারে নিব । তাহলে আপনার ড্রাইভের পারমিশন দিয়ে দিতে হবে । কিভাবে ? স্ক্রিন শর্ট দেখুন তাহলে বেশী কিছু বলতে হবে না ।
অনেক তো হল । এবার তাহলে ফাইল শেয়ারিং শুরু করে দিন । একটা কমেন্ট তো আশা করতেই পারি নাকি?
http://www.youtube.com/watch?v=PBbCCVBUt2M&feature=youtu.be
আমি samrattex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডিপ্লোমা ইন টেক্সটাইল এর শেষ প্রান্তে দাড়িয়ে আজ আমার হাতে কটন,ভিসকোস কিংবা নাইলন বা এক্যাইলিক , ডাই মলিকুল, সোডা, এসিড যতক্ষন না থাকে তার চেয়ে বেশী থাকে এইচ পি ৪৩০!! হায় রে ..............
ভাই পোস্ট টা জটিল হয়েছে। আমার খুব ভালো লেগেছে একই সাথে উপকারেও লাগবে। আপনাকে ধন্যবাদ এরকম একটি সুন্দর টিউন করার জন্য। 😆