সবচেয়ে সহজ পদ্ধতিতে ল্যান ক্যাবল দিয়ে ফাইল শেয়ার ।

সবচেয়ে সহজ পদ্ধতিতে ল্যান ক্যাবল দিয়ে ফাইল শেয়ার ।

নতুন কম্পিউটার কিনলে কিংবা বন্ধুর বড় কালেকশন নিতে গেলে সবচেয়ে বিরক্তি এসে যায় পেনড্রাইভের স্পিড দেখে এবং বারবার কপি, কাট, পেস্ট করতে করতে বিরক্তি চলে আসে ।

আর মাত্র ৬০ টাকা খরচ করে যদি ল্যান তার নেয়া হয় তবে তা দিয়ে খুব সহজেই হার্ডডিস্ক শেয়ার করা সম্ভব । আমি এখন কিভাবে খুব সহজেই হার্ডডিস্ক শেয়ার করা যায় তা দেখাবো । স্কিনশর্ট পাশাপাশি বর্ননা এবং পরিশেষে ইউটিউবের ভিডিও টিউটোরিয়ার । আশা করি আপনাদের উপকারে আসবে ।

অপারেটিং সিস্টেমঃ এভাবে ফাইল শেয়ার আমি নিজে থেকে উইনডোজ ৮ এবং উইনডোজ ৭ এ করে দেখেছি । পরীক্ষীত ।

প্রথম ধাপে আপনাকে যা করতে হবে দুটি কম্পিউটারে বা ল্যাপটপে ল্যান তার দিয়ে কানেক্ট করাতে হবে । কানেক্ট যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে দেখবেন যে ল্যান ক্যাবলে একটা ছোট্ট বাল্ব আছে যা জ্বলে উঠবে । তারপর আস্তে আস্তে স্কিন শর্ট ফলো করুন ।

যদি আপনার কম্পিউটার উইনডোজ সেভেন হয় তাহলে এতো কাহিনী করতে হবে না । সরাসরি র্স্টাট থেকে কন্ট্রোল প্যানেল এ গেলেই হবে । উইনডোজ ৮ । বড় বড় মানুসের বড় বড় ব্যাপার ।

এর পর আরেকটা ধাপ আছে যেটা শেষের ধাপ । তা হলো আপনি আপনার হর্ডডিক্সের কোন ড্রাইভ শেয়ার করতে চান । এবং কিভাবে করতে চান ।

১। শুধু মাত্র আপনার কম্পিউটারের ফাইল ঔ কম্পিউটারে শো করবে এবং কপি করতে পারবে ।

তাহলে ।

ড্রাইভে রাইট ক্লিক করুন এবং প্রপারটিজ । তারপর সিকিউরিটি ট্যাব । এখানে ইডইট অপশন থেকে এড এ গিয়ে বড় হাতের EVERYONE লিখুন । তারপর ওকে করুন ।

কিছুটা সময় তো লাগবেই বলুন । তাই ধৈয্য সহকারে কিছুক্ষন অপেক্ষা করুন । তারপর হয়ে গেলে ওকে করুন । এরপর শেয়ারিং ট্যাবে দুই সেকেন্ডের একটা পিচ্চি কাজ আছে। সেটা হল শেয়ারিং ট্যাবে যান গিয়ে এডভান্সড শেয়ারিং অপশনে যান গিয়ে শেয়ার দিজ ফোল্ডার এ টিক মার্ক দিন ।

এর পর ওকে করলেই আপনার কম্পিউটার ওই ল্যানযুক্ত কম্পিউটারে দেখা যাবে । দেখবেন কোথায় গিয়ে?

দেখবেন মাইকম্পিউটারে ডাবলক্লিক করে নেটওয়ার্ক এ ক্লিক করলে । আপনাকে একই সেটিং ওই কম্পিউটারেও করতে হবে । বেশীকিছু না করতে চাইলেও । এডভান্সডৃ শেয়ারিং অপশন থেকে নেটওয়ার্ক ডিসকভারি অন করতে হবে ।

২। এবার আপনি যদি মনে করেন যে আমার ফাইল শেয়ার এর পাশাপাশি ঔ কম্পিউটার থেকে আমি আমার কম্পিউটারে নিব । তাহলে আপনার ড্রাইভের পারমিশন দিয়ে দিতে হবে । কিভাবে ? স্ক্রিন শর্ট দেখুন তাহলে বেশী কিছু বলতে হবে না ।

অনেক তো হল । এবার তাহলে ফাইল শেয়ারিং শুরু করে দিন । একটা কমেন্ট তো আশা করতেই পারি নাকি?

ভিডিও টিউটোরিয়াল লিংকঃ

http://www.youtube.com/watch?v=PBbCCVBUt2M&feature=youtu.be

 

আর ফেসবুকে আমিঃ

http://facebook.com/ac1dt

Level 0

আমি samrattex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ডিপ্লোমা ইন টেক্সটাইল এর শেষ প্রান্তে দাড়িয়ে আজ আমার হাতে কটন,ভিসকোস কিংবা নাইলন বা এক্যাইলিক , ডাই মলিকুল, সোডা, এসিড যতক্ষন না থাকে তার চেয়ে বেশী থাকে এইচ পি ৪৩০!! হায় রে ..............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই পোস্ট টা জটিল হয়েছে। আমার খুব ভালো লেগেছে একই সাথে উপকারেও লাগবে। আপনাকে ধন্যবাদ এরকম একটি সুন্দর টিউন করার জন্য। 😆

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

অসাধারন টিউন ফাটাফাটি কাজে দিবে @ ধন্যবাদ আপনাকে

আপনাকেও অসংখ্য ধন্যবাদ হোছাইন ভাই ।

সুন্দর টিউন হয়েছে, তবে আরোও সুন্দর হতে পারতো যদি আরোও কিছু তথ্য আছে সেগুলো যুক্ত করতেন। অবশ্যই আপনার লেখার ভিতরে বানান গুলো ঠিক আছে কিনা ভাল করে লক্ষ্য করার পরে টিউন পাবলিশ করবেন।

vai koto MB kore speed paoa jabe?

    @Rayhan Sumon: ভাই ১০-‌‌১১ মেগাবাইটের উপর পাবেন ইনশআল্লাহ । তবে স্পীড আরও বেশী পাবেন যদি কম্পিউটারের কনফিগারেশন ভাল হয় । আই ৩ টু আই ৩ তে আমি ১১ পাই ।

      @এসিড (সম্রাট দেওয়ান।): tnx for replay

আমার মত অলস ছেলে যদি কমেন্ট করে তাহলে বুঝতে হবে সেইরাম সুন্দর টিউন হয়েছে। বুঝাতে পারছি না কি যে উপকারে আসবে এই টিউন টা। অনেক অনেক ধন্যবাদ।

    @রাহাত ইসলাম: রায়হান সুমন ভাই ১১mbps er upore speed পাবেন । আর হয়তবা রাহাত ইসলাম ভাইদের মত কমেন্ট এর জন্য পরবর্তী টিউন করার সাহস পাবো । ধন্যবাদ ভাই

আমিনুল ভাইয়ের কথা শুনে মনে পড়ল । হুমায়ুন আহমেদের গল্পে নাকি গভীরতা নাই । একদিন হুমায়ুন আহমেদ সুনীল গঙ্গপাধ্যায়ের একটা গল্প লিখে সমালোচকদের দেখালেন তারপরও বলল গল্পে গভীরতা নাই । এমনটা থাকবেই । তবে আমি যা উপস্থাপন করতে চেয়েছি তা যদি পেরে থাকি তাতেই সার্থকতা । কথা বাড়িয়ে লাভ কি ? আর বানান কোথায় ভুল পেলেন আপনি ?

    @এসিড (সম্রাট দেওয়ান।): আরে ভাই এসব পরগাছা টাইপের লোকজনের কথায় একডম ক্যান দিবেননা। সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য জিনিষ যদি সেটা গঠনমূলক হয়, আপনি যে উদাহরণ টানলেন, এধরণের গবেট সমালোচকের উদাররন “আমিনুল ইসলাম” নামের লোকটি। আমার কথা হল, মানুষ মাত্রই ভুল, টিউনারের ভুল হতে পারে,উনি (কমেন্টকারী) এতোই যদি “গিয়ানী” হয়ে থাকেন, তাহলে ভূল গুলো পরিস্কার করে দেখিয়ে দিলেননা কেন? উনি যদি ভুলগুলো দেখিয়ে দিতেন, তাহলে সেটা হতো গঠনমূলক ব্যাপার। হুদাই ভাব মাইরা আজাইরা একটা কমেন্ট করেছে লোকটা। আবার বানান ভুল নিয়ে তার কতো চুলকানি, কথায় আছে – খালি কলস বাজে বেশী। জনাব আমিনুল ইসলাম হলেন সেই খালি কলস। এভাবে একজনকে নিরুৎসাহিত কারার মানে কি?

    আর সম্রাট ভাই, আপনার টিউনটা অসাধারণ হয়েছে, টিউন সোজা প্রিয়তে।

      @ধূপছায়া: ভাইরে টিউন করছি বলে মুখ বাধা । আমার বাধা মুখের বক্তব্য গুলা আপনি নির্দিধায় বলে দিলেন ধন্যবাদ

Asa korchi apnar ei tune ti hot tunes a number 1 a thakbe, onek kajer tune, tnx

Level 0

Apner Tune ta onek valo laglo .Apner kas theke airokom aro tune asa korse ..

Thanks…

Level 2

দারুন!! আপাততঃ প্রিয়তে রাখলাম।

xp তে কাজ করবে না..????

    @ratjaga pakhi: এক্সপিতে কাজ করবে কিনা সত্যিকার অর্থে আমি টেষ্টা করি নাই । কারন আমার নিজেরই ল্যাপটপ যা HP 430 এক্সপি কখনও দেই নাই । সেভেন এবং এইট দিয়েছি। আপনি চেষ্টা করে দেখতে পারেন হলেও হতে পারে ।

    @ratjaga pakhi: XP এর সাথে 7 /8 এর ফাইল শেয়ার করতে চাইলে দুটো পিসির Workgroup এর নাম একই রকম করে দিতে হবে। আমি ব্যবহার করছি কোন সমস্যা নেই।

    @ratjaga pakhi: ভাই এখানে দেখেন আপনার কাজে লাগতে পারে..
    Internet Sharing এর জন্য http://support.microsoft.com/kb/306126 এবং
    ফাইল শেয়ারিং এর জন্য এই লিঙ্ক টা দেখেন http://compnetworking.about.com/od/windowsxpnetworking/ht/sharewinxpfiles.htm

LAN CABLE ta mone hoy CROSS cable(cross connection) lagbe…..

Nice !!!

টিউন্টিতে অনেক বিষয় মিস আছে! আপনি কেবলের কথা বলেননি, দুটি কম্পিউটার কানেক্টের জন্য আইপি কনফিগার করতে হয়, সেই বিষয়ে কিছুই বলেননি

    @শেখ নাহিদ: Cable er kotha boli nai Mane ? tune porsen na na poirai hudai coment koren? R File Share er jonno ip configaration korte hoy ? aita apnare k bollo ? kono ip configaration er Dorkar Nai. Bujhsen miah?

ওয়রকিং গ্রুপ অ এক হতে হবে

    @শেখ নাহিদ: Aibar bujhlam Problem na kothay? Miah aikhane XP er file share er kotha hoitase na aikhane windows seven abong windows eight er file share neya kotha hoitase bujhlen? Na jaina suina hudai Comments maren kier laiga? Faul

Level 0

Thanks for shere
Thanks

সরি ভাইয়া; ব্যাপারটা এভাবে না। মানে তুমি যে কেবল টা ইউজ করেছো সেটা স্ট্রেইট-থ্রু কেবল। এটা দিয়ে ডিরেক্ট PC to PC কানেকশন দিলে কাজ করবে না।
যদি ডিরেক্ট পিসি টু পিসি ফাইল শেয়ার করতে চাও তবে তোমাকে ক্রস-ওভার কেবল ইউজ করতে হবে এবং IP configure করে একই default gateway ইউজ করতে হবে।
যদি নরমাল Lan বা স্ট্রেইট-থ্রু কেবল ইউজ কর তবে দুটি পিসি কে একটি সুইচ এর সাথে কানেক্ট করতে হবে এবং IP configure করে একই default gateway ইউজ করতে হবে।
আর যদি IP configure করতে না চাও তবে পিসি দুটিকে স্ট্রেইট-থ্রু কেবল দিয়ে একটি Router এর সাথে কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে রাউটার এর DHCP অটো IP configure করে। অবশ্য wireless router হলে কেবল ছাড়াই Wi-Fi দিয়েও করা যায়।

Max speed নির্ভর করে দুটি পিসি ল্যান কার্ডের উপর।
যদি দুটি পিসি তেই gigabit (1Gbps or 1000Mbps) ল্যান কার্ড থাকে তবে Max স্পীড হবে 1000/8 = 125MBps বা মেগাবাইট
যদি দুটি পিসি তেই 100Mbps ল্যান কার্ড থাকে তবে Max স্পীড হবে 100/8 = 12.5MBps বা মেগাবাইট
যদি একটি পিসিতে 100Mbps ও একটি পিসি তে gigabit (1Gbps or 1000Mbps) ল্যান কার্ড থাকে তাহলেও স্পীড 100/8 = 12.5MBps বা মেগাবাইট।
আশা করি বাকি সবাই ও বাপারটা বুঝতে পেরেছেন।

    @সুদীপ্ত: Hm Apnake ami khub valo korei bujhte pereche But apne amay bujhte paren nai ……Uporer Comments gula poren nai tahole ai bokachodar moto ai comments korten na . eta windows 7 or 8 er file share ekhane ip configaration lage na …….ar bokbokani komaiya try koira dahis kam hoy ki na pore bokis

      @এসিড (সম্রাট দেওয়ান।): অপারেটিং সিস্টেম windows 7 বা ৮ বা linux যাই হোক না কেন networking policy একই হয়। মনে হয় উপরের word গুলো সম্পর্কে তোমার কোন জ্ঞান নাই। আর সবাইকে তুমি এভাবে বাজেভাবে গালাগালি করছ কেন। তোমার কি মনে হয় এটা পাড়ার চায়ের দোকান??? এখানে যারা আসে তারা কমবেশী শিক্ষিত বা উচ্চশিক্ষিত। তাই শিক্ষিত মানুষের মত ভদ্রভাবে reply দাও এবং আচরন কর।

        @সুদীপ্ত: ওই বোকাদা এটা যদি পাড়ার চায়ের দোকান না হয় তাহলে কি ইচ্ছা হইল আর আপনি তুমি বসাই দিলেন ভাব মারানোর আর জায়গা পান না । পাকনামি করার জায়গা খুইজা পাননা মিয়া । আমি যে কারনে টিউন করছি তা হল দুইটা পিসির মধ্যে ফাইল শেয়ার । যদি ঢাকার আশে পাশে থাকেন তাহলে আপনার সাথে দেখা করি । যদি এই পদ্ধতিতে ফাইল শেয়ার না হয় খোদার কসম জীবনে নেট এ আসমু না ।

        আর আপনাদের গুলারে আমার খুব ভালো করে চিনা আছে । বুঝছেন । ৩ ইডিয়েট এর মেশিনের সংঙ্গার মতো লাফাবেন সোজা কথা বুঝতে …..ফাটে ।

      @এসিড (সম্রাট দেওয়ান।): ভাই তোমার কথা শুনে বুঝতে আর বাকি রইল না তুমি কেমন ঘরের সন্তান.. সাবাস্ ভদ্র লোকের বাচ্চা । এতক্ষনে আপনার জ্ঞানের বহর এবং ভদ্রতাজ্ঞান সম্পর্কে নিশ্চই সবার চমৎকার ধারনা হয়েছে….. টেকটিউনস কর্তৃপক্ষের কাছে এধরনের টিউনার এর ব্যপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি…

        @ভাইজান মামা: যা যা পারিস না তাই করিস বে । একটা টিউন কপি না কইরা নিজে লেইখেন তারপর হুদাই অকামের টিউমেন্ট পড়লে বুঝবেন । আর আপনার একটা প্রশ্নের উত্তর আমি দিলাম না । আমি কোন ঘরের সন্তান রে । আমি ভদ্র লোকের বাচ্চা কথাটা বাজে শব্দ ব্যবহার হলেও কিছু বললাম না । তুই তো গাধার বাচ্ছা রে ।

ধন্যবাদ ভাই, আপনি আসলে অনেক কিছুই হয়তো বলেননি। যেমন এটা কেমন কেবল ষ্ট্রেইট নাকি ক্রস কেবল…? ক্রস কেবল হলে ডাটা সুইচ লাগবে না। তবে এ পদ্ধতিতে একটি পিসি’কে হোষ্ট এবং অন্যটি গেষ্ট হবে। এক্ষেত্রে ১জোড়া পিসি’র সমন্বয়ে নেটওয়ার্ক হবে। হোষ্ট পিসি’টি DHCP সার্ভার/রাউটার হিসেবে ব্যবহৃত হবে আর ২য় পদ্ধতিতে ষ্ট্রেইট কেবল এর মাধ্যমে নেট করতে হয় একটি সুইচ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে একের অধিক পিসি ডাটা সুইচে কানেক্ট করা যাবে।

যদিও এটি আমার দেখা সবচেয়ে ছোট নেটওয়ার্ক তথাপি এধরনের নেটওয়ার্ক ট্রাবলশুট করা অত্যন্ত ঝামেলাপূর্ণ। যা আমি মাঝে মধ্যে হাড়ে হাড়ে টের পাই। তবে ক্রস কেবল সিষ্টেমটা ততটা মজা লাগেনাই আমার কাছে। নেটে পর্যাপ্ত টিউটোরিয়াল পাবেন কিভাবে ক্রস/স্ট্রেইট কেবল পাঞ্চ করবেন কিংবা কিভাবে কনফিগার করবেন।

    @ভাইজান মামা: Tui konhaner Dactor aisos be ato lecture maros Vab chudan bad deya muri kha …………….Are ….putera age to try kore dekhbi j kaj hoy ki na agaira Comments e aisa vab los kan be ?

      @এসিড (সম্রাট দেওয়ান।): ভাই তোমার কথা শুনে বুঝতে আর বাকি রইল না তুমি কেমন ঘরের সন্তান.. সাবাস্ ভদ্র লোকের বাচ্চা । এতক্ষনে আপনার জ্ঞানের বহর এবং ভদ্রতাজ্ঞান সম্পর্কে নিশ্চই সবার চমৎকার ধারনা হয়েছে….. টেকটিউনস কর্তৃপক্ষের কাছে এধরনের টিউনার এর ব্যপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি…

ভাইয়া এইভাবে তো ফাইল শেয়ার হচ্ছে । আমি চাই লেনের মাধ্যমে দাটা কপি করবো । কিন্তু পারছিনা । ফাইল শেয়ার ত হয় কিন্তু তারপর আলাদা কপি করতে হয় । তাহলে লাভ কি হল ?

কপি তো করতেই হবে । কপি না কইরা কিয়ের লাইগা এই টিউন করছি । এইডা করছি মিয়া ফাইল কপির লাইগাই । ভালো লাগলে ভালো না লাগলে মুড়ি খাওয়া ছাড়া আমার কিছু করার নাই । না বুইঝা আজাইরা কমেন্ট করলে মেজাজ গরম হইয়া যায় ।

Level 0

আপনার সাথে আছি

Level 0

Bai , Windows Xp er screen short jodi diten toba khub upokar hoto. Ami Windows xp use kori….Pls

vi 50-60 mbps paben.ami nije test kore dekhsi

খুব পোস্ট কিন্তু ক্যাবলের দাম কত ভাই?

খুব সুন্দর পোস্ট, কিন্তু ক্যাবলের দাম কত ভাই?