Mikrotik Router এর ওপর আরো একটি বই (১ম প্রকাশ)

মাইক্রোটিক এর ওপর আগের দেয়া বইটি (RouterOS by Example) জানিনা কতজনের কাজে এসেছে কিন্তু আমার অনেক কাজে এসেছে। একটু ধর্য্য ধরে বইটি পড়ে পড়ে রাউটার দিয়ে কাজ করলে আপনার মাইক্রোটিক সম্পর্কে অনেক ধারণা স্পস্ট হয়ে যাবে এবং অনেক কিছু শিখতে পারবেন। আমার কিছু দিন আগ পর্যন্ত মাইক্রোটিক এর ওপর ট্রেনিং করার ইচ্ছে ছিল কিন্তু বইটি পড়ার পর আমার কাছে মনে হচ্ছে আর ট্রেনিং প্রয়োজন নেই। কারন বইটির সাহায্য+মাইক্রোটিক এর উইকি+মাইক্রোটিক ফোরাম+ইউটিউব তো আছেই।  আর কারো যদি এই গুলো ভাল না লাগে তাহলে ট্রেনিং করতে পারেন।

একটি বই পেয়েই খোজা শুরু করলাম আর কোনো বই আছে কিনা। হা মাইক্রোটিক এর ওপর আরো একটি বই পেয়েছি। Learn RouterOS  নামের এই বইটি লিখেছেন Dennis M Burgess। ৫১২ পাতার এই বইটিতে বইটি তে অনেক তথ্য পেতে পারেন। আগের বইটির সাথে একে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। বইটি এখনো দেখা হয় নি, মাত্রই ডাউনলোড করে তা শেয়ার করে দিলাম।

আমার কাছে মনে হচ্ছে আগের বইটি অর্থাৎ রাউটার ওএস বইটিই সেরা বই। তবে কোনো বইকে ভ্যালু লেস ভাববেন না। এটাতেও এমন কিছু পেয়ে যেতে পারেন যা আগের বইটি তে নেই।

বইটি ডাউনলোড করার জন্য সরাসরি এখানে ক্লিক করুন।

Level 0

আমি likhon3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল একটা কাজ করলেন… এই ধরনের একটা বই আমি মনে মনে অনেক খোজ করছিলম।
যাই হোক কারো কাছে কি Mikrotik softwar এর ক্রেক ভার্ষন আছে? থাকলে নেটে আপলোড করে দিবেন কি? অথবা লিংন্ক?
কিংবা ব্যক্তিগত ভাবে দিতে রাজি আছেন কি? থাকলে জানান। উপকার হত…

    Level 0

    @রবিন: একটু মাথা খাঁটান। মাইক্রোটিক ওস ক্র্যাক (ইংরেজীতে) লিখে গুগুলে গুতা দিলেই ৩.৩ ভার্সন, ৫.২০ ভার্সন সহ আরো বেশ কিছু ভার্সন পেয়ে যাবেন।

অমিত ডাউনলোড করতে পারসিনা ….তর্রেন্ট লিংক টা দেননা pls …

আমার কাসে os 5.20 ক্রেক ভার্ষন আছে cd.সুক্রাবাদ আসলে নিয়া যায়েন ….@
রবিন

সুমন ভাই, আপনার মেইল আইডি কি দেয়া যাবে? যাতে করে যোগাযোগ করতে পারি।

    Level 0

    @রবিন: আপনার জন্য বেশ কিছু মাইক্রোটিক ডাউনলোড এর লিংক দিয়ে একটি পোস্ট দেয়া হয়েছে। দেখুন।

ধন্যবাদ। আমার কথা এবং আমার মত অন্যদের কথা মনে করে একটা নতুন পোষ্ট দেবার জন্য।
আপনার সেই পোষ্টটা পড়লাম।

Level 0

Bro..ami download korte parchi..thnx for share..
but ami “RouterOS by Example” boita download korte parini. Apni jodi dropbox/mediafire link diten..plz

    Level 0

    @nkpiyas ভাই বইটার নাম দিয়া গুগলে সার্চ দিলে অনেক লিংক পেয়ে যাবেন। একটু কষ্ট করেন। তা না হলে কিভাবে কাজ শিখবেন?

Level 0

লিংকন ভাই আপনাকে ধন্যবাদ জানই। এই রকম পোষ্ট করার জন্য। আর ভাই আপনার ফেসবুসক লিংকটা একটু দিবেন।

Mikrotik এর লগ কিভাবে মুছা যায় , কেউ জানলে জানায়েন।