টুইটার কে কিভাবে ব্যবহার করবেন।

টুইটার একটি ব্যতিক্রমধর্মী সোস্যাল সাইট।বর্তমানে টুইটার এর Alexa রাঙ্কিং ১৩ তম।টুইটার মুলত একটি মাইক্রো ব্লগিং সাইট।

টুইটার কে বলা হয় 'Real time social networking' সাইট ।টুইটার এ মানুষ তাদের মুহুর্ত গুলো শেয়ার করে থাকে।

আমি আপনাদের কে বলব কিভাবে আপনার টুইটার কে আপনি আপনার ব্যবসায়ের কাজে ব্যবহার করবেন।

ধাপ নং ১#

প্রথমে আপনি Twitter .com এ যান ।তারপর একটি অ্যাকাউন্ট খুলুন।আর আগে থাকলে sign in করুন।

নতুন অ্যাকাউন্ট করার জন্য আপনার নাম,ইমেইল পাসওয়ার্ড লিখুন।

ধাপ নং ২#

Tweet:

আপনি একটি টুইট এ ১৪০ টি অক্ষর ব্যবহার করতে পারবেন।তারমধ্যে আপনি সাধারন কথা,হ্যাশট্যাগ,অন্য কোন লিঙ্ক বা @উসেরনাম

ব্যবহার করতে পারবেন।

Retweet: Retweet বলতে বুঝাই যে টুইট টি আগে কেউ করেছে সেটি আবার পুনরাই টুইট করা। Retweet করলে আপনার সব ফলোয়ার রা দেখতে পারবে।

Retweet করতে হলে আপনাকে প্রথমে RT<space>দিয়ে @starsbd ( আপনি যার টুইটটি Retweet করবেন তার ইউজারনেম ) তারপর আপনার মন্তব্য ।

অথবা Retweet লিঙ্ক এ ক্লিক করে ও Retweet করতে পারেন।

ধাপ নং ৩#

Tweet: আপনি কি করছেন সেটা যদি আপনার ফলোয়ার দের জানাতে চান তাহলে আপনি 'What's happening' টেক্সট বক্সে লিখুন এবং Tweet বাটন এ ক্লিক করুন।

আপনি এখানে ১৪০ শব্দের টুইট করতে পারবেন।আপনি প্রতি ঘণ্টায় ১০০ এবং দিনে ১০০০ টি টুইট করতে পারবেন। যদি এর বেশি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট টি সাময়িক ভাবে টুইটার টুইট করা বন্ধ করে দেবে।

Hashtag: আপনি যদি কোনো শব্দ ব্যবহার করেন এবং তার আগে "#"  ব্যবহার করেন তাহলে সেটিই Hashtag Hashtag আপনার টুইট কে সার্চ করার যোগ্য করে দেবে। যাতে করে সহজে সার্চে পাওয়া যায়। 

ফলোয়ার বাড়ানো: ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে রেগুলার টুইটার এ যেতে হবে টুইট করতে হবে,অন্যকে ফলো করতে হবে, Retweet করতে হবে,রিপ্লে দিতে হবে।

আপনি কখনো প্রথমে আপনার কোনো লিঙ্ক শেয়ার করবেন না ।প্রথমে আপনার কোনো মনের কথা বা ছবি শেয়ার করেন তারপর ১০ মিনিট পরে আপনার Bussiness লিঙ্ক টা শেয়ার করেন।

তাছাড়া আরো কিছু ভাবে ফলোয়ার বাড়াতে পারেন যেমন Twiends.com আমি এখান থেকে সব থেকে বেশি ফলোয়ার পেয়েছি।

আরো আছে Addmefast.com

ধাপ নং ৪#

আপনার বন্ধুরা ব্যক্তিগত ভাবে আপনার সাথে কে কি করেছে সেটি দেখতে আপনি আপনার অ্যাকাউন্ট এর উপরের দিকে @connect এ ক্লিক করেন দেখেন আপনার কোনো টুইট এ তারা কেউ রিপ্লে দিয়েছে কিনা।আপনি কাউকে উদ্দেশ্য করে টুইট করতে চাইলে @ইউজারনেম দিয়ে লিখুন।

ধাপ নং ৫:

কিছু থার্ড পার্টি Applications যেগুলো আপনার টুইটার ব্যবহার করতে সাহায্য করবে ।

TwitterFox:এটি একটি ব্যাউজার প্লাগিন নামিয়ে নেন তারপর ব্যবহার করে দেখেন।

TweetDeck : এটি খুব সুন্দর একটি সাইট এটির মাধ্যমে আপনি কয়েকটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

তাছাড়া আরও আছে Ping.fm

আমাকে টুইটার এ পাবেন আমার লেখাটা ভালো লাগলে আমাকে টুইটার এ ফলো করতে পারেন।

সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন।আর কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।

Level 0

আমি bloggermaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই খুব সন্দর লেখেছেন। খুবেই উপকার হবে, কিন্তু আমার একটা সমস্যা হইছে। আর তা হলো আমার একান্টটা সাসপেনন্ড হয়েছে, আমি কাষ্টমার সাপার্টে ইমেল করেছি। এখন আমি কি করতে পারি। একটু সাহায্য করেন।

Level 0

সুন্দর tune…কমেন্ট করার জন্য login করলাম

Level 0

ভাই আমিও টুইটার সম্পর্কে একটু কম ই বুঝি। আমাকে একটা জিনিস করতে প্লিজ হেল্প করেন। http://foodsworld.info আমার ব্লগ, আমি চাচ্ছি twitter.com/foodsworld এই রকম একটা করতে হলে কিভাবে করব ? প্লিজ একটু বলবেন।

আরমান ভাই টুইটার এ আপনার অ্যাকাউন্ট থেকে সেটিং এ যান তারপর আপনার ইউজার নেম টি দেন।তারপর সেভ করুন ।তবে সেটি আগে কেউ ব্যবহার করছে আপনি এটি পাবেন না অন্যটি ব্যবহার করেন।

Level 0

খুব উপকারী টিউন,টুইটারের ব্যবহার নিয়ে এরকম আরও টিউন চাই

আপনাদের কে ধন্যবাদ।