Networking Cable (LAN ক্যাবল)সম্পর্কে জানুন, জানান!

ল্যাপটপের বাম পাশে একটা rj45 ল্যানের পোর্ট আছে। কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করে বুঝলাম এখানে ল্যান ক্যাবলের সংযোগ ঘটিয়ে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। এরপর নেটে সার্চ দিয়ে মিনহাজ ভাইয়ের ব্লগ থেকে জেনে নিলাম পিসি টু পিসি ফাইল শেয়ার করতে হলে দোকানিকে বলে ক্রসওভার করে ক্যাবল বানিয়ে নিতে হবে। ঘরে এসে অনেক চেষ্টা করে দুই কম্পিউটারের মাঝে সংযোগ ঘটাতে ব্যর্থ হলাম। পরে মনে হলো হয়ত দোকানির ভুল হয়েছে তাই আবার তার কাছে গেলাম। তর্ক হলো, পরে বলল ল্যাপি নিয়ে যেতে। গেলাম ফলাফল শূন্য। পারলো না। কিভাবে ক্রসওভার ক্যাবল বানাতে হয় ইউটিউব থেকে নামানো ভিডিওতে দেখানো কালার কোডিং অনুসারে তাকে বললাম ক্যাবল বানিয়ে দিতে।
এরপর বাসায় এসে গুগল মামুর কাছে বসলাম এ বিষয়ে কিছু জানতে। জানা তো কিছু হলো। এই বিষয়ে (নেটওয়ার্কিং) জানাশোনা না থাকার দরুন কিছু খটকা লাগলো। এই খটকা নিবারণের জন্যেই আমার এই প্রশ্নের উদ্যোগ।


১) ল্যান ক্যাবলের ক্ষেত্রে t568A আর t568B দ্বারা কী বোঝানো হয়?

সহযোগি লিংকঃ
[১]
[২]
[৩]


২) নেট ঘেটে সাধারণ ভাবে যা বুঝলাম ক্রসওভার বানাতে হলে উভয় কানেক্টরের ১ম দুই পিনের কালার হবে যথাক্রমে white green, green / white orange, orange আর উভয়ের শেষ দুইটার কালার কোড হবে সমান অর্থাৎ, white brown, brown। যেমনটি নিচের ছবিতে দেয়া আছে,

(ছবিঃ ১)
crossover old


আর এখানে আরেকটা ছবি, যেটার ভিত্তি হচ্ছে t568 A/B স্ট্রেইট কানেশনের বিষয়টি ঠিক আছে তবে সমস্যাটা হলো ক্রসওভারের ক্ষেত্রে। উভয়ে পিনের শুরুর কালার কোডটা ঠিকই আছে (white green, green / white orange, orange) কিন্তু শেষের কালারের মিল বজায় থাকেনি। (অর্থাৎ, উভয়টাতে white brown, brown না হয়ে বরং একটাতে white brown, brown এর বিপরীতে blue, white blue হয়েছে)

(ছবিঃ ২)
crossover new
(ছবিঃ ৩)
crossover new2


এখন আমার প্রশ্ন হলো, কালার বিন্যাসের ভিত্তি কি t568 A/B এর উপর করে হয়ে থাকে নাকি ল্যান ক্যাবল বলতেই যেকোন ল্যান ক্যাবলে উপরোক্ত আলোচনা দ্বারা প্রাপ্ত তথ্য অনুসারে দুই ভাবে স্ট্রেইট ও ক্রসওভার ল্যান ক্যাবল তৈরি করা যাবে?

৩) যেহেতু ক্যাবলের দুই মাথা থাকে তাই চিহ্নিতকরণের সুবিধার্থে একটাকে t568A আর অন্যটাকে t568B বলে। এটা কি গ্রহণযোগ্য?

(ইংরেজি ভালো করে জানলে হয়ত প্রশ্ন করার প্রয়োজন হতো না। এটাও বুঝি আমার প্রশ্নের মাঝেই হয়তো উত্তর লুকিয়ে আছে। তবে বিষয়টা আরেকটু ভালোভাবে বোধগম্য হওয়ার জন্যেই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেকের লাভ হবে, নতুন করে অনেক কিছু জানবেন।)

Level 0

আমি bdboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আসলে আপনার প্রশ্ন টি আমি প্রায় বুঝতে পারিনি। তবে মনে হল আপনি আসলে দুইটা কম্পিউটার এক সাথে কনেক্ট করতে চাইছেন।
স্ট্রেট ক্যাবল: আসলে স্ট্রেট ক্যাবল এর কালার কোড কোন বিষয় না। শুধু দুই সাইড এক রকম হতে হবে।
স্ট্রেট ক্যাবল এর ক্ষেত্র: সাধারনত স্ট্রেট ক্যাবল করা হয় সুইস এর মাধ্যমে দুই এর অধিক কম্পিউটারে (দুই টি কম্পিউটারে হতে পারে তবে এ ক্ষেত্রে ক্রস ওভার ব্যবহার করা ভাল কারন সুইস কিনতে হবে না) এদের মাঝে থাকে সুইস বসিয়ে করা হয়। যদি স্টান্ডার করি সেক্ষে্ত্রে আপনার ফিগার A ধরতে পারি।

এথন আসি আপনার ক্রস ওভার…
এথানে আপনার দুইটি কম্পিউটার কানেকশনের জন্য ক্রস ক্যাবল ব্যবহার করতে পারেন। কালার আপনার ইচ্ছা মত হয়ত করতে পারবেন তবে স্টান্ডার করাই ভাল। এথারে নীল স্টিপ, নীল সলিড, বাদামী স্টিপ, বাদামী সলিড তাদের স্থানে অপরিবতিত থাকবে। আপনি যদি বাম দিক থেকে ধরেন তবে প্রথমে কমলা স্ট্রিপ, কমলা সলিড, সবুজ স্ট্রিপ, নীল সালিড, নীল স্ট্রিপ, সবুজ সলিড, বাদামী স্ট্রিপ, বাদামী সলিড. এই মেনুতে সাজান এবার ক্রিপ পাঞ্চ করুন। এবার দ্বিতীয় ক্রিপ লাগানোর পালা। এখানে শুধু কমলা স্ট্রিপ, কমলা সলিড, সবুজ স্ট্রিপ, সবুজ সলিড পরিবতন হবে শুধু কমলা স্ট্রিপ এবং সলিডের এর পরিবতে সবুজ স্ট্রিপ এবং সলিড আপনার চিত্র ফিগার B। এবার যা হল প্রথমে , সবুজ স্ট্রিপ, সবুজ সলিড, কমলা স্ট্রিপ, নীল সালিড, নীল স্ট্রিপ, কমলা সলিড, বাদামী স্ট্রিপ, বাদামী সলিড. এই মেনুতে সাজান এবার ক্রিপ পাঞ্চ করুন।
আপনি এবার দুই সাইড পাইলেন।
এবার…….
আপনি আইপি দিতে পারেন যদিও ডিএইচসিপি তে পাওয়ার কথা। তবুও আইপির এ্রড্রেসের তুলনা হয় না।
আর জানতে চাইলে আওয়াজ দিয়েন…

এছাড়া যদি আভিজ্ঞ কেউ যদি ভাল জানেন তবে সেয়ার করবেন। তবে আমি এই পেশায় ৩ বৎসর আছি। নতুন কিছু থাকলে জানাবেন। ধন্যবাদ।

ভালো তো ভাল না….!!!!

Level 0

আমি এটা ফলো করে লাগিয়েছি। http://goo.gl/HVEvd
আমার কেবলের দৈর্ঘ্য ২২গজ,এটা ক্যাট৬ ক্যাবল।দুইটা পিসির মাঝে ক্রসওভার কানেকশন করা।ফাইল ট্রান্সফার স্পীড;দশ গিগাবাইটের একটা ফোল্ডার কপি হতে ৩০-৫০ সেকেন্ড সময় লাগে।উভয় পিসিতেই 10/100/1000 mbps ethernet LAN।

Level 0

মনে করেন নিজে ল্যান ক্যাবল তৈরি করবো তাই দোকা্ন থেকে ক্যাবল কিনে নিয়ে এলাম (cat 5, 5e, 6, 6a যাই হোক)।এখন ক্যাবলের গায়ে লিখা আছে t568b।
তাহলে t568a কোথায় পাব? বা t568a বা t568b এই দুইটির মাঝে কোনটা আমার জন্য দরকারি?
২ নং ছবি হিসাবে কালার কোডিং t568a ও t568b এই দুই মডেলের উপর ভিত্তি করে দেখানো হয়েছে।
আমার কাছে থাকা ক্যাবলের গায়ে লেখা আছে t568b । তাই ২ নং ছবির হিসাবে ক্রসওভার তৈরি করতে হলে ১নং ছবিতে যে কালার কোড দেখান হল সেটা কোন্‌ ধরণের ক্যাবলের জন্যে?
আসলে মূল সমস্যাটা হচ্ছে t568a ও t568b এই দুটি। এগুলোর একটা বিহীত করলে কালার কোডিংটা সহজেই নির্ধারণ করা যেত আমাদের মত নন টেকিদের জন্য।

    Level 0

    @bdboy: t568a/t568b এটা কোন ব্যাপার না।আপনি কি স্ট্রেইট কানেকশন করবেন না কি ক্রস কানেকশন করবেন এটার ওপর ডিপেন্ড করে আপনি কানেক্টরে ক্যাবলগুলি প্রবেশ করাবেন। প্রথমে যে কোন কালারের তারকে আপনি আদর্শ হিসেবে ১ নম্বর ধরে প্রথম কানেক্টরে প্রবেশ করাতে পারেন, সেটির বাকি তারগুলার সিরিয়ালও মনে রাখতে হবে।এরপর এটা মাথায় রেখে অপর প্রান্তের কানেক্টরে ক্রস ডায়াগ্রাম অনুসারে প্রবেশ করাবেন।মনে রাখবেন,
    এক প্রান্তের ১ যাবে অপর প্রান্তের ৩ এর সাথে
    ২ যাবে ৬ এর সাথে
    ৩ যাবে ১ এর সাথে
    ৬ যাবে ২ এর সাথে

    ৪,৫,৭,৮ বরাবরই বসবে

    কেবলের স্পীড নির্ভর করবে কেবলের কোয়ালিটির উপরে।ক্যাট৬ কেবল ৬০/৭০ টাকা গজও আছে,আবার আমি কিনেছি ২২ টাকা গজের টা।ক্যাট৬-ই কেবল ও আছে,আমি ব্যবহার করিনাই তবে জানি স্পীড বেশী।আবার শিল্ডেড কেবলও আছে যেগুলার স্পীড স্বাভাবিক ভাবেই বেশি।

Level 0

এই রকম দুর্নীতির কারণেই হয়তো আমরা পিছিয়ে আছি।

Level 0

স্ট্রেইট বা ক্রস ওভার প্যাচ (Patch) ক্যাবল আপনি খুচরো কিনতে পারবেন। এ ধরণের ক্যাবলের সাথে কানেক্টর লাগানোই থাকে। স্ট্রেইট ক্যাবল কিনতে গেলে আপনি T-568A (দু প্রান্তেই) অথবা T-568B (দু প্রান্তেই) দেখে থাকবেন । ক্যাবলের এক প্রান্ত 568A আর অন্য প্রান্ত 568B অনুসরণ করে লাগালে তা সহজেই ক্রস ওভার ক্যাবলে পরিণত হয়ে যায়। (ছবিঃ ২) লক্ষ্য করুন ।
উল্লেখ্য, একই ধরণের ডিভাইস (PC-PC), (Router-Router) সংযোগের ক্ষেত্রে ক্রসওভার ক্যাবল ব্যবহার করা হয়; কেননা কেবলের এক প্রান্তের ডিভাইস ডাটা সিগনাল ট্রান্সমিট করলে সে সিগনাল অন্য প্রান্তের ডিভাইসের রিসিভ পোর্টে গ্রহণ করতে হয়। সঙ্গত কারণেই তা ক্রস ওভার ক্যাবলিং এর মাধ্যমে সম্ভব হয়।
তবে কোন ক্যাবলিং কোথায় উপযুক্ত তা নির্ভর করে আপনি কি করতে চাচ্ছেন (কি ধরণের ডিভাইস নেটওয়ার্কে সংযুক্ত করতে চাচ্ছেন) তার উপর। অতি সাধারন নেটওয়ার্ক হতে পারে “দুটি” PC (laptop/desktop) নের্টওয়ার্ক করতে হলে। এ ধরনের কনফিগারেশন মাল্টিপ্লেয়ার গেমিং, ফাইল ট্রান্সফার, প্রিন্টার শেয়ারিং এর জন্য বহুল ব্যবহৃত। সচরাচর কাজটি ক্রসওভার প্যাচ ক্যাবলের মাধ্যমে করা হলেও নতুন প্রযুক্তি Auto-MDIX সুবিধা সম্বলিত ল্যান কার্ড স্ট্রেইট/ক্রস ক্যাবলিং এর জটিলতা দূর করেছে। এতে আপনি যে কোন ক্যাবলকে কানেক্ট করতে পারবেন; রিসিভ বা ট্রান্সমিট পোর্ট ল্যান কার্ড নিজেই অনুভব (sense) করে সে ধরনের যোগাযোগ স্থাপন করবে। মজার ব্যাপার হলো পুরানো ল্যান কার্ড গুলোতে এ সুবিধা না থাকলেও আপনার যদি অন্ততঃ একটি ল্যান Auto-MDIX enabled হয় তাহলে অন্য প্রান্তে পুরানো ল্যান কার্ড থাকলেও নেটওয়ার্কটি কাজ করবে। তাছাড়া শুধু ল্যান কার্ডই নয়, আজকাল সব সুইচ, রাউটারগুলো এ সুবিধা সম্বলিত। অর্থাৎ যে কোন ক্যাবল ব্যবহারপোযোগী। নিজে ক্যাবল তৈরী করে নিতে গেলে স্বাচ্ছন্দ্য অনুযায়ী যেকোন একটি কনফিগারেশন (568A অথবা 568B) মনে রেখে কাজ চালাতে পারেন। আরেকটি বিষয়- কালার কোড যদিও ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোন প্রভাব রাখে না তবে স্ট্যান্ডার্ড বজায় রেখে কাজ চালাতে গেলে তা মেনে চলা উচিত। এতে অন্য নেটওয়ার্কের সাথে আপনার নেটওয়ার্কটি যুক্ত করার ক্ষেত্রে সুবিধাজনক হবে।

    Level 0

    @limaj: অসংখ্য ধন্যবাদ সারগর্ভ আলোচনার জন্য। অনেক কিছু জানলাম, বিশেষ করে Auto-MDIX এর ব্যাপারটা।

    আরেকটি বিষয়- কালার কোড যদিও ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোন প্রভাব রাখে না তবে স্ট্যান্ডার্ড বজায় রেখে কাজ চালাতে গেলে তা মেনে চলা উচিত। এতে অন্য নেটওয়ার্কের সাথে আপনার নেটওয়ার্কটি যুক্ত করার ক্ষেত্রে সুবিধাজনক হবে।

    সহমত।

    @limaj: আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন। বুঝতে পেরে খুবই ভাল লাগল। আপনাকে অনেক ধন্যবাদ।

    Level 0

    @limaj: ধন্যবাদ ভাই,আমার মাদারবোর্ড gigabyte eg41mfus2h ,এটার বিল্ট-ইন ল্যান কার্ড Auto-MDIX enabled কি না তা কিভাবে বুঝব ?

      Level 0

      @Mobstar: @Mobstar আপনার মাদারবোর্ডটিতে Realtek 8111D ল্যান যুক্ত। এটি Auto MDIX প্রযুক্তি সম্বলিত। আপনি এই ল্যান চিপটির ফিচারটি দেখুন। ৫ম ফিচারটি (Crossover Detection & Auto-Correction ) নির্দেশ করে এটি Auto MDIX enabled.

        Level 0

        @limaj: ধন্যবাদ ভাই,কিন্তু আমার ডিভাইস ম্যানেজারে আমার ল্যান দেখায় Realtek RTL8168C(P)/8111C(P)

Level 0

@bdboy; ভাই দুর্নীতি কোথায় দেখলেন বুঝতে পারলাম না। টিউনার লেখাটি আরেকটি উৎস (মিনহাজ ভাইয়ের ব্লগ) থেকে নিয়েছেন তা নিজেই স্বীকার করেছেন।

Level 0

কেবল জানার আগ্রহেই এই টিউনটি পোস্ট করা।
উদ্দেশ্য হলো ল্যান ক্যাবল তৈরি করতে যা জানা লাগে তা জেনে রাখা আরকি!
তবে কোন ভাই যদি t568A আর t568B এর বিষয়টা আরেকটু স্পষ্ট করে বলতেন ভালো হতো।
সবাইকে ধন্যবাদ।

    Level 2

    @bdboy: guuli maro tomar t568A or t568B. Color uporer Fig-1 or Fig-2 jei ta tomar moon chai sei vabe cliping koro kono problem nai. Cable cholbo na mane or bap soho cholbo. Na cholle ami nije jeye cholia ashbo. 😉

      Level 2

      @bdboy: Apni straight cable R cross cable nie onek gata-gati korsen. Doa kori Ei prochondo agroho apnake onek dure nia jabe. Best of luck.

Level 0

লক্ষ্যণীয়ঃ
ক্রসওভারের ক্ষেত্রে ১নং ছবিতে এক রকম আর ২ নং ছবিতে অন্য রকম কালার কোডিং দেখানো হয়েছে। এটার ভিত্তি কীসের উপর?

    Level 2

    @bdboy: Be easy.

    picture -2 er Fig-1 & Fig-2 er cross over er picture ta ektu valo kore dekhen. 2 ta eki jinish. Mone mone ektu kolpona koren 2 tar modde kono color na ta hole bujte parben. compbination ta erokom:
    A-B (A=Cable er ek side, B= Cable er R ek side)
    1-3 (1 no pin onntar 3 number a gese ei rokom kore cinta koren)
    2-6
    3-1
    4-7
    5-8
    6-2
    7-4
    8-5

    Ekhon apni combination thik rekhe apnar moner maduri mishie jemne khushi cliping koren cholbe. Color ta kora hoise ekta standard er jonno. jeno sobie ekvabe kore. R ekta kotha 8 ta tar na lagaleo cholbe. 4 ta lagaleo cholbe. Na bujle ……. 😉

1ta anurodh,post chaliye jaben?
tt te anek request korechhi
tnkzzzz

ভাই মনে হয় আপনাকে ভাল করে বুঝাতে পারতেছি না। এথানে আসলে কালার বলতে শুধু স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য, যতে করে সবাই এলোমেলো না করে। ঐখানে (২ নং ছবি) Figure 1 কে আপনি সাজাতে পারেন।

    Level 2

    @মিলয়: Sohomot.

    Level 0

    @মিলয়: বুঝিতে আরম্ভ করিতেছি… আপনাকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দেবার জন্য।
    limaj ভাই ও farhadjoy ভাইকে আবারো ধন্যবাদ।