ল্যাপটপের বাম পাশে একটা rj45 ল্যানের পোর্ট আছে। কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করে বুঝলাম এখানে ল্যান ক্যাবলের সংযোগ ঘটিয়ে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। এরপর নেটে সার্চ দিয়ে মিনহাজ ভাইয়ের ব্লগ থেকে জেনে নিলাম পিসি টু পিসি ফাইল শেয়ার করতে হলে দোকানিকে বলে ক্রসওভার করে ক্যাবল বানিয়ে নিতে হবে। ঘরে এসে অনেক চেষ্টা করে দুই কম্পিউটারের মাঝে সংযোগ ঘটাতে ব্যর্থ হলাম। পরে মনে হলো হয়ত দোকানির ভুল হয়েছে তাই আবার তার কাছে গেলাম। তর্ক হলো, পরে বলল ল্যাপি নিয়ে যেতে। গেলাম ফলাফল শূন্য। পারলো না। কিভাবে ক্রসওভার ক্যাবল বানাতে হয় ইউটিউব থেকে নামানো ভিডিওতে দেখানো কালার কোডিং অনুসারে তাকে বললাম ক্যাবল বানিয়ে দিতে।
এরপর বাসায় এসে গুগল মামুর কাছে বসলাম এ বিষয়ে কিছু জানতে। জানা তো কিছু হলো। এই বিষয়ে (নেটওয়ার্কিং) জানাশোনা না থাকার দরুন কিছু খটকা লাগলো। এই খটকা নিবারণের জন্যেই আমার এই প্রশ্নের উদ্যোগ।
১) ল্যান ক্যাবলের ক্ষেত্রে t568A আর t568B দ্বারা কী বোঝানো হয়?
২) নেট ঘেটে সাধারণ ভাবে যা বুঝলাম ক্রসওভার বানাতে হলে উভয় কানেক্টরের ১ম দুই পিনের কালার হবে যথাক্রমে white green, green / white orange, orange আর উভয়ের শেষ দুইটার কালার কোড হবে সমান অর্থাৎ, white brown, brown। যেমনটি নিচের ছবিতে দেয়া আছে,
(ছবিঃ ১)
আর এখানে আরেকটা ছবি, যেটার ভিত্তি হচ্ছে t568 A/B স্ট্রেইট কানেশনের বিষয়টি ঠিক আছে তবে সমস্যাটা হলো ক্রসওভারের ক্ষেত্রে। উভয়ে পিনের শুরুর কালার কোডটা ঠিকই আছে (white green, green / white orange, orange) কিন্তু শেষের কালারের মিল বজায় থাকেনি। (অর্থাৎ, উভয়টাতে white brown, brown না হয়ে বরং একটাতে white brown, brown এর বিপরীতে blue, white blue হয়েছে)
(ছবিঃ ২)
(ছবিঃ ৩)
এখন আমার প্রশ্ন হলো, কালার বিন্যাসের ভিত্তি কি t568 A/B এর উপর করে হয়ে থাকে নাকি ল্যান ক্যাবল বলতেই যেকোন ল্যান ক্যাবলে উপরোক্ত আলোচনা দ্বারা প্রাপ্ত তথ্য অনুসারে দুই ভাবে স্ট্রেইট ও ক্রসওভার ল্যান ক্যাবল তৈরি করা যাবে?
৩) যেহেতু ক্যাবলের দুই মাথা থাকে তাই চিহ্নিতকরণের সুবিধার্থে একটাকে t568A আর অন্যটাকে t568B বলে। এটা কি গ্রহণযোগ্য?
(ইংরেজি ভালো করে জানলে হয়ত প্রশ্ন করার প্রয়োজন হতো না। এটাও বুঝি আমার প্রশ্নের মাঝেই হয়তো উত্তর লুকিয়ে আছে। তবে বিষয়টা আরেকটু ভালোভাবে বোধগম্য হওয়ার জন্যেই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেকের লাভ হবে, নতুন করে অনেক কিছু জানবেন।)
আমি bdboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আসলে আপনার প্রশ্ন টি আমি প্রায় বুঝতে পারিনি। তবে মনে হল আপনি আসলে দুইটা কম্পিউটার এক সাথে কনেক্ট করতে চাইছেন।
স্ট্রেট ক্যাবল: আসলে স্ট্রেট ক্যাবল এর কালার কোড কোন বিষয় না। শুধু দুই সাইড এক রকম হতে হবে।
স্ট্রেট ক্যাবল এর ক্ষেত্র: সাধারনত স্ট্রেট ক্যাবল করা হয় সুইস এর মাধ্যমে দুই এর অধিক কম্পিউটারে (দুই টি কম্পিউটারে হতে পারে তবে এ ক্ষেত্রে ক্রস ওভার ব্যবহার করা ভাল কারন সুইস কিনতে হবে না) এদের মাঝে থাকে সুইস বসিয়ে করা হয়। যদি স্টান্ডার করি সেক্ষে্ত্রে আপনার ফিগার A ধরতে পারি।
এথন আসি আপনার ক্রস ওভার…
এথানে আপনার দুইটি কম্পিউটার কানেকশনের জন্য ক্রস ক্যাবল ব্যবহার করতে পারেন। কালার আপনার ইচ্ছা মত হয়ত করতে পারবেন তবে স্টান্ডার করাই ভাল। এথারে নীল স্টিপ, নীল সলিড, বাদামী স্টিপ, বাদামী সলিড তাদের স্থানে অপরিবতিত থাকবে। আপনি যদি বাম দিক থেকে ধরেন তবে প্রথমে কমলা স্ট্রিপ, কমলা সলিড, সবুজ স্ট্রিপ, নীল সালিড, নীল স্ট্রিপ, সবুজ সলিড, বাদামী স্ট্রিপ, বাদামী সলিড. এই মেনুতে সাজান এবার ক্রিপ পাঞ্চ করুন। এবার দ্বিতীয় ক্রিপ লাগানোর পালা। এখানে শুধু কমলা স্ট্রিপ, কমলা সলিড, সবুজ স্ট্রিপ, সবুজ সলিড পরিবতন হবে শুধু কমলা স্ট্রিপ এবং সলিডের এর পরিবতে সবুজ স্ট্রিপ এবং সলিড আপনার চিত্র ফিগার B। এবার যা হল প্রথমে , সবুজ স্ট্রিপ, সবুজ সলিড, কমলা স্ট্রিপ, নীল সালিড, নীল স্ট্রিপ, কমলা সলিড, বাদামী স্ট্রিপ, বাদামী সলিড. এই মেনুতে সাজান এবার ক্রিপ পাঞ্চ করুন।
আপনি এবার দুই সাইড পাইলেন।
এবার…….
আপনি আইপি দিতে পারেন যদিও ডিএইচসিপি তে পাওয়ার কথা। তবুও আইপির এ্রড্রেসের তুলনা হয় না।
আর জানতে চাইলে আওয়াজ দিয়েন…
এছাড়া যদি আভিজ্ঞ কেউ যদি ভাল জানেন তবে সেয়ার করবেন। তবে আমি এই পেশায় ৩ বৎসর আছি। নতুন কিছু থাকলে জানাবেন। ধন্যবাদ।