“বিসমিল্লাহির রাহমানির রাহীম”
যারা নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং নেটওয়ার্কিং বিষয়ে জানতে ও শিখতে খুবই ইন্টারেস্টেড শুধুমাত্র তাদের জন্যই এই পর্বভিত্তিক টিউনের আয়োজন। আর যারা এই বিষয়ে ইন্টারেস্টেড না তাদের এত বড় বড় লেখা পড়ে বিরক্ত হওয়া বা সময় নষ্ট করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। কিছু মনে করবেন না প্লিজ। এই লিখাগুলো সবার জন্য উন্মুক্ত কিন্তু কেউ কেউ হুদাই হুদাই পড়ে ফাউল টিউন ভেবে মনে মনে গালি দিয়ে চলে যাবে তাহলে ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়। আর এজন্যই কিছু কথা আগেই বলে নিলাম।
প্রথমেই সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একেবারে অনেকদিন পর লিখা শুরু করেছি আপনাদের জন্য। বহুদিন থেকে টেকটিউনস এ কোনো প্রকার টিউন করা হয় না। অনেক ঝামেলা ও ভার্সিটির ব্যস্ততার কারণে রাগ করেই টিউন করতে বসিনি। যাই হোক বহুদিন পরে যেহেতু টিউন করার কাজে হাত দিতে পেরেছি এর জন্য মহান আল্লাহ্র দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। এবার টিউন করতে নেমেছি একটা বড়সড় প্রজেক্ট হাতে নিয়ে। আশা করতেছি এই প্রজেক্টের টিউনগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে পর্ব আকারে উপহার দিতে পারব। আমি যে প্রজেক্টটি হাতে নিয়েছি তা হলো "নেটওয়ার্কিং" এর প্রজেক্ট। ইতোমধ্যে নেটওয়ার্কিং নিয়ে অনেক সিনিয়র ভাইরা টিউন করেছেন এবং ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর সুন্দর টিউনের জন্য। এগুলোই কিন্তু যথেষ্ট না, আমাদের কে আরও জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে অনেক কিছু। সবার জানা, শোনা ও বুঝার মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ আছে। সিনিয়র ভাইরা টিউন অলরেডী করেছেন, তাই বলে কি আর কেউ করবে না ব্যাপারটা কিন্তু এরকম না। টেকটিউনস এ যতো বেশী টিউনস হবে টেকটিউনস ততো বেশী শক্তিশালী ও সমৃদ্ধশালী হবে এবং একজনের লেখা কোনো ইউজার খুঁজে না পেলে আরেকজনের লেখা ঠিকই খুঁজে পাবে। এতে করে ইউজাররা হাতের কাছেই সবকিছু পাবে এং সবসময় তারা থাকবে রিসোর্সফুল।
আমি ২য় ও ৩য় পর্বের টিউন ২ টা (সামনের পর্ব থেকে যে টিউনগুলো শুরু হবে আরকি) অনেক দিন আগেই মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রেখেছিলাম টেকটিউনসে টিউন করার জন্য। ইতোমধ্যে আরও কিছু টিউন রেডি করা আছে আমার হাতে যেগুলো সময় অনু্যায়ী আপনাদের হাতে পৌঁছে দিব ইনশা-আল্লাহ্। আমি টেকটিউনস এর "নেটওয়ার্কিং" এবং "নোটিজেন নেটওয়ার্ক" ক্যাটাগরি ২ টা সবসময় ভিজিট করি। আমি ওই ২ টা লেখা কম্পিলিট করে এই ক্যাটাগরিগুলো আবার ভিজিট করেছি এটা দেখতে যে আসলে কি কি বিষয়ে টিউনস হয়েছে। পরে " রিদম দত্ত " ভাই এর নেটওয়ার্কিং নিয়ে একটা টিউন চোখে পড়ে। ওখানে দেখলাম যে আমি ২য় ও ৩য় পর্বে যে টিউন করবো সেই টিউন ২ টার লেখার সাথে " রিদম দত্ত " ভাইয়ের টিউনের লেখাগুলো হবহু মিলে যাচ্ছে। ভাবলাম এই লেখাগুলো কি স্কিপ করে যাব নাকি। পরে ভাবলাম উনি লেখাগুলো একটি টিউনেই শেষ করেছেন আর হয়তোবা এই বিষয়ে উনি নাও লিখতে পারেন। কিন্তু আমার তো এগুলো পর্বভিত্তিক টিউন তাই শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি উনার লিখাগুলো কপি করে আমার টিউনে দিয়ে দিয়েছি তাই এই কথাগুলো বলে নিলাম। আমার এ লেখাগুলো একটা বই থেকে নেয়া। উনি কোথা থেকে নিয়েছেন আমি জানি না।
এই বিষয়ে লিখাগুলোর সব কিন্তু নিজের ভাষায় লিখতে গেলে অনেক ভুল ভ্রান্তির সম্ভাবনা আছে এবং এই ভুল লেখাগুলোই ইউজারদের মনে গেঁথে যাবে এটা নিশ্চিত। আর তাছাড়া আমি কোনো বই লেখক না যে লেখক হিসেবে আমার লেখালেখি করার জন্য শব্দভান্ডার, প্রাঞ্জলতা ও শুদ্ধতার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং আমি এটা প্রফেশনালি লিখতেছি না যে আমি এটা কয়েকজনের দ্বারায় রিভাইস করানোর ও ভুল ভ্রান্তি বের করার সুযোগ পাবো। আমি " সুহৃদ সরকার " এর লিখা " এক্সপার্ট নেটওয়ার্কিং " বইটা সবসময় ফলো করি। এই বইটাতে তিনি নেটওয়ার্কিং সম্পর্কে এত সুন্দর ও স্পষ্টভাবে সবগুলো কনসেপ্ট এক্সাম্পল সহ বুঝিয়েছেন যে, যা আমি অন্য কোনো বইতে দেখিনি। আমি এই লিখাগুলো লিখতে এই বইটার সাহায্য নিয়েছি যাতে আমার লিখাতে কোনো প্রকার ভুল ভ্রান্তি না থাকে এবং পরে আপনারা আমাকে গালাগালি না করেন। এই বইয়ের কিছু কিছু জিনিষ আছে যার সবকিছু আপাতত না জানলেও চলবে। তাই আমি মেইন মেইন টপিক্স গুলো নিয়ে আলোচনা করবো যা আপনাদেরকে নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়তে ব্যাপক ভূমিকা পালন করবে। এ বইয়ে আইপি অ্যাড্রেসিং ও সাবনেটিং অধ্যায়ে কিছু কমপ্লেক্স এবং আগের ভার্সনের রাউটার এর উপর আলোচনা করা হয়েছে যা বর্তমানের সাথে মিলে করলে আপনাকে ধরা খেতে হতে পারে। আমি অনেক ব্লগ, সফটওয়্যার, ইন্টারনেট ও এই বইয়ের কম্বাইনেশনে টিউনগুলো এখানে সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে কোনোরকম অসুবিধা না হয়। অনেকেই মনে করতে পারেন আমি হয়তোবা বইয়ের সবগুলো তুলে দিয়ে টিউন করে ভাগবো, এমনটা ভাববেন না প্লিজ। আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আপনার কাছে শিখার জন্য রিসোর্স থাকতে হবে। সেটা হোক বই, গুগল, ইন্টারনেট, বিভিন্ন ব্লগ, ফোরাম ও সিনিয়র ভাইদের হেল্প। আপনারা আমাকে সহযোগিতা করবেন প্লিজ।
অনেকেই হয়তো মনে করতেছেন আমি নেটওয়ার্কিং এ সেই এক্সপার্ট। সিসিএনএ, সিসিএনপি এগুলা সব পাশ করে এসেছি। আরে ভাই না এসব কিছুই না। আমিও নেটওয়ার্কিং শিখতেছি। সামনে সিসিএনএ দেয়ার ইচ্ছা আছে আমার। তার আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি। আপনাদেরকে যদি এই সময় এগুলো না দিয়ে যেতে পারি, পরে দেখা যাবে আমি কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েছি বা অনেকগুলো ভুলে গেছি তখন আর আপনাদেরকে দেয়ার মতো কিছুই থাকবে না। তাই তাড়াতাড়ি শুরু করলাম।
[ বিঃদ্রঃ ] টিউনগুলো থিওরেটিক্যাল এবং একটু বড় হবে, আশা করি কেউ বিরক্ত হবেন না। কারণ নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়তে আপনাদের এগুলো জানার ও বুঝার দরকার আছে। আমার এই লিখাগুলো বই ও বিভিন্ন ইংরেজী ব্লগ থেকে নেয়া হলেও সবগুলো বাংলা ওয়ার্ড/শব্দ এবং সেনটেন্স/বাক্য "অভ্র" দিয়ে আমার নিজের হাতের লেখা। এমনকি বিভিন্ন নেটওয়ার্ক ডায়াগ্রাম ও ফ্লোচার্ট বিভিন্ন নেটওয়ার্ক ডায়াগ্রাম সফটওয়্যারের সাহায্যে আমার নিজের হাতের বানানো। শুধুমাত্র আপনাদের জন্যই এতো কিছু করা। আমার জন্য দোয়া করবেন সবাই যাতে আমি এই প্রজেক্টটা শেষ করতে পারি।
এছাড়াও আরও অনেক অনেক অনেক কিছু আমাদের জানতে, বুঝতে ও শিখতে হবে।
[ বিঃদ্রঃ ] উপরে উল্লেখিত ইনডেক্সগুলো ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে আরও সাবইনডেক্স থাকবে যা এখানে উল্লেখ করা হয় নি। আমি প্রয়োজনীয় রিসোর্সেস আপনাদেরকে দিব যেমন - "প্যাকেট ট্রেসার সফটওয়্যার", "সিসকো অ্যাসপায়ার নেটওয়ার্কিং একাডেমী ইডিশন গেমস সিমুলেটর ফর রিয়াল লাইফ নেটওয়ার্কিং প্রাকটিসিং", "বিভিন্ন নেটওয়ার্ক ডায়াগ্রাম ডিজাইন সফটওয়্যার ফর নেটওয়ার্ক ডিজাইন", "আইপি ও সাবনেট ক্যালকুলেটর সফটওয়্যার বোথ উইন্ডোজ অ্যান্ড অনলাইন ভার্সন", "নেটওয়ার্কিং অনলাইন ওয়েবসাইট লিং, ব্লগ লিং এবং ফোরাম লিঙ্ক ফর ক্লিয়ারিং কনসেপ্ট"। আপনারা যদি পারেন তাহলে " সুহৃদ সরকার " এর লিখা " এক্সপার্ট নেটওয়ার্কিং " বইটা কিনতে পারেন নিজেদের কাছে রাখার জন্য। এখানের সবগুলো লেখা মূলত ওই বই থেকেই নেয়া। বুঝতেই পারছেন অনেক বড়সড় একটা লেখার ব্যাপার। এই লেখাগুলো লেখার জন্য অনেক কষ্ট করতে হবে এবং অনেক সময়ের ব্যাপার একটা তাই আমরা ধীরে ধীরে আগাবো। কোনো কোনো টিউন পেতে বেশ কিছুদিন দেরী হতে পারে আর এজন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ভালোভাবে আমার টিউনগুলো চালিয়ে যেতে পারবো ইনশা-আল্লাহ্। আপনাদের দোয়া ও সহযোগিতা ছাড়া টিউন চালিয়ে যাওয়া খুবই কষ্টকর হবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী টিউন থেকে ইনশা-আল্লাহ্ আমরা "নেটওয়ার্কিং" শুরু করবো। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আজকে এখানেই শেষ করছি। কোন প্রকার ভুল ত্রুটি ধরা পড়লে বা মনে হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই অবশ্যই টিউমেন্টে আমাকে জানাবেন প্লিজ। আমি যথাসাধ্য চেষ্টা করবো সংশোধন করতে। আগামী পর্বে ইনশা-আল্লাহ্ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
[ বিঃদ্রঃ ] আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে, আমার এই লিখাগুলো/টিউনগুলো কপি পেস্ট করে অন্য কোথাও (নিজের বা অন্যের ব্লগ/ওয়েবসাইট/ফোরাম) নিজের নামে চালিয়ে দেবেন না প্লিজ। যে একবার লিখে সেই বুঝে লিখার মর্ম আসলে কি এবং সেই জানে যে লিখতে আর একটা টিউন পুরোপুরি বানাতে কি পরিমাণ কষ্ট হয়। তারা কখনও কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দেয় না যারা একবার একটা সম্পূর্ণ টিউন তৈরি করে। কোনো লিখা/টিউন কপি পেস্ট করে লেখকের নাম বা আসল সোর্স উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দিলে মূল লেখকের পুরো লিখাটাই ব্যর্থ হয় এবং সে পরবর্তীতে লিখার মন মানসিকতা হারিয়ে ফেলে। তাই আমরা প্লেজারিজম থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবো এবং মূল লেখককে সবসময় ম্যানশন করার চেষ্টা করবো যাতে সে বেশী বেশী অনুপ্রেরণা পায়। আপনারা লিখাগুলো শুধুমাত্র নিজেদের সংগ্রহে রাখতে পারেন কিন্তু কপি পেস্ট করে অন্য কোথাও চালিয়ে দিতে পারেন না। এই লিখাগুলো একান্তই আমার লিখা তাই আমার অনুমতি ছাড়া টেকটিউনস এ লিখা আমার এ টিউনগুলো অন্য কোথাও কপি পেস্ট করে হুবহু দিয়ে দিবেন না প্লিজ। আর যদি একান্তই দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার নাম এবং টেকটিউনস এর সোর্স বা টেকটিউনসে পূর্বে প্রকাশিত উল্লেখ করে দিয়ে দিবেন প্লিজ।
আমি মোঃ কামরুজ্জামান কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Studying B. Sc in Computer Science and Engineering at Daffodil International University. I Want to Buildup My Career as an Expert and Professional Network Engineer. Please Everyone Pray for Me. Thanks.
নেটওয়ার্কইং সেখার আগ্রহ অনেক দিনের, মানসম্মত কন টিউন নাই, এই ধরনের একটা চেইন টিউন অনেকদিন থেকেই খুজসিলাম, অনেক উপকার হবে, আপনি এগিয়ে জান…