এক্সপার্ট নেটওয়ার্কিং – বিগিনার টু প্রফেশনাল [ পর্ব – ০১ ] – নেটওয়ার্কিং শুরুর আগে আমার নিজস্ব কিছু কথা এবং ইনডেক্সসূচী

 

 বিসমিল্লাহির রাহমানির রাহীম

 

 

যারা নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং নেটওয়ার্কিং বিষয়ে জানতে ও শিখতে খুবই ইন্টারেস্টেড শুধুমাত্র তাদের জন্যই এই পর্বভিত্তিক টিউনের আয়োজন। আর যারা এই বিষয়ে ইন্টারেস্টেড না তাদের এত বড় বড় লেখা পড়ে বিরক্ত হওয়া বা সময় নষ্ট করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। কিছু মনে করবেন না প্লিজ। এই লিখাগুলো সবার জন্য উন্মুক্ত কিন্তু কেউ কেউ হুদাই হুদাই পড়ে ফাউল টিউন ভেবে মনে মনে গালি দিয়ে চলে যাবে তাহলে ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়। আর এজন্যই কিছু কথা আগেই বলে নিলাম।

প্রথমেই সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একেবারে অনেকদিন পর লিখা শুরু করেছি আপনাদের জন্য। বহুদিন থেকে টেকটিউনস এ কোনো প্রকার টিউন করা হয় না। অনেক ঝামেলা ও ভার্সিটির ব্যস্ততার কারণে রাগ করেই টিউন করতে বসিনি। যাই হোক বহুদিন পরে যেহেতু টিউন করার কাজে হাত দিতে পেরেছি এর জন্য মহান আল্লাহ্‌র দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। এবার টিউন করতে নেমেছি একটা বড়সড় প্রজেক্ট হাতে নিয়ে। আশা করতেছি এই প্রজেক্টের টিউনগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে পর্ব আকারে উপহার দিতে পারব। আমি যে প্রজেক্টটি হাতে নিয়েছি তা হলো "নেটওয়ার্কিং" এর প্রজেক্ট। ইতোমধ্যে নেটওয়ার্কিং নিয়ে অনেক সিনিয়র ভাইরা টিউন করেছেন এবং ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর সুন্দর টিউনের জন্য। এগুলোই কিন্তু যথেষ্ট না, আমাদের কে আরও জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে অনেক কিছু। সবার জানা, শোনা ও বুঝার মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ আছে। সিনিয়র ভাইরা টিউন অলরেডী করেছেন, তাই বলে কি আর কেউ করবে না ব্যাপারটা কিন্তু এরকম না। টেকটিউনস এ যতো বেশী টিউনস  হবে টেকটিউনস ততো বেশী শক্তিশালী ও সমৃদ্ধশালী হবে এবং একজনের লেখা কোনো ইউজার খুঁজে না পেলে আরেকজনের লেখা ঠিকই খুঁজে পাবে। এতে করে ইউজাররা হাতের কাছেই সবকিছু পাবে এং সবসময় তারা থাকবে রিসোর্সফুল।

আমি ২য় ও ৩য়  পর্বের টিউন ২ টা (সামনের পর্ব থেকে যে টিউনগুলো শুরু হবে আরকি) অনেক দিন আগেই মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রেখেছিলাম টেকটিউনসে টিউন করার জন্য। ইতোমধ্যে আরও কিছু টিউন রেডি করা আছে আমার হাতে যেগুলো সময় অনু্যায়ী  আপনাদের হাতে পৌঁছে দিব ইনশা-আল্লাহ্‌। আমি টেকটিউনস এর "নেটওয়ার্কিং" এবং "নোটিজেন নেটওয়ার্ক" ক্যাটাগরি ২ টা সবসময় ভিজিট করি। আমি ওই ২ টা লেখা কম্পিলিট করে এই ক্যাটাগরিগুলো আবার ভিজিট করেছি এটা দেখতে যে আসলে কি কি বিষয়ে টিউনস হয়েছে। পরে " রিদম দত্ত " ভাই এর নেটওয়ার্কিং নিয়ে একটা টিউন চোখে পড়ে। ওখানে দেখলাম যে আমি ২য় ও ৩য় পর্বে যে টিউন করবো সেই টিউন ২ টার লেখার সাথে " রিদম দত্ত " ভাইয়ের টিউনের লেখাগুলো হবহু মিলে যাচ্ছে। ভাবলাম এই লেখাগুলো কি স্কিপ করে যাব নাকি। পরে ভাবলাম উনি লেখাগুলো একটি টিউনেই শেষ করেছেন আর হয়তোবা এই বিষয়ে উনি নাও লিখতে পারেন। কিন্তু আমার তো এগুলো পর্বভিত্তিক টিউন তাই শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি উনার লিখাগুলো কপি করে আমার টিউনে দিয়ে দিয়েছি তাই এই কথাগুলো বলে নিলাম। আমার এ লেখাগুলো একটা বই থেকে নেয়া। উনি কোথা থেকে নিয়েছেন আমি জানি না।

 

 

এই বিষয়ে লিখাগুলোর সব কিন্তু নিজের ভাষায় লিখতে গেলে অনেক ভুল ভ্রান্তির সম্ভাবনা আছে এবং এই ভুল লেখাগুলোই ইউজারদের মনে গেঁথে যাবে এটা নিশ্চিত। আর তাছাড়া আমি কোনো বই লেখক না যে লেখক হিসেবে আমার লেখালেখি করার জন্য শব্দভান্ডার, প্রাঞ্জলতা ও শুদ্ধতার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং আমি এটা প্রফেশনালি লিখতেছি না যে আমি এটা কয়েকজনের দ্বারায় রিভাইস করানোর ও ভুল ভ্রান্তি বের করার সুযোগ পাবো। আমি " সুহৃদ সরকার " এর লিখা " এক্সপার্ট নেটওয়ার্কিং " বইটা সবসময় ফলো করি। এই বইটাতে তিনি নেটওয়ার্কিং সম্পর্কে এত সুন্দর ও স্পষ্টভাবে সবগুলো কনসেপ্ট এক্সাম্পল সহ বুঝিয়েছেন যে, যা আমি অন্য কোনো বইতে দেখিনি। আমি এই লিখাগুলো লিখতে এই বইটার সাহায্য নিয়েছি যাতে আমার লিখাতে কোনো প্রকার ভুল ভ্রান্তি না থাকে এবং পরে আপনারা আমাকে গালাগালি না করেন। এই বইয়ের কিছু কিছু জিনিষ আছে যার সবকিছু আপাতত না জানলেও চলবে। তাই আমি মেইন মেইন টপিক্স গুলো নিয়ে আলোচনা করবো যা আপনাদেরকে নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়তে ব্যাপক ভূমিকা পালন করবে। এ বইয়ে আইপি অ্যাড্রেসিং ও সাবনেটিং অধ্যায়ে কিছু কমপ্লেক্স এবং আগের ভার্সনের রাউটার এর উপর আলোচনা করা হয়েছে যা বর্তমানের সাথে মিলে করলে আপনাকে ধরা খেতে হতে পারে। আমি অনেক ব্লগ, সফটওয়্যার, ইন্টারনেট ও এই বইয়ের কম্বাইনেশনে টিউনগুলো এখানে সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে কোনোরকম অসুবিধা না হয়। অনেকেই মনে করতে পারেন আমি হয়তোবা বইয়ের সবগুলো তুলে দিয়ে টিউন করে ভাগবো, এমনটা ভাববেন না প্লিজ। আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আপনার কাছে শিখার জন্য রিসোর্স থাকতে হবে। সেটা হোক বই, গুগল, ইন্টারনেট, বিভিন্ন ব্লগ, ফোরাম ও সিনিয়র ভাইদের হেল্প। আপনারা আমাকে সহযোগিতা করবেন প্লিজ।

 

 

অনেকেই হয়তো মনে করতেছেন আমি নেটওয়ার্কিং এ সেই এক্সপার্ট। সিসিএনএ, সিসিএনপি এগুলা সব পাশ করে এসেছি। আরে ভাই না এসব কিছুই না। আমিও নেটওয়ার্কিং শিখতেছি। সামনে সিসিএনএ দেয়ার ইচ্ছা আছে আমার। তার আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি। আপনাদেরকে যদি এই সময় এগুলো না দিয়ে যেতে পারি, পরে দেখা যাবে আমি কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েছি বা অনেকগুলো ভুলে গেছি তখন আর আপনাদেরকে দেয়ার মতো কিছুই থাকবে না। তাই তাড়াতাড়ি শুরু করলাম।

[ বিঃদ্রঃ ] টিউনগুলো থিওরেটিক্যাল এবং একটু বড় হবে, আশা করি কেউ বিরক্ত হবেন না। কারণ নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়তে আপনাদের এগুলো জানার ও বুঝার দরকার আছে। আমার এই লিখাগুলো বই ও বিভিন্ন ইংরেজী ব্লগ থেকে নেয়া হলেও সবগুলো বাংলা ওয়ার্ড/শব্দ এবং সেনটেন্স/বাক্য "অভ্র" দিয়ে আমার নিজের হাতের লেখা। এমনকি বিভিন্ন নেটওয়ার্ক ডায়াগ্রাম ও ফ্লোচার্ট বিভিন্ন নেটওয়ার্ক ডায়াগ্রাম সফটওয়্যারের সাহায্যে আমার নিজের হাতের বানানো। শুধুমাত্র আপনাদের জন্যই এতো কিছু করা। আমার জন্য দোয়া করবেন সবাই যাতে আমি এই প্রজেক্টটা শেষ করতে পারি।

 

 

আমাদেরকে ভাল করে শিখতে হবে -

 

  • আইপি অ্যাড্রেস ক্লাস ও আইপি অ্যাড্রেসিং
  • আইপি ভার্সন ৪ অ্যান্ড নেক্সট জেনারেশন আইপি ভার্সন ৬
  • সাবনেটিং
  • ভিএলএসএম
  • সুপারনেটিং বা রাউট সামারাইজেশন
  • সার্ভার কনফিগারেশন
  • রাউটিং ও সুইচিং
  • প্যাকেট ট্রেসার (সিসকো সিস্টেমস) সফটওয়ারের কাজ
  • জিএনএস ৩ (গ্রাফিক্যাল নেটওয়ার্ক সিমুলেটর) সফটওয়্যারের কাজ
  • নেটওয়ার্কিং গেম সিমুলেটর " সিসকো অ্যাসপায়ার নেটওয়ার্কিং একাডেমী ইডিশন " এর অভিজ্ঞতা
  • মাইক্রোটিক রাউটার সেটাপ ও কনফিগারেশন এবং কাজের ধারণা
  • বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস যেমন - হাব, সুইচ, ব্রিজ, রাউটার ইত্যাদির কাজ ও কনফিগারেশন
  • বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ক্যাবল সম্পর্কে ধারণা যেমন - কোএক্সিয়াল, এসটিপি, ইউটিপি, ক্যাট ৫, ক্যাট ৫ ই, ক্যাট ৬, ফাইবার অপটিক ইত্যাদি
  • ওয়্যারলেস নেটওয়ার্কিং ও মিডিয়া
  • ল্যান ও ওয়্যান ইমুলেশন
  • আইএসপি সেটাপ অ্যান্ড ইমুলেশন
  • অফিস/স্কুল/কলেজ/ইউনিভার্সিটি নেটওয়ার্কিং
  • ব্রডব্যান্ড বিজনেস ডিজাইন ও ইমুলেশন
  • বিভিন্ন ধরনের ওয়াইফাই ডিভাইস সম্পর্কে ধারণা
  • রেডিও ডিভাইস, এন্টেনা, মাইক্রোওয়েভ সম্পর্কে ধারণা

এছাড়াও আরও অনেক অনেক অনেক কিছু আমাদের জানতে, বুঝতে ও শিখতে হবে।

 

আমার এ ধারাবাহিক পর্বে যে যে বিষয়গুলো আলোচনা করা হবে -

 

  • নেটওয়ার্কিং কী ও কেন ?
    1. নেটওয়ার্কিঙের মূল ধারণা
    2. নেটওয়ার্কের প্রকারভেদ
    3. নেটওয়ার্কের উৎপত্তি
    4. ইন্টারনেটের উৎপত্তি
  • কম্যুনিকেশন মডেল (OSI MODEL)
    1. OSI মডেল কী ও কেন ?
    2. OSI মডেল ডাটা প্রবাহ
    3. OSI মডেলের স্তরসমূহ
    4. OSI মডেলের বিভিন্ন স্তরে ডাটার নাম
    5. OSI বনাম TCP/IP মডেল
  • নেটওয়ার্কের প্রকারভেদ
    1. বিভিন্ন ধরনের নেটওয়ার্ক
    2. নেটওয়ার্ক ও টপোলজি
  • নেটওয়ার্ক সার্ভিস ও সফটওয়্যার
    1. নেটওয়ার্ক সার্ভিসের ধরণ
    2. কোন ধরনের সার্ভার নেবেন
    3. নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের ভালমন্দ
    4. বিভিন্ন নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম
    5. বিভিন্ন ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম
  • নেটওয়ার্ক আর্কিটেকচার
    1. ইথারনেট
    2. টোকেন রিং
    3. ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস (FDDI)
    4. অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড (ATM)
    5. অ্যাপলটক
    6. আর্কনেট
  • সিগন্যালিং ও ডাটা কম্যুনিকেশন
    1. সিগন্যাল কী ?
    2. সিগন্যাল মাপায় উপায়
    3. সিগন্যাল ও কম্পিউটার
    4. সিগন্যাল ট্রান্সমিশন
    5. ট্রান্সমিশন মোড
    6. বেজব্যান্ড বনাম ব্রডব্যান্ড
  • নেটওয়ার্ক মিডিয়া
    1. নেটওয়ার্ক মিডিয়া এবং কানেক্টর
    2. মিডিয়া হিসেব তামা
    3. গ্লাস মিডিয়া
    4. ওয়্যারলেস নেটওয়ার্কিং
    5. বিভিন্ন কানেক্টর
  • নেটওয়ার্ক ডিভাইস
    1. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
    2. নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ
    3. নেটওয়ার্ক বর্ধিত করা
    4. হাব
    5. রিপিটার
    6. ব্রিজ
    7. সুইচ
    8. রাউটার
    9. ব্রাউটার
    10. গেটওয়ে
    11. বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসের তুলনামূলক চিত্র
  • নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডস
    1. স্ট্যান্ডার্ড কী ও কেন ?
    2. যেভাবে স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়
    3. স্ট্যান্ডার্ড নির্ধারণকারী  প্রধান সংস্থাসমূহ
    4. IEEE 802 - LAN ও MAN স্ট্যান্ডার্ডস
    5. EIA/TIA ক্যাবলিং স্ট্যান্ডার্ডস
    6. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড
  • নেটওয়ার্ক প্রটোকল
    1. প্রটোকল কী এবং কেন ?
    2. বিভিন্ন প্রটোকল স্যুট
    3. TCP/IP প্রটোকল স্যুট
    4. IPX/SPX প্রটোকল স্যুট
    5. অ্যাপলটক প্রটোকল স্যুট
  • আইপি অ্যাড্রেসিং ও সাবনেটিং
    1. IP অ্যাড্রেসিং কী ?
    2. বিভিন্ন ধরনের সংখ্যা
    3. আইপি অ্যাড্রেস
    4. আইপি অ্যাড্রেস ক্লাস
    5. TCP/IP কনফিগারেশন
    6. সাবনেটিং
    7. সুপারনেটিং
    8. আইপি ভার্সন ৬
  • ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রটোকল
    1. DHCP কী ও কেন ?
    2. DHCP যেভাবে কাজ করে
    3. DHCP সার্ভার
    4. DHCP রিলে এজেন্ট
  • নেম রেজুলেশ
    1. নেম রেজুলেশন কী ?
    2. উইন্ডোজ ইন্টারনেট নেমিং সিস্টেম (WINS)
    3. ডোমেইন নেম সিস্টেম (DNS)
    4. উইন্ডোজ সার্ভার ২০০৮ ও ডিএনএস
    5. লিনাক্স, ইউনিক্স ও বাইন্ড
  • আইপি রাউটিং
    1. আইপি রাউটিং কী ও কেন ?
    2. আইপি রাউটিং প্রক্রিয়া
    3. ডাইনামিক বনাম স্ট্যাটিক রাউটিং
    4. ডাইনামিক আইপি রাউটিং
    5. আইপি রাউটিং বাস্তবায়ন
    6. উইন্ডোজ সার্ভার ২০০৮ রাউটার স্থাপন ও ব্যবস্থাপনা
    7. রাউটিং ইউটিলিটি
  • রিমোট এক্সেস ও ডায়াল-আপ নেটওয়ার্কিং
    1. উইন্ডোজ সার্ভার ২০০৮ ও রিমোট এক্সেস
    2. ভিপিএন রিমোট এক্সেস
    3. উইন্ডোজ সার্ভার ২০০৮ - এ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কিং
    4. লিনাক্সে রিমোট এক্সেস
  • নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন
    1. উইন্ডোজ সার্ভার ২০০৮ - এ NAT
    2. রেডহ্যাট লিনাক্সে NAT
  • ওয়েব সার্ভিস
    1. উইন্ডোজ সার্ভার ২০০৮ ওয়েব সার্ভিস
    2. এপাচি ২.০ ওয়েব সার্ভার
  • নেটওয়ার্ক ইন্টারঅপারেবিলিটি সার্ভিস
    1. নভেল নেটওয়্যার ও উইন্ডোজ
    2. NWLink প্রটোকল
    3. উইন্ডোজ ও অ্যাপল ম্যাকিন্টোশ
    4. ইউনিক্স ও উইন্ডোজ ২০০০
    5. লিনাক্স ও উইন্ডোজ
    6. লিনাক্স ও ম্যাকিন্টোশ
  • প্রিন্ট ও ফ্যাক্স সার্ভিস
    1. প্রিন্টিং সম্পর্কিত মৌলিক ধারণা
    2. উইন্ডোজ সার্ভার ২০০৮ এ প্রিন্টিং
    3. প্রিন্টার ও কিউ ব্যবস্থাপনা
    4. প্রিন্ট সার্ভিসসমূহ সেটাপ
    5. ফিডোরা লিনাক্সে প্রিন্টিং
    6. ফ্যাক্স সার্ভার
  • ডিরেক্টরি সার্ভিস
    1. অ্যাক্টিভ ডিরেক্টরি এনভায়রনমেন্ট
  • ওয়্যারলেস নেটওয়ার্ক
    1. ওয়্যারলেস নেটওয়ার্ক কী ?
    2. কেন ওয়্যারলেস তৈরি করবেন ?
    3. তারযুক্ত বনাম তারবিহীন নেটওয়ার্ক
    4. ওয়্যারলেস নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডসমূহ
    5. কোনটি ব্যবহার করবেন ?
    6. তারবিহীন নেটওয়ার্কের যন্রপাতিসমূহ
    7. ওয়্যারলেস নেটওয়ার্কের প্রকারভেদ
    8. ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরির পদ্ধতি
    9. ওয়্যারলেস নেটওয়ার্ক ট্রাবলশ্যুটিং
  • লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিজাইন
    1. ডিজাইন প্রস্তুতি
    2. প্রয়োজনীয়তা যাচাই
  • নেটওয়ার্ক ম্যানেজমেন্ট
    1. নেটওয়ার্ক ম্যানেজমেন্ট কেন ?
    2. যা করা দরকার
    3. ডাটা ব্যাকআপ
    4. ব্যাকআপ কেন দরকার ?
    5. ব্যাকআপের রকমফের
    6. ব্যাকআপ কখন করবেন ?
    7. ব্যাকআপ সফটওয়্যার
    8. উইন্ডোজ সার্ভার ২০০৮ এ ব্যাকআপ করার পদ্ধতি
    9. পাওয়ার সাপ্লাই
    10. রিডান্ড্যান্সি
  • নেটওয়ার্ক সিকিউরিটি
    1. সিকিউরিটি কী
    2. অথেন্টিকেশন সিকিউরিটি
    3. ফাইল সিস্টেম
    4. কম্যুনিকেশন সিকিউরিটি
    5. ফিজিক্যাল সিকিউরিটি
    6. পাসওয়ার্ড সিকিউরিটি
    7. পাসওয়ার্ড পলিসি
    8. সিকিউরিটি পরিকল্পনা
    9. সিকিউরিটি পলিসি
    10. নিরাপত্তাজনিত সমস্যা ও সমাধান
    11. বিটলকার ব্যবহার করে ড্রাইভ এনক্রিপশন
    12. ফায়ারওয়্যাল
    13. উইন্ডোজ ফায়ারওয়্যাল
    14. লিনাক্সে ফায়ারওয়্যাল
    15. আপডেট ও প্যাচ ম্যানেজমেন্ট
    16. নিরাপত্তা ও দুর্বোধ্যতার বেড়াজাল
  • ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ও ইন্টারনেট
    1. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
    2. WAN টেকনোলজি
    3. কোনটি চাই ?
  • নেটওয়ার্ক ট্রাবলশ্যুটিং
    1. ট্রাবলশ্যুটিঙের প্রকৃতি
    2. ট্রাবলশ্যুটিঙের নীতিমালা
    3. সমস্যা চিহ্নিতকরণ
    4. তথ্য সংগ্রহ
    5. সম্ভাব্য কারণ
    6. অ্যাকশন প্ল্যান
    7. ফলাফল পর্যবেক্ষণ
    8. আবর্তন
    9. সমাধান
    10. চেকলিস্ট
    11. OSI রেফারেন্স মডেল ও ট্রাবলশ্যুটিং
    12. ট্রাবলশ্যুটিং টুলস
    13. ট্রাবলশ্যুটিং রিসোর্স

 

 

[ বিঃদ্রঃ ] উপরে উল্লেখিত ইনডেক্সগুলো ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে আরও সাবইনডেক্স থাকবে যা এখানে উল্লেখ করা হয় নি। আমি প্রয়োজনীয় রিসোর্সেস আপনাদেরকে দিব যেমন - "প্যাকেট ট্রেসার সফটওয়্যার", "সিসকো অ্যাসপায়ার নেটওয়ার্কিং একাডেমী ইডিশন গেমস সিমুলেটর ফর রিয়াল লাইফ নেটওয়ার্কিং প্রাকটিসিং", "বিভিন্ন নেটওয়ার্ক ডায়াগ্রাম ডিজাইন সফটওয়্যার ফর নেটওয়ার্ক ডিজাইন", "আইপি ও সাবনেট ক্যালকুলেটর সফটওয়্যার বোথ উইন্ডোজ অ্যান্ড অনলাইন ভার্সন", "নেটওয়ার্কিং অনলাইন ওয়েবসাইট লিং, ব্লগ লিং এবং ফোরাম লিঙ্ক ফর ক্লিয়ারিং কনসেপ্ট"। আপনারা যদি পারেন তাহলে " সুহৃদ সরকার " এর লিখা " এক্সপার্ট নেটওয়ার্কিং " বইটা কিনতে পারেন নিজেদের কাছে রাখার জন্য। এখানের সবগুলো লেখা মূলত ওই বই থেকেই নেয়া। বুঝতেই পারছেন অনেক বড়সড় একটা লেখার ব্যাপার। এই লেখাগুলো লেখার জন্য অনেক কষ্ট করতে হবে এবং অনেক সময়ের ব্যাপার একটা তাই আমরা ধীরে ধীরে আগাবো। কোনো কোনো টিউন পেতে বেশ কিছুদিন দেরী হতে পারে আর এজন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ভালোভাবে আমার টিউনগুলো চালিয়ে যেতে পারবো ইনশা-আল্লাহ্‌। আপনাদের দোয়া ও সহযোগিতা ছাড়া টিউন চালিয়ে যাওয়া খুবই কষ্টকর হবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী টিউন থেকে ইনশা-আল্লাহ্‌ আমরা "নেটওয়ার্কিং" শুরু করবো। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে।

 

 

আজকে এখানেই শেষ করছি। কোন প্রকার ভুল ত্রুটি ধরা পড়লে বা মনে হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই অবশ্যই টিউমেন্টে আমাকে জানাবেন প্লিজ। আমি যথাসাধ্য চেষ্টা করবো সংশোধন করতে। আগামী পর্বে ইনশা-আল্লাহ্‌ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

 

পরবর্তী টিউনটি হবে - এক্সপার্ট নেটওয়ার্কিং - বিগিনার টু প্রফেশনাল [ পর্ব - ০২ ] - নেটওয়ার্কিং কী ও কেন ?

 

 

নিচের এই অংশটুকু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি শুধুমাত্র আমার জন্য

 

 

 

[ বিঃদ্রঃ ] আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে, আমার এই লিখাগুলো/টিউনগুলো কপি পেস্ট করে অন্য কোথাও (নিজের বা অন্যের ব্লগ/ওয়েবসাইট/ফোরাম) নিজের নামে চালিয়ে দেবেন না প্লিজ। যে একবার লিখে সেই বুঝে লিখার মর্ম আসলে কি এবং সেই জানে যে লিখতে আর একটা টিউন পুরোপুরি বানাতে কি পরিমাণ কষ্ট হয়। তারা কখনও কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দেয় না যারা একবার একটা সম্পূর্ণ টিউন তৈরি করে। কোনো লিখা/টিউন কপি পেস্ট করে লেখকের নাম বা আসল সোর্স উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দিলে মূল লেখকের পুরো লিখাটাই ব্যর্থ হয় এবং সে পরবর্তীতে লিখার মন মানসিকতা হারিয়ে ফেলে। তাই আমরা প্লেজারিজম থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবো এবং মূল লেখককে সবসময় ম্যানশন করার চেষ্টা করবো যাতে সে বেশী বেশী অনুপ্রেরণা পায়। আপনারা লিখাগুলো শুধুমাত্র নিজেদের সংগ্রহে রাখতে পারেন কিন্তু কপি পেস্ট করে অন্য কোথাও চালিয়ে দিতে পারেন না। এই লিখাগুলো একান্তই আমার লিখা তাই আমার অনুমতি ছাড়া টেকটিউনস এ লিখা আমার এ টিউনগুলো অন্য কোথাও কপি পেস্ট করে হুবহু দিয়ে দিবেন না প্লিজ। আর যদি একান্তই দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার নাম এবং টেকটিউনস এর সোর্স বা টেকটিউনসে পূর্বে প্রকাশিত উল্লেখ করে দিয়ে দিবেন প্লিজ।

 

আমার অনলাইন প্রোফাইল এবং আমার সাথে যোগাযোগের মাধ্যম

 

[ Facebook ID Link ] - [ https://www.facebook.com/coderkamrul ]

 

[ Skype ID ] - [ kamrul.pc ]

 

[ Yahoo Mail ] [email protected]

 

[ Google+ Profile Link ] - https://plus.google.com/104778912636289594136

 

[ LinkedIn Profile Link ] - https://bd.linkedin.com/in/coderkamrul

 

kamrul If Any Networking Problem Then Call Otherwise Don't Disturb Me Please

 

 

Level New

আমি মোঃ কামরুজ্জামান কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Studying B. Sc in Computer Science and Engineering at Daffodil International University. I Want to Buildup My Career as an Expert and Professional Network Engineer. Please Everyone Pray for Me. Thanks.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নেটওয়ার্কইং সেখার আগ্রহ অনেক দিনের, মানসম্মত কন টিউন নাই, এই ধরনের একটা চেইন টিউন অনেকদিন থেকেই খুজসিলাম, অনেক উপকার হবে, আপনি এগিয়ে জান…

    ধন্যবাদ ভাই । আপনাদের আগ্রহ দেখে আমার অনেক ভাল লাগতেছে । আমি চেষ্টা করব নেটওয়ার্কিং বিষয়টা আপনাদের কাছে ভালভাবে পোঁছায়া দিব ইনশা-আল্লাহ ।

আর কেউ না থাকলেও আমি আছি পানার সাথে । আশা করছি খুবি স্রিগ্রি টিউন নিয়ে আসবেন ধন্যবাদ

    ধন্যবাদ ভাই এত কষ্ট করে লেখাগুলো পড়ার জন্য । পাশে থাকার কথা শুনে খুশি হলাম ।

Level 0

Keu Thakok R Nai Thakok Ami O Asi Apnar Sathe……Waiting For The Next Tune ….

    ধন্যবাদ ভাই । শীঘ্রই পরের টিউন পাবেন ।

আশা করি অনেক কিছু শিখতে পারব । আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তা হল ধারাবাহিক ভাবে টিউন কন্টিনিয় করবেন প্লীজ । শুভ কামনা রইল ।

অনেক ধন্যবাদ ভাই । আমার জন্য দোয়া করবেন যাতে সবগুলো টিউন চালিয়ে যেতে পারি ।

আমি আছি …