আপনার পিসি থেকে শেয়ার করুন ইন্টারনেট ব্লুটুথ এর মাধ্যমে এবং আপনার মোবাইল এ ইন্টারনেট চালান ফ্রীতে

আপনার পিসি থেকে শেয়ার করুন ইন্টারনেট ব্লুটুথ এর মাধ্যমে এবং আপনার মোবাইল এ ইন্টারনেট চালান ফ্রীতে। কথা না বাড়িয়ে চলুন সরাসরি টপিক এ চলে যাই।

প্রথমে দেখে নিন কি কি লাগবে

১. ডেস্কটপ এর জন্য ব্লুটুথ ।

২. পিসিতে জাভা ইনস্টল থাকতে হবে ।

৩. Hiisi Suite Client  মোবাইলের জন্য । ( ডাউনলোড লিংক নীচে )

৪. Hiisi Suite Proxy পিসি জন্য । ( ডাউনলোড লিংক নীচে )

৫. ব্লুটুথ সমর্থিত মোবাইল ।

মোবাইলের ইনস্টলেশন :

১. Hiisi Suite Client  মোবাইলের জন্য  ডাউনলোড করুন ।

২. ফাইলগুলি এক্সট্র্যাক্ট করুন ।

৩. আপনার ফোন মেমরি বা মেমরি কার্ড  ফাইল গুলো কপি করুন ।

৪. সবগুলো ফাইল একই ফোলডারে কপি করুন ।

৫. তারপর hiisi.jad নামের  ফাইলটা মোবাইলে ইন্সটল করুন ।

৬. এখন একটি নতুন অ্যাপ্লিকেশন 'Hiisi Proxy' হিসাবে প্রদর্শিত হবে ।

পিসির ইনস্টলেশন :

১. Hiisi Suite Proxy পিসি জন্য  ডাউনলোড করুন ।

২. ফাইলগুলি এক্সট্র্যাক্ট করুন ।

৩. Pihatonttu এ ক্লিক করুন  এবং এডিট করুন ।

৪. আপনি নিম্নলিখিত কোড পাবেন :-

start javaw -Djava.library.path=. -cp .\lib\comm.jar;.\lib\jdic.jar;.\class Pihatonttu.PihatonttuMain COM15 null

৫. এখন COM port number এডিট করুন এবং Pihatonttu ওপেন করুন । (  আপনার COM পোর্ট খোঁজ এর নিয়ম নিচে )

৬. তারপর আপনি নিচের মত উইন্ডো পাবেন ।

৭.  এখন এটি মিনিমাইজ করুন ।

একসেস পয়েন্ট কনফিগারেশন :

১. প্রথমে আপনার মোবাইলের Settings->Phone settings->Connection->Destinations->Internet->Edit (May vary for your phone like Tools > Settings > Connection > Access points > Options >Advanced Settings এ ক্লিক করুন ।

২.  তারপর  Proxy server address 127.0.0.1

৩. এবং Proxy Port Number  1234

পিসির ইন্টারনেট সংযোগ :

১. আপনার ফোন মধ্যে ‘Hiisi Proxy’ ওপেন করুন ।

২. yes এ ক্লিক করুন  “ Allow Hiisi Proxy to use network and send or receive data”.

৩. ব্লুটুথ মোড নির্বাচন করুন এবং অপেক্ষা করুন ব্লুটুথ ডিভাইস অনুসন্ধান পর্যন্ত ।

৪. আপনার কম্পিউটারে ব্লুটুথ নাম সিলেক্ট করুন এবং এটি সিরিয়াল পোর্ট অনুসন্ধানের জন্য অপেক্ষা করুন । ( Hiisi Proxy আপনার পিসি মধ্যে চলমান হয় তা নিশ্চিত করুন)

৫.পরবর্তীতে দেখতে পাবেন  btspp :/ / .....

৬. এখন  আপনি প্রথমটি নির্বাচন করুন ।

৭. এখন  অপশন ক্লিক করুন এবং mark Check under Bluetooth connection এবং ওকে ক্লিক করুন ।

৮. এখন আপনি 'Hiisi Proxy-র ব্লুটুথ মোড পাবেন ।

৯. এখন অ্যাপ্লিকেশনটি বন্ধ না করেই ওয়েব ব্রাউজার  ওপেন করুন ।

১০. এরপর আপনার  কনফিগারেশন করা একসেস পয়েন্ট নির্বাচন করুন এবং ব্রাউজ করুন ।

১১.  এখন আপনি  মোবাইল থেকে যে সাইট ভিজিট করবেন তা আপনার পিসিতে দেখাবে ।

আপনার COM পোর্ট খোঁজ এর নিয়ম :

Open Device Manager and expand Ports (COM & LPT)
The first Bluetooth serial port should be the required one
In this example COM 15 should be used.
বিকল্প উপায়ে:
In bluesoleil software , Bluetooth ->My Device Properties.
Choose Services tab.
Note the first COM port.


ডাউনলোড লিংক : 
পিসি জন্য - http://uploads-techsandwichsolutions.110mb.com/Hiisi%20Proxy%20for%20PC.zip 
মোবাইলের জন্য - http://uploads-techsandwichsolutions.110mb.com/Hiisi%20Proxy%20for%20Mobile.zip 
চাইলে ঘুরে আসতে পারেন  --- http://freedvdshop.blogspot.com/ 

Level 0

আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো
ফান২বাবাঃকম

Level 0

কাজ করে কিনা জানি না তবে কাজ করলে যে অনেকের উপকার হবে না নিশ্চিত । আমার দরকার নাই , তবে প্রিয় তে রাক্লাম যদি দরকার হউ কুনো দিন

    tahmim আপা দরকার না থাকলে পইড়েন না।

Level New

এনড্রয়েড ফোনে হবে ?

ভাই Pihatonttu টা edit করে open করলে “A Java Exception has occurred” বলে। আমি কী করব?

আমর দুইটা মডেম আছে । কেউ যদি দুইটা মডেম একসাথে ব্যাবহার করার ট্রিক্রস টা দিতেন খুবই উপকৃত হইতাম ।[email protected] এইটা আমার mail address

vai download link amake email koren