গ্রামীণ ফোন জন্মলগ্ন থেকেই আমাদের মত পাবলিকদের ফরমালিনমুক্ত বাঁশ দিয়ে আসছে। সারা দেশে যখন ইন্টারনেটেরর বিল কমানো নিয়ে আন্দোলণ শুরু হয়েছে সেখানে এই রক্ত চোষা কোম্পানী পাবলিকের সাথে হাস্যকর এক খেলায় মেতে উছছে। এতদিতন জানতাম আমাদের নেতারা আমাদের আবুল ভাবে কিন্তু ফোন কোম্পানী যে আমাদের আগে থেকেই আবুল ভাবে তার আর একটা প্রমাণ পাওয়া গেল গ্রামীণ ফোনের p1 প্যাকেজের মুল্য হ্রাসের ঘোষনা শুনে। কি বলব ভাষা নাই। যদি আমাকে টিটিতে মনখুলে ইচ্ছামত পোস্ট করার ক্ষমতা দেওয়া হত আর সেই পোস্ট পড়ে কেউ আমাকে গালি না দিত তবে চরম একটা পোস্ট করতাম। যাই হোক সময় এসেছে এই কোম্পানীকে এড়িয়ে চলার আমরা যার যার অবস্থানে থেকে গ্রামীন ফোন ব্যবহার বন্ধ করে দিব। আর বন্ধ না করলেও নেট ও টাকা লোড বন্ধ করে দেব। অলটারনেট হিসাবে সুবিধাজনক নম্বর ব্যবহার করা যেতে পারে।
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক
গত ৯ বছরে কয়েক দফায় ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। ২০০৪ সালে প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের মূল্য ছিল ৭২ হাজার টাকা, বর্তমানে কমে ৪ হাজার ৮০০ টাকায় হলেও এর কোনো প্রভাব পড়েনি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের উপর।