এমন অভিযোগ হামেশাই শোনা যায় যে একই নেটওয়ার্কের মধ্যে অবস্থিত ইউজারদের মধ্যে কেউ কেউ এত ডাউনলোড করেন যে অন্যদের পক্ষে সাধারনত ইন্টারনেট সার্ফিং করাই কঠিন হয়ে দাড়ায়। বিশেষত মেস ও ছোট অফিস যেখানে ইন্টিলিজেন্ট ডিভাইস নেই ট্রাফিক কন্ট্রোল করার জন্য সেখানে এই নিয়ে ঝামেলা বা মারামারিও দেখা যায়। আজ আমরা ঐসব পাবলিকদের টেক কেয়ার করব। নিচের রুলগুলা ফলো করেন...
১> ভালভাবে প্রবলেমটা বোঝানোর চেষ্টা করেন।
২> সাধারনত এইসব পাবলিক ভালকথায় শোনে না।
৩> না শুনলে চলেন ডলা দেওয়ার ব্যাবস্থা করি...
প্রথমেই নিচের লিঙ্ক থেকে "নেটকাট" নামক সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
http://www.arcai.com/download/netcut.exe
এবার নেটকাট আইকনের উপর রাইট ক্লিক করে পপ-আপ লিষ্ট থেকে "রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর" -এ ক্লিক করুন।
তাহলে নেটকাট অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ নিয়ে ওপেন হবে।
--------------------------------------------------------------------------------------------------
এর পর খুবই সোজা। নেটকাট উইন্ডোতে আপনি আপনার নেটওয়ার্কের সমস্ত কানেক্টেড হোস্টদের দেখতে পাবেন। যাকে ডলা দিতে মন চাবে তাকে সিলেক্ট করে "কাট অফ" -এ ক্লিক করুন।
বি.দ্র: নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন ছাড়া কাউরে ডলা দেওয়া উচিত নহে। ইহা একটি অপরাধ। কাউরে ডলা দিতে গিয়ে নিজে অ্যাডমিনের ডলা খেলে লেখক দায়ী নয়।
আমি stollen_fusion। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune.kaje asbe.