সবার প্রতি সালাম জানিয়ে শুর করলাম আজকের পোস্ট।
আমরা জানি যে এখন আমাদের দেশে Youtube সহ গুগলের অনেক সেবা বন্দ আছে । যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে ।আমরা যদিও পিসি দিয়ে Proxy ব্যাবহার করে এসব সুবিধা গ্রহণ করি কিন্তু সবাই চাই মোবাইল দিয়ে করতে। আবার Androied,Appal এর দিয়ে এগুলু সহজে করা যায়, কিন্তু আমাদের মত গরিব দেশে এসব কজনেই ব্যাবহার করে।বেশি ভাগি Symbian অপারেটিং ব্যাবহার করেন।তাই তাদের জন্য আমার এই পোস্ট।
প্রথমে এই লিংক থেকে SYM VPN সফটওয়্যার টা ইন্সটল করুন। লিঙ্ক না কাজ করলে ovi store থেকে নামিয়ে নেবেন।
এবার ইন্সটল করুন।তারপর আপনার মোবাইল টা পুনরাই বন্দ করে চালু করুন।
এবার sym vpn ওপেন করুন।
ত্রাইল use করুন Download Prepaild Lic.. ক্লিক করুন Yes ক্রুন,তারপর নেট সংযোগ করুন।(এখানে আপ্নাদের সমস্যা হতে পারে)
অপশন এ ক্লিক করে অ্যাকাউন্ট সিলেক্ট করুন।তারপর অপেরা দিয়ে http://www.freecanadavpn.com এ যান,ডান পাশে চার সংখ্যার Password দেখতে পাবেন এইটা কাগজে লিখে রাখুন।
Add New তে ক্লিক করুন এবার user name জায়গায় free বসান,আর Password জায়গায় Password টা দেন।
Done সিলেক্ট ক্রেন।এবার ব্যাক করেন।
Add New তে ক্লিক করেন।
*Name:Free Canada VPN
*Access Point:আপনি যে সিম USE করেন তার Access Point।
*Host:freecanadavpn.com
*Account:কিচ্ছুক্ষন আগে যে অ্যাকাউন্ট বানাইচ্ছিলেন।
Done সিলেক্ট করেন।
Verify সিলেক্ট করেন।
এবার যদি এ রকম আসে তাহলে সব টিক আসে।আশা করি খুব কম সংখ্যক পারবেন । সমস্যা নাই আমি আছি । আমার ওয়েবসাইট
আমি শুধু আজ একটা VPN Configration দিলাম,বাকি গুলো পরে দিব।
আমি ভাঙা তীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেশায় আমি এক জন ছাত্র। পড়ালেখার পাশাপাশি ইন্টারনেট ব্যাবহার করি।বেশি ভাগ সময় পড়াশুনায় ব্যস্ত থাকি।সময় পেলে তথ্য ও প্রযুক্তি নিয়ে ঝাপিইয়ে পড়ি।এর বেশি কিছু আর বলার নেই।
is it legal to use vpn services?