আপনার নোকিয়া symbian মোবাইলটিকে WiFi hotspot বানিয়ে ফেলুন আর শেয়ার করুন আপনার মোবাইল এর ইন্টারনেট সকল ওয়াইফাই ডিভাইস এর সঙ্গে। আপনার ল্যাপটপ সহ অন্যান্য ওয়াইফাই ডিভাইস ইন্টারনেট
কানেক্ট করুন যখন তখন যেখানে সেখানে।
প্রিমিয়াম ফিচারসমূহঃ-
আপনি আপনার স্পট এর নাম পরিবর্তন করতে পারবেন।
ip address পরিবর্তন করতে পারবেন।
encryption বদলাতে পারবেন।
802.11 channel পরিবর্তন করতে পারবেন।
প্রথমে ডাউনলোড করুন এখান থেকে।
এরপর ইন্সটল করুন আপনার মোবাইল এ। (ইন্সটল এর সময় যদি error certificate বা এরকম কিছু লেখা আসে তাহলে এটি ইন্সটল এর জন্য আপনার মোবাইল হ্যাক করতে হবে হ্যাক করতে এখানে(ক্লিক করুন।)
এর পর ওপেন করুন।
allow sharing your internet connection with external devices লেখা আসবে yes করুন।
এরপর যদি access point চায় তাহলে আপনার access point সিলেক্ট করুন।
এরপর কিছু সময় অপেক্ষা করুন।
হয়ে গেল আপনার WiFi hotspot তৈরি।
এবার আপনার ল্যাপটপ দিয়ে ওয়াইফাই সার্চ দিন আর কানেক্ট করুন আপনার ল্যাপটপ।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ভাল লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু।
আমি shantu559। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
android e search dia khuje pai na…but laptop e paice