জনাব মাহমুদ হাসান সজীব একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। কোম্পানী তার নতুন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ওয়াইফাই নেটওয়ার্ক করতে চাচ্ছে। কোম্পানীর এমডি চাচ্ছেন কোন রকম স্ট্রাকচারড ক্যাবলিং ছাড়াই ওয়্যারলেস ডেপ্লয়মেন্ট। কোম্পানীতে ফিক্সড পিসি ইউজার ২৫ জন যারা ছয়টি ভিন্ন কক্ষে বসেন। প্রত্যেক ম্যানেজার একটি করে স্মার্ট ফোন ব্যবহার করেন। পুরো কোম্পানীকে ওয়্যারলেস সুবিধা দিতে চাইলে চারটি ওয়্যারলেস রাউটারের প্রয়োজন।
তারবিহীন ভাবে এই চারটি রাউটার পরস্পরের সাথে যুক্ত করা মহা ঝামেলার ব্যাপার, অন্তত সজীব সাহেব তা-ই বিশ্বাস করেন। সজীব সাহেবকে আশ্বস্ত করার প্রয়াসেই আমাদের আজকের টিউন ” সেটআপ ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম।
এই নেটওয়ার্কিংটির জন্য আমরা চারটি সিনেট WNHR5300 রাউটার ব্যবহার করব।
➡ ধাপ : ১ :- প্রত্যেক WNHR 5300 এর MAC ঠিকানা খুজে বের করুন। রাউটার এর MAC ঠিকানাটি রাউটারটির নিচে খুজে পাবেন।
➡ ধাপ: ২:- রাউটার মুড ব্যবহার করে একটি ৫৩০০ রাউটাকে সেট আপ করুন। বিস্তারিত জানতে: https://www.techtunes.io/networking/tune-id/163268
নোট: পরবর্তিতে এই রাউটারটি তে আই এস পি থেকে পাওয়া WAN কানেকশনটি প্রবেশ করাতে হবে এবং এটি অন্য রাউটারকে বেতার এর মাধ্যমে ব্যান্ডউইথ প্রদান করবে।
➡ ধাপ : ৩:- বাকি তিনটি ৫৩০০ রাউটার কে Accesspoint হিসাবে Bridge মুড এ সেট আপ করুন।
➡ ধাপ ৪:- যে রাউটার গুলোকে Bridge মুড এ সেট আপ করেছেন তার সব গুলোতে WDS Enable করুন।
WEBGUI> wireless setting> basic> choose “AP+WDS” আপনি ৫৩০০ জন্য SSID ও এখানে সেট আপ করবেন। এরপর Appl বাটন এ ক্লিক করুন। তারপর Reboot later এ ক্লিক করুন।
➡ ধাপ ৫:- কাছাকাছি রাউটারটির ম্যাক, Encryption টাইপ এবং key address প্রবেশ করান। ক্লিক Apply-Reboot later...
➡ ধাপ ৬:- ওয়াই ফাই ডিভাইস সমূহের (কম্পিউটার/স্মাট ফোন) এর জন্য ওয়াই ফাই Encryption সেট আপ করুন।
➡ ধাপ ৭:- যে রাউটার গুলোকে Bridge মুড এ সেট আপ করেছেন তার সব কটিতে LAN address সেট আপ করতে হবে। যেমন: 192.108.1.2,192.108.1.3,192.108.1.4. প্রথম রাউটার ব্যতীত বাকী সব রাউটার এ DHCP disable করুন।
➡ ধাপ ৮:- সেট আপ ঠিক আছে কি না পরিক্ষা করতে, কম্পিউটার এর সাথে রাউটারটি সংযোগ করুন। তারপর Run এ ক্লিক করুন এবং 192.168.1.2 কে ping করুন।
একইভাবে সব কয়টি রাউটারকে ping এবং রিপ্লাই চেক করুন।
লিখেছেন:
মোহাম্মাদ মিরসাদ হোসেন
ম্যানেজার, প্রোডাক্ট (মাইক্রোসফট এন্ড নেটওয়ার্কিং)
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড
ইমেইল: [email protected]
আমি স্মার্ট টেকনোলজিস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ! ভাইয়া একটা তথ্য জানতে চাই। একটা ওয়াই – ফাই DONGLE এর দাম কত পড়বে? সিলেটে কোথায় পাব?