খুব সহজেই সেটআপ করুন ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম

জনাব মাহমুদ হাসান সজীব একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। কোম্পানী তার নতুন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ওয়াইফাই নেটওয়ার্ক করতে চাচ্ছে। কোম্পানীর এমডি চাচ্ছেন কোন রকম স্ট্রাকচারড ক্যাবলিং ছাড়াই ওয়্যারলেস ডেপ্লয়মেন্ট। কোম্পানীতে ফিক্সড পিসি ইউজার ২৫ জন যারা ছয়টি ভিন্ন কক্ষে বসেন। প্রত্যেক ম্যানেজার একটি করে স্মার্ট ফোন ব্যবহার করেন। পুরো কোম্পানীকে ওয়্যারলেস সুবিধা দিতে চাইলে চারটি ওয়্যারলেস রাউটারের প্রয়োজন।

তারবিহীন ভাবে এই চারটি রাউটার পরস্পরের সাথে যুক্ত করা মহা ঝামেলার ব্যাপার, অন্তত সজীব সাহেব তা-ই বিশ্বাস করেন। সজীব সাহেবকে আশ্বস্ত করার প্রয়াসেই আমাদের আজকের টিউন ” সেটআপ ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম।

এই নেটওয়ার্কিংটির জন্য আমরা চারটি সিনেট WNHR5300  রাউটার ব্যবহার করব।

➡ ধাপ : ১ :- প্রত্যেক WNHR 5300 এর MAC ঠিকানা খুজে বের করুন। রাউটার এর MAC ঠিকানাটি রাউটারটির নিচে খুজে পাবেন।

➡ ধাপ: ২:- রাউটার মুড ব্যবহার করে একটি ৫৩০০ রাউটাকে সেট আপ করুন। বিস্তারিত জানতে: https://www.techtunes.io/networking/tune-id/163268

নোট: পরবর্তিতে এই রাউটারটি তে আই এস পি থেকে পাওয়া WAN কানেকশনটি প্রবেশ করাতে হবে এবং এটি অন্য রাউটারকে বেতার এর মাধ্যমে ব্যান্ডউইথ প্রদান করবে।

➡ ধাপ : ৩:- বাকি তিনটি ৫৩০০ রাউটার কে Accesspoint হিসাবে Bridge মুড এ সেট আপ করুন।

➡ ধাপ ৪:- যে রাউটার গুলোকে  Bridge মুড এ সেট আপ করেছেন তার সব গুলোতে WDS Enable করুন।
WEBGUI> wireless setting> basic> choose “AP+WDS”  আপনি ৫৩০০ জন্য SSID ও এখানে সেট আপ করবেন। এরপর Appl বাটন এ ক্লিক করুন। তারপর Reboot later এ ক্লিক করুন।

➡ ধাপ ৫:- কাছাকাছি রাউটারটির ম্যাক,  Encryption টাইপ এবং key address প্রবেশ করান। ক্লিক Apply-Reboot later...

➡ ধাপ ৬:- ওয়াই ফাই ডিভাইস সমূহের (কম্পিউটার/স্মাট ফোন) এর জন্য ওয়াই ফাই Encryption সেট আপ করুন।

➡ ধাপ ৭:- যে রাউটার গুলোকে Bridge মুড এ সেট আপ করেছেন তার সব কটিতে  LAN address সেট আপ করতে হবে। যেমন: 192.108.1.2,192.108.1.3,192.108.1.4. প্রথম রাউটার ব্যতীত বাকী সব রাউটার এ DHCP disable করুন।

➡ ধাপ ৮:- সেট আপ ঠিক আছে কি না পরিক্ষা করতে, কম্পিউটার এর সাথে রাউটারটি সংযোগ করুন। তারপর Run এ ক্লিক করুন এবং 192.168.1.2 কে ping করুন।

একইভাবে সব কয়টি রাউটারকে ping এবং রিপ্লাই চেক করুন।

লিখেছেন:
মোহাম্মাদ মিরসাদ হোসেন
ম্যানেজার, প্রোডাক্ট (মাইক্রোসফট এন্ড নেটওয়ার্কিং)
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড
ইমেইল: [email protected]

Level 0

আমি স্মার্ট টেকনোলজিস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ! ভাইয়া একটা তথ্য জানতে চাই। একটা ওয়াই – ফাই DONGLE এর দাম কত পড়বে? সিলেটে কোথায় পাব?

Level 0

ভাই আমি wifi modem kinchi banglalion er.এখন এটার range কি আমি control করতে পারব।আর কে কে সেটা use করতেসে তা কি দেকতে পারব

@Tammoy, কে কে আমার ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করছে, তা দেখার জন্য আমি Whos On My WiFi নামক সফটওয়্যার পিসিতে ব্যবহার করি।

Level 0

@ BotMaster, Price of Wi-Fi dongle depends on so many things like throughput rate, antenna, Chip used in it etc. However, generally a 150/300 Mbps WiFi dongle would worth BDT 1400~2500. In order to get it in Sylhet You can communicate with Mr. Shupon from Unique Computer (Karimullah Market).

Level 0

@ Tammoy, Thanks Bro.

Well, You can control the bandwidth only if you have QoS with bandwidth control feature integrated with BL Model.

You can watch guests by using many third party SW.

ভাই, আমি Netgear এর রাউটার দিয়ে অনেক ভাবে চেষ্টা করেছি, কিন্তু কন লাভ হয় নি সব ডিভাইস কানেকটেড হয় কিন্তু নেট ব্যবহার করা যায় না, আমি Chittagong Online Limited এর Shared IP ব্যবহার করি, তাদেরকে কল করলে তারা বলল Router টি তে Shared IP support নেই, আমাকে একটি Dedicated IP নিতে হবে কিংবা CISCO er Linksys Model এর Router নিতে হবে, এখন কি করব ভাই দয়া করে সাহায্য করুন Pleaseeeee @স্মার্ট টেকনোলজিস

Level 0

@ Hamde Noyon, Thanks for your comment.

can you please check if your router supports WDS? If not, you have to change the devise in order to get the WDS facility.

Thanks a lot , i m going to check this bro

Vai WDS support nei, thakle ki ami shared IP dia net distribute korte parbo?

ভাই আমি একটি ছোট খাটো LISP Company এর মালিক, আমি আমার এলাকা (like 0.50 Killometer) জায়গা নিয়ে ওয়াইফাই নেটওয়ার্ক এর মাধ্যমে আমার ইউজারদেরকে ইন্টারনেট কানেকশান দিতে চাই, এটা কি পারা যাবে? পারা গেলে কি করতে হবে জানাবেন Please

vai WDS support thakle kivabe setup korbo?

ভাই, আমি মাইক্রোনেট 150mbps wireless lan broadband router কিনেছি। এতে একটি ইন্টারনেট কানেক ঢুকে
এবং চারটি ল্যান নেটওয়ার্ক থাকে। আমি সবকিছু ঠিকঠাকমতো সেটিংস করেছি। কিন্তু আমার ইন্টারনেট কানেকশনটি শেয়ারিং করা যায়না। ল্যান কানেকশন ঠিক থাকে। কিভাবে এর সমাধান করবো?