এক পিসির ইন্টারনেট যেভাবে অন্য পিসিতে ব্যাবহার করবেন

প্রথমে আমি আপনাদের কিছু প্রয়োজনিয় জিনিসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।

১. ল্যান কেবল

২. ল্যান পোর্ট

৩. ল্যন কেবল CPU তে কানেক্ট করা হচ্ছে

৪. ল্যন কেবল LAPTOP এ কানেক্ট করা হচ্ছে

....................................................................................................................................................................

কন্ডিশন ১

যদি আপনার কম্পিউটার ২ টা হয় তাহলে আপনাকে শুধুমাত্র একটি ল্যান কেবল সংগ্রহ করতে হবে।

কন্ডিশন ২

আর যদি কম্পিউটার ২ টার বেশি হয় তাহলে আপনার একটি সুইচ লাগবে।

......................................................................................................................................................................

আজকে আমি কন্ডিশন ১ এর জন্য কিভাবে কনফিগার করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি।

কম্পিউটার নং ১ এর জন্য

স্টেপ ১

প্রথমে স্টার্ট মানু থেকে কন্টোল প্যানেল ক্লিক করতে হবে (নিচের ছবির মত করে করার চেষ্টা করেন)

স্টেপ ২

স্টেপ ৩

স্টেপ ৪

স্টেপ ৫

স্টেপ ৬

স্টেপ ৭

স্টেপ ৮

স্টেপ ৯

স্টেপ ১০

স্টেপ ১১

স্টেপ ১২

স্টেপ ১৩

স্টেপ ১৪

...................................................................................................................................................................

কম্পিউটার নং ২ এর জন্য

স্টেপ ১

স্টেপ ২

স্টেপ ৩

স্টেপ ৪

এখন কম্পিউটার ১ এবং কম্পিউটার ২ এ ইন্টারনেট ব্রাউজ করে দেখেন

এর পরও যদি কনো সমস্যা হয় তাহলে আমি তো আছি

আর কন্ডিশন ২ এর জন্য কিভাবে কনফিগার করতে হবে তা পরের টিউন  এ বিস্তারিত আলোচনা করব।

Level 0

আমি আজব লোক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 162 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম হয়েছে বস। দরকারি জিনিস, প্রিয়তে রাখলাম।

    @সোহাগ:
    ধন্যবাদ

      Level 0

      @আজব লোক:
      আপনার পোষ্ট পড়ে আমি অনেক উপকৃত হয়েছি। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার িএকটি প্রশ্ন তা হলো,যে , িআিইপি ছাড়া কি এই পদ্ধতিতে কাজ করা সম্বব?
      আমি একই পদ্ধতি ব্যবহার করতেছি, কিন্তু এটা সম্র্পকে আমার ভাল ধারণা নাই।

সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমার একটি প্রশ্ন আছেন। প্রশ্নটি হল> দরুন আমি একটি Desktop Computer এ Wi Fi এর Connection নিয়েছি। আমার আরও একটি Laptop আছে। আমি যদি আপনার পোষ্টের নিয়ম Fllow করি, তাহলে কি আমি ২টায় এক সাথে নেট ব্যবহার করতে পারব? আর যদি না হয় তা হলে আপনার যানা আছে কি, এমন কোন System যার মাধ্যমে আমি একটি Wi_Fi লাইন ২টা System এ ব্যবহার করতে পারি?

    @মোঃ আল মামুন:
    আমার Wi_Fi নাই তো এই জন্য Wi_Fi এর বিষয়ে আমার কোন অবিজ্ঞতা নাই। তারপরও আপনি করে দেখতে পারেন। হয়তোবা হয়ে যেতে পারে।

      @আজব লোক: আপনি virtual wifi use করতে পারেন, এর মাধ্যমে দুইটা এক সঙ্গে করতে পারেন, software পেতে গুগল এ search দেন পেয়ে যাবেন।

valo laglo

very nice khob valo hoise

Level 0

vai cable ar connection ta cross na roll seta to bollen na….

Level 0

onek dhonnobad.vai amr laptop e pasapasi 2 ta port ace. ekta chuto r akta boro.akon kun ta lan port bujtecina.please janale khusi hobo.

    @sajid85:
    আমি ঊপরে ল্যন পোর্ট এর একটা ছবি দিয়েছি, আশা করি আপনি ছবিটা দেখে কোনটা ল্যন পোর্ট তা সনাক্ত করতে পারবেন

Level 0

Bhai, jinisti khojtechilam……………… Thank uuuuu

অনেক দিন থেকে খুজছিলাম …

অনেক ধন্যবাদ আপনাকে ..

ফাইল শেয়ারিং এর বিস্তারিত জানতে চাই ,। ধন্যবাদ । প্লাস ।

    @বাতিল প্রতিভা:
    ফাইল শেয়ার, লোকাল সার্ভার, রিমোর্ট ডেস্কটপ আরও অনেক কিছু নিয়ে পরবর্তীতে আলোচনা করব

এই না হলে টিউন? আপনাকেই তো আমাদের দরকার।অনেকে নতুন এসে আগা মাথা ছাড়া টিউন করে।কিছু বললে উলটা ঝারি দেয়।

আপনার এই অসাধারন টিউনের জন্য ধন্যবাদ।

তবে একটা কথা।আপনি ছবি তে ব্যাখ্যা দেন নি। আইপি এর ক্ষেত্রে কি করবো?আপনি যে আইপি বসালেন সেখানে আইপি কোথা থেকে আসলো?আর যদি Auto IP হয় তবে কি করবো?আমার টা ডায়াল-আপ ব্রডব্যান্ড।আইপি নেই।Auto Ip চেঞ্জ হয়।

    @মুকুট:
    আসলে আমি বাংলা লিখতে পারি না, যার কারনে পুরাপুরি ব্যাখ্যা করতে পারিনি।
    আমি যে আইপি ইউস করেছি এগুলু প্রাইভেট আইপি
    যেমনঃ
    c class ip: ১৯২.১৬৮.১০.৫০
    b class ip: ১৭২.১৬.২০২.১২
    a class ip: ১০.২৫৪.৪০.২০

    আর Auto IP হলেও কনো সমস্যা নাই। কারন আপনি তো আপনার ব্রডব্যান্ড এর আইপি চেঞ্জ করছেন না।
    আপনি প্রয়োজনে আমার টিউনটি একটু ভাল করে খেয়াল করেন তাহলে সব বুজতে পারবেন।

Bahi Thanks for your Nice post.
apne akhane dekhiasen dial up connection share koro but ami jodi broad band connection share
korte chai pc to laptop then ki vabe?

হু্মম!!!

আসল টিউনার… ফাটা ফাটি টিউন হয়েছে।

দারুন
ব্রডবেন্ড নেট কি ভাবে শেয়ার করব XP তে
পরের টিউনে জানান PLZ

Level 2

goood

ভাই, আপনি বোধ হয় বাংলালিংক মডেমের মাধ্যমে ব্যাপারটা বুঝিয়েছেন…
আমি ব্রডব্যান্ডে কি এই ব্যাপারটা করতে পারবো?

    @C/O D!pu…:
    পারবেন
    তবে আপনাকে আলাদা আরও একটি ল্যান কার্ড সংগ্রহ করতে হবে
    পরের টিউন এ আলচনা হবে

Level 0

Good! Go Ahead

ভাই আমার ১টা ডেক্সটপ আর ১টা ল্যাপটপ। ব্রডব্যান্ড ইউজ করি। এক্ষেত্রে ব্লুটুথের মাধ্যমে কি ইন্টারনেট শেয়ার করা সম্ভব?

Level 0

vai…ai khetre to 2 ta pc e open thakte hobe tai na? akta off rekhe ar akta ki kora jabe?

Level 2

Very nice tune.
Bhai, amr PC te broadband connection. ami ki PC theke ammar mobile share korar kono way ase? thakle janaben plz.

আমি কিওবি ব্যবহার করি। ওইটা দিয়ে ও কি ল্যাপটপ ও ডেক্সটপ এক সাথে ব্যবহার করা যাবে? যদি করি নেট স্প্রিড অর্ধেক হইয়া যাইবে ???

vhai need for speed games ta kibhabe lan dia khelbo aktu janaben plzzzzz

Level 0

Ohhhh Darun hoisa

Kaj ta amar Holo na…………
But amar needed

Kaj ta amar Holo na win 7 a but xp te hoi…………
But amar needed

Post ta amar onek kaje lageche..Thank u..

আচ্ছা একটা পিসি তে লিনাক্স আছে(উবুন্টু/রেড হ্যাট) সেটা তে নেট চলে সেটা থেকে আমি একটা উইনডোস পিসি তে কি করে নেট শেয়ার করব?

Level 0

valo vai usb modem sharing fine tunes’

Vai, ami ki Banglalion WiMax er connection ki PC2PC LAN diye share korte parbo & Kivabe janale khub Upokrito hotam.

ভাই, মেইন কম্পিউটার বা মডেম লাগানো কম্পিউটার Windows 7 হলে পারছি……… কিন্তু মেইন কম্পিউটার Windows XP হলে Connect করাতে পারছি না….. আপনি একটু হেল্প করেন Please. আমি ডেক্সটপ এ XP Use করি। আমার নেটবুক এ Windows 7 Use করি। আমার Qubee Modem টা ডেক্সটপ এ লাগানো থাকে………

Level 0

bro, tnx

Level 2

Ami 2006 a first Broadband line a internet sharing kore use koresilam. tokhon sunesilam RUET er selera modem dia internet sharing ta use korse & seta khub tough. amar modem silo na r ektu voy o paisilam tough sune. apnar tune ta dekhe seta mone porlo. Apni onek sundor kore tune ti koresen. Apnake onek donnobad dila, soja priote & mononito korar jonno vote.

Level 0

সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এমন কিছু খোঁজছিলাম……….ধন্যবাদ…………