সবাইকে সালাম,
facebook এই টপিকস টা নিয়ে কোন পোষ্ট পেলাম না, তাই ভাবলাম অনেকের কাজে লাগতে পারে
যাই হোক ফেসবুকের কল্যানে আমাদের অনেকেরই একটা দুইটা ফ্যানপেইজ এর মালিক, মানে এত বড় সোশাল নেটোয়ার্কের ভেতর আমাদের নিজেরও একটা কমিউনিটি আছে
সাধারনত ফ্যানপেজ এ মালিক দের প্রফাইল দেখায় না বা লুকিয়ে রাখার হয়, কারো ফ্যান পেজ এ ১০০ লাইকে কারো বা ১০০০০ লাইক, বা আরো বেশি... আর আপনি হয়ত আপনাদের ফ্যানদের জন্যে অনেক সাহায্য করে থাকেন বিভিন্ন তথ্য শেয়ার করে...
কিন্তু শুধু লুকিয়ে ফ্যানদের জন্যে আর কত দিন করে যাবেন এবার আপনার পরিচয় দিন আপনার ফ্যানদের কাছে, আপনিও হয়ে উঠুন একজন প্রিয় সোশাল নেটোয়ার্কার হিসেবে!
এবার আমি দেখাব কিভাবে আপনার প্রফাইলে এবং ফ্যান পেজ এই ইনফো ট্যাব এ আপনার প্রফাইল লিঙ্ক যুক্ত করে দেবেন
১। প্রথম ফেসবুকে লগিন করে আপনার ফ্যান পেজ এর লিঙ্কে যান উপরে Edit page > update info তে ক্লিক করে এডিট করুন
২। এরপর বামে Featured লিঙ্কে ক্লিক করুন এবং Add featured page Owners বাটন ক্লিক করুন
৩। নিচের মত উইন্ডো পাবেন এবং একের অধিক মালিক থাকলে লিস্ট পাবেন যার প্রফাইলে ফ্যান পেজ টি দেখাতে চান তার পাশে মার্ক চিহ্ন দিন এবং সেভ করুন
এরপর নিচের মত দেখতে পাবেন কে কে মালিক হিসেবে দেখাচ্ছে
এবং আপনার প্রফাইল ইনফো লিঙ্কটি ভিসিট করুন আপনার প্রফাইলে আপনার ফ্যান পেজ এর লিঙ্ক পাবেন এবং আকই সাথে ফ্যান পেজ এও আপনার প্রফাইল লিঙ্ক দেখাবে
এই পোষ্টটি পুর্বে answersbd.com প্রশ্নের উত্তর হিসেবে দেওয়া হয়েছে...
ধন্যবাদ
আমি answersbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
AnswersBD- ask question and get answers for Bangladesh
অজানা ছিল, আজ জানলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।