আসালামুয়ালাইকুম।
এটি আময়ার প্রথম টিউন আশা করি আপনাদের কাছে ভালও লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
অনেক সময় দেখা যায় যে দুটি কম্পিউটার এর মাঝে LAN(Local Area connection)activate হয় না। এ দুটি কম্পিউটার এর মাঝে LAN activate করতে আপনাকে যা কর তে হবে তে হল প্রথমে আপনার কম্পিউটার এর star>Connect To>show all connections তার পর Network connections নামে একটি Window open হবে।
সেখান থেকে Local Area connection অপশনটিতে Right বাটন এ click করে properties অপশনটিতে
যান।সেখানেদুটি tab থাকবে আপনি General tab টিতে click করুন।
সেখান অনেক গুলো অপশন থেকে Internet protocol(TCP/IP) selcet করুন দেখেনেবেন এর পাসে ঠিক চিনহ আসে নাকি। না থাকলে দিন।তার পর এর properties এ যান।সেখানে use the following IP address selcet করুন নিচে তিনটি Box থাকবে তার ম্যদ্ধ প্রথমটি মানে ip address এ দিন 192.168.3.1 (যদি দুটি কম্পিউটার এর ম্যদ্ধ আপনার টার ip address আগে দেওয়া হয়) এটি দিলে দ্বিতীয় Box টিতে অটোমেটিক একটি কোড এসে পড়বে কোড টি হল 255.255.255.0 তিনাম্বের Box টি দেওয়া লাগবেনা।
এখন ok করে বাহির হয়ে যান।আপনার কম্পিউটার থেকে কাজ শেষ। এখন অপর কম্পিউটার একই ভাবে করুন শুধু ip address এর যায়গায় 192.168.3.2 দিন টার পর ok করে বাহির হয়ে যান।
টেস্ট এর জ্যন একটি ফাইল এর Right বাটন click করে sharing tab এ click করুন। এ tab থেকে shar this folder on the network এবং Allow network users to change my files এ দুটির পাশে ঠিক দিন তার পর ok করে বাহির হয়ে যান।অন্য কম্পিউটারে যদি ফাইল টি পায় তা হলে মনে করবেন LAN active.আশা করি আপনাদের এই টিউনটি করে উপকার করতে পারব।
আমি Atik Rahamn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই , ফাইল তো সেয়ার করলাম …..কিন্তু নেট সেয়ার করবো কীভাবে ????