নেটওয়ার্ক এর সকল PC কে একটা PC তে বসে কন্ট্রোল করুন

Level 2
Senior Executive, Premier Cement Mills PLC, Dhaka

নেটওয়ার্ক এর সব PC কে একটা PC তে বসে কন্ট্রোল করার জন্য মাত্র 563 kb একটা সফটওয়্যারই যথেষ্ট ।নিছে সফটওয়্যার টির ডাউনলোড লিংক আছে ওখান থেকে  ডাউনলোড করে সেটআপ করে দিন আপার নেটওয়ার্ক এ যতগুলো পিসি আছে সকল পিসিতে,মনে রাখবেন সেটআপ করার পর ওখানে VNC Server নামে একটা Window ওপেন হবে ,

সেখানে Accept socket connectioon: এবং Password:

থাকবে password এর ঘড়ে আপনার ইচ্ছামত একতা password দিন ,apply, ok করুন।
এবার আপনার পিসি তে ও সেটআপ দিন একই সিস্টেম এ। সেটআপ দেওয়ার পর all program থেকে RealVNC তে যান Run VNC Viewer open করেন. খালি ঘরে যে পিসি কানেক্ট করবেব তার ip address দিন ok করেন তারপর session password চাইবে , ভঁয়ের কোন কারন নাই সফটওয়্যার সেটআপ দেওয়ার সময় যে password দিছেলেন সেটা দিন Enter koren , Enter korle-e magic ওই কম্পিউটার এর ডেক্সটপ চলে আসবে আপনার কম্পিউটার এ ।

দুঃখিত স্ক্রীন সর্ট দিতে পারলাম না।

ভুল হলে খমা করবেন ,এটা আমার প্রথম পোস্ট। ভাল থাকবেন সবাই।

ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/download.php?2nb1m0etrsafmsg

Level 2

আমি jmhasan। Senior Executive, Premier Cement Mills PLC, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। দেখি চেষ্টা করে

সুন্দর হয়েছে। তবে কথা হল কম্পিউটারের আইপি এড্রেস পাবো কোথায়? কিভাবে? একটু খুলে বলুন।

ধন্যবাদ শেয়ার করার জন্য। তবে সফটওয়্যার ছাড়া অন্য পিসিতে কনেকশন করার কোন উপায় আছে কি রিমোট ডেক্সটপ ছাড়া ।

    Level 2

    মামুন ভাই সফটওয়্যার আর রিমোট ডেক্সটপ ছারা আর কোন উপায় আছে কিনা আমার জানা নাই , থাকতে ও পারে । দুঃখিত ভাই

Level 0

ভালো লাগলো

    Level 2

    ধন্যবাদ 🙂

i will try

kaj hoi na

    Level 2

    এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই LAN করতে হবে

Thank you? ভালো লাগো। কিন্তু একাধিক Computer কিভাবে add করবো। Jodi Bolen Please……………….

    Level 2

    একাদিক কম্পিউটার add করার জন্য আপনাকে কোন সুইচ এর সাহায্যে LAN network তৈরি করতে হবে।

Level 2

কাছেম ভাই, এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই LAN করতে হবে এবং কম্পিউটারের আইপি এড্রেস পাওয়ার জন্য আপনাকে ঐ কম্পিউটার এর কাছে জেতে হবে।

hello ভাইয়া একাধিক Computer কিভাবে add করবো যদি বলেন। আমি একটি Computer IP Address িয়ে add করেছি কিন্তু আমার office অনেক Computer আছে সেগুলো কিভাবে add করবো। Please যদি বলেন।

    Level 2

    আপনি আপার অফিস এর সকল কম্পিউটার এর IP এড্রেস এর একটা লিস্ট তৈরি করেন , তারপর যখন যেটা দরকার হবে VNC Viewer গিয়া IP এড্রেস দিয়া ডেক্সটপ connect করে নিবেব।

আমি IP Address জানি কিন্তু কিভাবে add করবো।

    Level 2

    IP Address add করার দরকার নাইতো।

কাজ হয় নাই………………… আমার ৪টা পিসি নেটওয়াকিং করা কিন্তু হয় নাই……………

Level 2

amar 30 ta pc chorom kaj kortese. Thanks dear ei ta share korar jonno.

ভাইয়া যদি আপনার মোবাইল নাম্বার টা দেন টাহলে খুশি হব।

Level 0

ভাই প্রক্রিয়াটা জানালে ভালো হতো।
আমি নিজে নিজে কাজটা করতে পারছি না। আমাকে চাইলে সাহায্য করতে পারেন
আমার ইমেইল নাম্বার দিলাম: [email protected]

    Level 2

    ভাই আপনার জন্য আমার আর একটা পোস্ট আছে , ওখানে স্ক্রীন সর্ট দেওয়া আছে আশা করি দেখলে বুজতে পারবেন।
    Please flow this link: http://bdrong.com/jmhasan5/tips-and-tricks/4114

আমরা টোটাল 1900+ compurer কন্ট্রোল করি VNC দিয়ে ।
http://www.mediafire.com/?65jpn14wl0ge6k1 এই লিংকে অরজিনাল পেইড সফ্টওয়ার পাবেন ।

    Level 2

    আমি ভাই ৫০+ কন্ট্রোল করি লিংক টা দেওয়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ

কেউ কি আছেন আমাকে একটু Help করবেন। আমি একটি Computer add করেছি but আমার office আরো ২১টি Computer আছে। সেগুলো আমি কি ভাবে add করবো। Please Help করুন।

    Level 2

    ভাই আপনাকে যে ফোন নাম্বার টা দিলাম সমস্যা হলে জানাবেন

Level 2

জানতে চাই @: vijan Ent version ta share korar jonno apnake ki bole donnobad dibo bujte parsi nako.

Md. Jahirul Islam @: sobgula pc te install korte hobe. install korar somoy windows defender er alert message ashte pare tokhon allow kore diben. R sobgula pc te VNC te password diben. ami password same rakhsi. password deoar option jodi na chai tahole programm files …>Real VNC—>Run VNC Server ta open korben. korle niche dan pashe VNC icon a right click kore propertise a click korben R password diben ashakori kaj hoe jabe.

jmhasan@: Apnake abaro donnobad ei tune ta korar jonno.

Level 2

farhadjoy@: আপনাকে ও ধন্যবাদ, ভাল থাকবেন আর আমার জন্য দয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর পোস্ট করতে পারি।

ভাই ইন্সটল হয়না “I/O error 123” এই লেখা আসে কি করবো। একটু পরামর্শ দিলে উপকৃত হব।

Level 2

Its a good software. You may use remote desktop which is windows default programme.

great. চরম একখান পোস্ট। অনেক ধন্যবাদ লেখককে।
আমার নেটওয়ার্কে সবগুলা কাজ করছে

আপনারা এভাবে প্রত্যেকটা পিসির ip পেতে পারেন: go Start-Run-Wright CMD CMD window আসার পর লিখুন ipcofig তারপর enter চাপুন দেখবেন ip address টি পেয়ে গেছেন, উপকৃত হলে comments করবেন.

আসাম হয়েছে। আশা করি সামনেও আমাদের এরকম সুন্দর সুন্দর টিউন উপহার দিবেন।

Level 2

চেষ্টাকরব

Level 0

Vi Ami to Ei http://www.mediafire.com/?65jpn14wl0ge6k1 Link Thake Setup Dilam Kinto kono Pass to Chai nai.But Setup nilo. R 1 ta pc ta setup dilam oi ta nilo.But ami jokhon connect dite chaitace thokhon pass Chaitace. Kinto Ami to kono pass Dei nai ….
please healp me…………………..

আমর দুইটা মডেম আছে । কেউ যদি দুইটা মডেম একসাথে এক পিসি তে
ব্যাবহার করার ট্রিক্রস টা দিতেন খুবই উপকৃত হইতাম ।[email protected] এইটা আমার mail address