নেটওয়ার্কের জন্য জটিল থেকে জটিলতর একটি সফটওয়ার হল Netcut

এই টিউনটি বিশেষ করে আমার মত বিনা পয়সায় ইন্টারনেট ব্যবহার করা পন্ডিতদের জন্য। দয়া করে কিছু মনে করবেন না, আমি এরকমই সবসময় মজা করি।

যাহোক কাজের কথায় আসা যাক। আমাদের মধ্যে অনেকেই নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেট ব্যবহার করি। যেমন আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর আমি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যবে সারাদিন ইন্টারনেট ব্যবহার করি।

Netcut এর মাধ্যমে আপনার নেটওয়ার্কের মধ্যে থাকা কম্পিউটার এর ইন্টারনেট Disconnect করতে পারবেন।ধরেন  আপনি  ল্যবে বসে স্যারের চোখ ফাকি দিয়ে ডাউনলোড দিলেন আর আপনার University তে  4 MBPS connection। তাহলে ডাউনলোড স্পিড পাবেন ৫০০ বা ৫১০ এর মত। কিন্তু দেখলেন আপনার মত আরো পন্ডিতগন ডাউনলোড দিয়েছেন যার কারনে আপনি স্পিড পাচ্ছেন ২০ থেকে ৩০। ঠিক এই সময়ে আপনার অসময়ের বন্ধু হয়ে কাজে আসবে Netcut। চলুন  দেখি এটা কিভাবে কাজ করে:

১.   এখান থেকে Netcut এর Latest Version ডাউনলোড করে ইনস্টল করুন।

২. তারপর Choice Netcard থেকে আপনার Network Card টি সিলেক্ট করে দিন।

৩.  নিচের চবির মত আইপি আর কম্পিউটার এর লিস্ট আসবে।

৪.  এবার আপনার কম্পিউটারটা বাদ দিয়ে বাকী গুলো সিলেক্ট করুন। আর Cutoff এ ক্লিক করুন।

ব্যস! কেল্লা ফতে। সব bandwidth এখন আপনার কম্পিউটারে। এখন দেখেন ডাউনলোড স্পিড পুরাটাই আপনার। আমার ভার্সিটিতে ৪ এমবি কানেকশন আর এটা করে আমি ৫০০ কেবির মত  ডাউনলোড স্পিড পাই।

আপনি চাইলে নির্দিষ্ট কোন কম্পিউটারের কানেকশন বন্ধ করতে পা্রন। তার জন্য শুধু যেগুলোর কানেকশন বন্ধ করতে চান ওইগুলা সিলেক্ট করে Cutoff  করুন।

তাই এখন খেকে Enjoy করুন Happy ফাও Downloading With Full Speed.........

ভাষাগত ভূল হলে ক্ষমা করবেন।

Level 0

আমি Shohel746435। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমাকে যদি কেউ cutoff করে দেয় তাহলে কি আমি দেখতে পাব বা পাইলেও তখন connect করার জন্য কি করব।

Latest Version 2.1.4 ব্যবহার করলে আপনাকে কেউ Cutoff করতে পারবে না। কারন এর সাথে Netcut Defender দেওয়া আছে। So No Problem…….

Boss client pc er net speed fixed korar motho kono software apnar collection a ase ?thakle plz link ta diben.

    আপনি NetLimiter সফটওয়্যার ব্যবহার করতে পারেন। NetLimiter এর ফ্রি ভার্শন ডাউনলোড করতে এখানে যান http://www.netlimiter.com/download.php

    আপনার জন্য কিভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে তার জন্য একটা পোস্ট দেবো।

Aibar pura versity ta amar………ha ha ha……………

আমি যে আইপিগুলোকে cut করে দিব, সেগুলোকে আবার কানেক্ট করব কিভাবে ?

    যেটা আইপি Reconnect করতে চান ওইটা সিলেক্ট করে Resume এ ক্লিক করলেই হবে।Resume বাটন Cutoff বাটনের ঠিক ডান পাশে আছে।

Resume এ ক্লিক করলে কাজ হয়না ভাই।

    ১০০% কাজ হবে। আমি নিজে ব্যবহার করতেছি। আপনি যে আইপি তে কানেকশন দিতে চান ওইটা সিলেক্ট করে Resume এ ক্লিক করেন। দেখবেন আইপিটার বাম পাশে Off লেখা থেকে On হয়ে যাবে।

      @Shohel746435: হচ্ছে না তো। আমি Resume করার পর Ping করলাম, কিন্তু কোন রিপ্লাই পাইনা। তাছাড়া IP Scanner দিয়ে Scan করলাম, ঐ আইপিগুলো কে পাওয়া যাচ্ছেনা।

          @Shohel746435: এটাই করেছিলাম বস, কিন্তু কাজ হয়নি। পরে কনফার্ম হওয়ার জন্য ping করলাম, কোন রিপ্লাই পাইনি। Request timed out দেখাচ্ছিল। আমি অনেকগুলো ডিসেবল করেছিলাম, কিন্তু সেখান থেকে আপ হয়েছিল মাত্র ১ টি (ip scanner দিয়েও একই রেজাল্ট পেলাম)

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য

vai ip address ar mac jene ki kono vabe lan er kono computer e probes kora jae ki…probes korte gele pass cae..jodi karo upae jana thake plz bolen

Network a ki ki protocol use hosse (like DAP, torrent etc.) janbo kivabe?

এটি ভিকটিম এর আইপি নিয়ে Unreal একটি আইপি তৈরি করে Packet গুলা ওইখানে Send করে। যার ফলে ভিকটিম কোন Packet রিসিভ করতে পারেনা। আর আর যেহেতু নতুন Unreal আইপির কোন ব্যবহার নাই তাই সব ব্যন্ডউইথ আপনার।

Level 0

ভাই ইন্টারনেট কতটুকু ইউজ করলাম এটা জানার কি কোন software আছে আপনার জানামতে…

    @Zahid: আপনি কি লিমিটেড ইউজেস এর কানেকশন ব্যবহার করেন? যদি করে থাকেন তাহলে http://bitmeter-2.lastdownload.com/download/bitmeter-2.exe এটা ব্যবহার করতে পারেন। এরকম আরও অনেক সফ্টওয়্যার আছে। পছন্দমত ব্যবহার করতে পারেন।

      Level 0

      @Shohel746435: ভাই আমি জিপি এর পি২ ইউজ করি কিন্তু এদের তো আবার ৫জিবি পর্যন্ত লিমিটেড আর ইউজেস জানতে হলে কাস্টমার কেয়ার এ কল করতে হয় তাই আমার একটা সফটওয়্যার দরকার যেটার মাধ্যমে আমার ইউজেস সম্পর্কে জানতে পারবো…

vai ip address ar mac jene ki kono vabe lan er kono computer e probes kora jae ki…probes korte gele pass cae..jodi karo upae jana thake plz bolen

Level 0

ভাই ২০ কেবির লাইন যা তাই পাচ্ছি, ১ কেবি ও বেশী পাচ্ছি না।

    @shon: এটা ব্যন্ডউইথ হ্যাক করার Software না। আপনার Network এর মধ্যে বাকী সবাইকে Disconnect করে আপনি একাই Net ব্যবহার করতে পারবেন। তাতে সেটা ২০ কেবির Connection হোক আর 4 MBPS connection হোক পুরুটাই আপনি পাবেন।

Level 0

boss ata korar por to amr download speed aro kome gelo.. korar agee 90+ kore paitam R akhon 7 tahke 80 ta uta nama korsa…:(:(

    @T!ME BOY: Thik vabe korte paren nai…..Thik vabe hole 10000000% hobe. Ami alltime use kortesi. Ajkeo korlam university te. Apni apner ip ar default gateway er ip bad diye baki sob cut off kore deben…..Tahole hobe……..

Level 0

ভাই, এইটা আমি যদি Cyber Cafe তে উসে করি তাহলে কি কোন সমস্যা হবে?????
এবং Use কি করা জেতে পারে??

Level 2

অনেক ধইন্ন্যা |

Level 0

আমি কি অন্নের কম্পিউটারের স্পিড কমাতে পারব,আর পারলে কিভাবে ??

sob bua………….