নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই [পর্ব–১০] :: Router

নেটওয়ার্কিং শিখুন কম্পিউটার ছাড়াই

আজকের বিষয়: Router

Router কী?

সহজ কথায় Router হল আপনি যখন কোন ভিন্ন নেটওয়ার্ক অ্যাড করবেন একটি পিসি আর একটি পিসি এর সাথে তখন আপনার Router প্রয়োজন হবে।

ধরুন আপনি এ ক্লাস দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করছেন তার মধ্যে ১০ টি পিসি সংযুক্ত আছে। আর বি ক্লাস দিয়ে আপনি ১২ টি পিসি সংযুক্ত করেছেন এখন চাচ্ছেন আপনি ঐ ১০ টি পিসি এর সাথে যোগাযোগ করবেন তখন Router ছাড়া এটা সম্বভ না। আজকাল বাজারে অনেক দরনের Router

পাওয়া যায় কিছু নুমনা দেখুনঃ

বাম থেকে শুরু করে ২ ,৩ নাম্বার টা অনেক দামি Router । Router এর পিছনে অনেক গুলু পোর্ট থাকে এ গুলুর ব্যাবহার আস্তে আস্তে জানতে পারবেন ।

এখন আসল কথায় আসি ২ /৩/৪/৫ ...।। ভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে যোগাযোগ করতে চাইলে আপনার অবশ্যই Router লাগবে। একটা কথা মনে রাখবেন Router পিসি তে Connect  করে কনফিগারেশন করতে হয় ভুল কনফিগারেশন করলে Router এর bios নষ্ট হয়ে যায়। যা ঠিক করা অনেক খরচের  ব্যাপার।

Router এর পিছন দিক

আজ থাক ............... আগামীতে দেখবেন Router এর আরও কাজ।ভাল থাকুন আইটি জগত এর সাথে থাকুন

সৌজন্যে: http://www.softinfobd.com

packet tracer software  টি ডাউনলোড করে রাখুন। এখান থেকে

Level 0

আমি জুয়েল 96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একটা রাউডার কত মিটার দুরুত্ত পর্যন্ত কাজ করে

chain tune করা হচ্ছে না কেন? 🙂

chain tune কিভাবে করব আক্ত নিয়ম টা বললে ভাল হয়

alamin7026 vai router অনেক ধরনের আছে। যদি wireless router hoy tahole ২০-২৫ মিটার দূরে কাজ করবে আর যদি অফিস এ দামি router use করি তাহলে কেব্‌ল অনসারে কাজ করবে

@জুয়েল 96 ভাই, Router ব্যবহার করে কিভাবে computer nerowrk করে হয় সেইটা কিন্তু অবশ্যই দেখাবেন । কি দেখাবেন তো ?

Mohammad Kabir Hossain ভাই অবশ্যই দেখাব তবে সবার আগে পোস্ট করব আইটি জগতে সাথে থাকুন নিয়মিত ভিজিট করুন http://www.softinfobd.com .

Level 0

আমি ওয়িমাক্স মডেম এর মাধ্যমে router এ নেটওয়ার্কিং করতে চাই ।(১ পিসি এর জন্য) । আমার wireless router আছে , কিন্তু কাজ করতে পারছি না। প্লিজ সাহায্য করুন জুয়েল ভাই।।

Level 0

জ়ুয়েল ভাই “নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই (পর্ব–১১)” কবে হবে???????????????????????????????????????????????????????????????????????????????? না কি আর হবেনা……………।।!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!????????????????????????????????????

vhai, 1-7 a click korle onno web site a niye jay keno?

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

মাস্টার সাহেব, টিউন টি সুন্দর হয়েছে। কভিন -১৯ এর সময় নারায়নগঞ্জ হতে সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।