নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই [পর্ব–০৮] :: c class দিইয়া networking ( SUB NETTING)

নেটওয়ার্কিং শিখুন কম্পিউটার ছাড়াই

আজকের বিষয়ঃ c class দিইয়া networking   ( SUB NETTING)

SUBNETTING কি ????

সহজ কথায় subnetting  হল আপনি যখন একটি অফিস এ ভিন্ন ভাবে  ২/৩/৪/৫/৬/৭/৮/.........। টি নেট তৈরি করতে যাবেন তখন আপনার subnetting   দরকার  আপনি subnetting   ছাড়া ভিন্ন ভাবে নেট তৈরি করতে পারবেন না। তাহলে দেখা যাক subnetting   কীভাবে করে ??

C CLASS SUBNETTING :

192.168.10.0  এটি একটি C class ip  আপনারা জানেন । এই C class ip কে এখন subnetting    করব ঠিক এ ভাবে

192168100
৮ টি বিট৮ টি বিট৮ টি বিট৮ টি বিট
১২৮+৬৪+৩২+১৬+৮+৪+২+১=২৫৫

মোট বিট ৮+৮+৮+৮= ৩২ বিট এবং একটি বিট ভাঙলে নেট হয় ২৫৬ টি

০ হল নেট অ্যাড্রেস আর ২৫৫ হল broad cast address  তাই ০ এবং ২৫৫  কে হিসেব করা হয় না তাই নেট দরা হয় ২৫৪ টা

এখন আমরা ৩ টা বিট নিব ১২৮+৬৪+৩২+১৬+৮+৪+২+১

১২৮+৬৪+৩২= ২২৪

এখান থেকে ৩ টি বিট নিলাম যার মান হল ২২৪  আর বাকি ৫ টি বিট রেখে দিলাম । কেন ৩ টি বিট নিলাম ??

আমি নেট অ্যাড্রেস তৈরি  করব ৮ টি তাই আমাকে এই সুত্র মনে রেখে নেট অ্যাড্রেস  তৈরি করতে হবে

  • N= 2N ( 2 POWER N)  এটা নেট এর সুত্র
  • N= 2 3 (Cube) ( ২ পাওয়ার ৩)
  • N= 8

আর host ( computer  এর সংখ্যা) হবে

Host= 2 power n - ২  এখানে ( n=5)   কারন ৮-৩=৫

= ২ power ৫-২

= ৩২-২

= ৩০

তাহলে আমরা একটি নেট অ্যাড্রেস এ পাচ্ছি ৩০ টি কম্পিউটার যুক্ত করার ক্ষমতা । তাহলে নেট range হবে  ২৫৬-২২৪= ৩২

তার মানে আইপি গুলু হবে:

  • ১৯২.১৬৮.১০.০
  • ১৯২.১৬৮.১০.৩২
  • ১৯২.১৬৮.১০.৬৪
  • ১৯২.১৬৮.১০.৯৬
  • ১৯২.১৬৮.১০.১২৮
  • ১৯২.১৬৮.১০.১৬০
  • ১৯২.১৬৮.১০.১৯২.
  • ১৯২.১৬৮.১০.২২৪

লক্ষ্য করুন মোট নেট ওয়রক অ্যাড্রেস তৈরি হইছে ৮ টি

প্রতিটি নেট এর distance  হচ্ছে ৩২ করে ২ টা আইপি বাদ দিলে ৩০ টি host পাব

১৯২.১৬৮.১০.।০------- ১৯২.১৬৮.১০.৩০

৩০ টি host  পাব

তারপর ১৯২.১৬৮.১০.৩২----- ১৯২.১৬৮.১০.৬৪

৩০ টি host  পাব

এ ভাবে মোট ৮ টি নেট অ্যাড্রেস থেকে ৩০*৮= ২৪০ টি host  যুক্ত করতে পারব

Tutorial টি দেখুনঃ http://www.softinfobd.com

Level 0

আমি জুয়েল 96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami sobgula favourite a rakhsi, jokhon tune kora ses hobe tokhon sob gula nie akta ebook banabo. ami sei opekkhai asi. apnake amon sundor tune korar jonno onek dhonnobad. valo thakben ar roja rakhben, amader jonnou doa korben bhai.

ধন্যবাদ রেজাউল করিম ভাই

Level 0

এত হিসাব নিকাশ!! অনুমান করে ৮টার জন্য ৩০ বা ৩১ টা ip পর পর বসালেই হয়!

আপনি তো নেটওয়ার্ক এর কিছই বুজেন নি

Level 0

এই সাবনেটিং এর দরকারটাকি বললেন এখনো কিছু বুজি নাই! আর নেটওয়ার্কিং না বুজলেও করতে পারি ভাল।