নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই [পর্ব-০৫] :: Packet tracer software এর পরিচিতি (১)

নেটওয়ার্কিং শিখুন কম্পিউটার ছাড়াই

আজকের বিষয়ঃ Packet tracer software  এর পরিচিতি (১)

প্রথমে সফটওয়্যার টি install করে নিন তারপর ডেক্সটপ থেকে  packet tracer আইকন  থেকে ক্লিক করে সফটওয়্যার টি ওপেন করুন   এখানে লাল চিহ্নিত টিক মার্ক এ যা দেখা যাচ্ছে তা হচ্ছে  Roouter

আপনি এখান থেকে যে কোন Roouter  ক্লিক করে নিতে পারেন  Roouter এ মাউস রেখে  ক্লিক করলে  নিচের মত  দেখতে পারবেন

mouse  দিয়ে ক্লিক করলেই গোল চিহ্ন আসবে তাখন সাদা  জাগায় একটি প্লাস চিহ্ন আসবে ক্লিক করুন একটি  Roouter আসবে এ ভাবে  আনেক Roouter নেওয়া সম্ভব   দেখুন

এ বার     Roouter  connection  দেবার পালা   কীভাবে দিবেন  দেখুন ???

টিক চিহ্ন স্থানে ক্লিক করুন  দেখবেন    ডান পাশে কেব্‌ল   দেখা যাচ্ছে    দেখুন

এখান থেকে যে কোন একটি কেব্‌ল সিলেক্ট করে নিন  আর মাউস টি সাদা ঘরে ক্লিক করুন এভাবে

আমরা এত খন দেখলাম কীভাবে Roouter , cable   আনতে হয়  packet tracer software  থেকে    এখন লাগবে পিসি কীভাবে আনতে হয় দেখুন

এখানে ক্লিক করুন মাউস দারা

তারপর ডান পাশে দেখবেন এমন একটি ছবি আসবে


এবার যে কোন একটি পিসি সিলেক্ট করুন আর সাদা জায়গায় এভাবে  রাখুন

তাহলে ঠিক এভাবে সব ঠিক করে সাজান   এটি একটি নরমাল নেটওয়ার্ক ডিজাইন

আরও ভালো ভাবে জানার জন্য এই tutorial ti দেখুনঃ

Download Link: http://www.softinfobd.com

আসিতেছে  A large project of School Management Software

সৌজন্যে: http://www.it.softinfobd.com

Level 0

আমি জুয়েল 96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড করুন দোকানের মালামালের stock হিসেব রাখার সফটওয়্যার (১০০% Working) bro ei tune ta dekhen soft ta kaj korche na xp te … need ur help..

details বলুন কি কাজ করছে না ? লিংক তো ঠিক আছে

    @জুয়েল 96:

    windows XP te install korte gelam shob ok jokhon start menu theke run korte jai tokhon bole windows er safety er jonno soft ti run kora jacche na …. but pc te antivirus nai … ekhon ki korte pari .

আপনের কম্পিউটার যদি রিস্টার্ট চায় তাহলে আপনি নতুন করে windows XP সেট আপ দিন এটা সফটওয়্যার এর প্রবলেম না আপনার windows এর প্রবলেম সেট আপ দিন নতুন করে দেখবেন কাজ হবে

5 ta tutoroal মনোযোগ সহকরে পড়লাম ভালই লাগছে মনে হয় কিছুটা হলেও বুঝতে পারছি। next tutorial এর অপেক্ষায় থাকলাম । ভালো থাকেবেন । অনেক ধন্যবাদ ।

Level 0

Vi apnar tutorial gulo khuv valolagtese..Network somporke kichuta bujte parlam apnar tutorial gulor maddome. Ami packet tracer software ti download korte chitese but partesina.
Juel Vai, packet tracer software ti ki apnar kache ase. Thakle vai amar email a diyen….. ai address a.

Level 0

অসংখ্য ধন্যবাদ