নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই [পর্ব-০৪] :: Private IP এর অবস্থা

টিউন বিভাগ নেটওয়ার্কিং
প্রকাশিত
জোসস করেছেন

নেটওয়ার্কিং শিখুন কম্পিউটার ছাড়াই

আজকের বিষয়ঃ  Private IP এর অবস্থা

  • A class  শুরু হবে  (১০.০.০.০)
  • B class  শুরু হবে ( ১২৭.১৬.০.০--- ১২৭.৩১.০.০।)
  • C class শুরু হবে   ( ১৯২.১৬৮.১০.৫)

HOST FORMULA:  (HOST মানে নেটওয়ার্ক )

H= 2n-2      (এখানে n=8)

=  28-2     (এখানে ২x2x2x2x2x2x2x2= 256)    এটা কে আমরা  2 power 8  বলবো

= 256-2

=254

NETWORK FORMULA:

2n ( 2 power  n)

মনে রাখার বিষয়:  (1)

আমরা  কখন ও    ০ ,১২৭,২৫৫ কে আইপি হিসেবে দরতে পারব না

  • কারন  ০ হল নেটওয়ার্ক অ্যাড্রেস
  • ১২৭ হল লুপ অ্যাড্রেস
  • ২৫৫ হল  broadcast address

মনে রাখার বিষয়:(2)

আইপি ২ ধরনের ০১ .  private ip  02. public ip

আমরা যখন অফিস এ বাসায়  নেটওয়ার্ক করি তখন আমরা private ip use করি

আমরা যখন public  থেকে বের হয়ে ইন্টারনেট  connected  হই তাখন আমরা আর  private a  থাকি না তখন আমরা চলে যাই public ip তে

একটি private ip দেখি

  • ১৯২.১৬৮.১০. ০  ( এটা কে বলবো নেটওয়ার্ক অ্যাড্রেস কারন ০ দিয়া শুরু)
  • ১৯২.১৬৮.১০.১  ( একে বলবো ১ম আইপি)
  • ১৯২.১৬৮.১০.২ ( একে বলবো ২য় আইপি)
  • ১৯২.১৬৮.১০.৩
  • ১৯২.১৬৮.১০.২৫২
  • ১৯২.১৬৮.১০.২৫৩
  • ১৯২.১৬৮.১০.২৫৪ ( last ip)
  • ১৯২.১৬৮.১০.২৫৫ ( broadcast address )

আজ এই পর্যন্ত

packet traccer software টি  collect করে রাখুন।

সৌজন্যে: http://www.it.softinfobd.com

Level 0

আমি জুয়েল 96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhai Software Kothai.link thick diyesen.

এই লিংক দেখুন http://www.softinfobd.com/?page_id=119

ধন্যবাদ জুয়েল ভাই। টিউনের শুরুতে আইটিটা ১০.০.০.০.০ হবে নাকি? না ১০.০.০.০ হবে। যদি ভুল থাকে তবে একটু আপডেট করে দিন।

Level 0

আই পি নাম করনে কি ডান পাশের সংখ্যা ধরে নাম করন করতে হয়? যেমনঃ১৯২.১৬৮.১০. ০ ( এটা কে বলবো নেটওয়ার্ক অ্যাড্রেস কারন ০ দিয়া শুরু)
১৯২.১৬৮.১০.১ ( একে বলবো ১ম আইপি)। নাকি অন্য কোন বিষয় বস্তু আছে? আরেকটা জিনিস আপনি আগে বলে ছেন যে আইপি ভাঙ্গার ক্ষেত্রে যাতে 255 এর বেশি নাহয় উপরের আইপি তে তো 255 এর বেশি হয়েছে। যদি একটু বিষয় টা বুঝিয়ে দিতেন। ধন্যবাদ

Level 0

বেশ কিছু টাইপিং ভুল আছে, যেটা Correction করলে খুব উপকৃত হতাম। ধন্যবাদ টিউনটির জন্য।

Level 0

B class শুরু হবে ( ১২৭.১৬.০.০— ১২৭.৩১.০.০।) ভুল। হবে ১২৮.১৬.০.০— ১২৮.৩১.০.০
১২৭ এটা তো A class এর আইপি। ধন্যবাদ টিউনটির জন্য।