নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই [পর্ব-০৩] :: আই পি ভাঙ্গা (০২)

নেটওয়ার্কিং শিখুন কম্পিউটার ছাড়াই

আজকের বিষয়ঃ আই পি ভাঙ্গা  (০২)

১৯২.১৬৮.১০.২১   এদের বলে   decimal এবং 1.0.0.1.0.1.0.1 এদের বলে  Bynary

192168102
৮ টি করে বিট৮ টি করে বিট৮ টি করে বিট৮ টি করে বিট

ওপরে খেয়াল করুন

৪ টি octate  দিয়ে একটি আইপি হয়েছে  প্রতিটিoctate  এ ৮ টি করে বিট আছে  ।তাহলে ৮x৪=৩২ টি বিট দিয়া একটি আইপি হয় ।। তাহলে আমরা  decimal আইপি কে  Binary আইপি তে ভাঙ্গি  এভাবে

ব্যাখ্যাঃ

১২৮+৬৪= ১৯২ হয় তাই এদের  value এর জন্য ১.১ হয় আর বাকি ০+০+০+০+০+০  এর জন্য ০.০.০.০.০.০ হয়েছে তাই bynary হবে1.1.0.0.0.0.0.0

ঠিক একই ভাবে

128+0+32+0+8+0+0+0= ১৬৮

  • ১২৮ এর কারনে ১
  • ০ এর  কারনে ০
  • ৩২  এর  কারনে ১
  • ০ এর  কারনে ০
  • ৮ এর  কারনে ১
  • ০এর  কারনে ০
  • ০ এর  কারনে ০
  • ০ এর  কারনে ০

তাই bynary হবে 1.0.1.0.1.0.0.0

ঠিক একই ভাবে

0+0+0+0+8+0+2+0=১০

  • ০ এর  কারনে ০
  • ০ এর  কারনে ০
  • ০ এর  কারনে ০
  • ০ এর  কারনে ০
  • ৮ এর  কারনে ১
  • ০ এর  কারনে ০
  • ২ এর  কারনে ১
  • ০ এর  কারনে ০

তাই bynary হবে 0.0.0.0.1.0.1.0

ঠিক একই ভাবে

0+0+0+0+0+0+2+0=২

  • ০ এর  কারনে ০
  • ০ এর  কারনে ০
  • ০ এর  কারনে ০
  • ০ এর  কারনে ০
  • ০ এর  কারনে ০
  • ০ এর  কারনে ০
  • ০ এর  কারনে ০
  • ২ এর  কারনে ১
  • ০ এর  কারনে ০

তাই bynary হবে 0.0.0.0.0.0.1.0

এই আইপি ভাঙ্গা যদি একটি আপনি শিকতে পারেন তাহলে হাজার হাজার আইপি ভাঙতে পারবেন  আর আইপি ভাঙেতে পারলেই  আপনি নেটওয়ার্ক এর BOSS.

সৌজন্যে: http://www.it.softinfobd.com

Level 0

আমি জুয়েল 96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জুয়েল ভাই আইপি ভাংগা মানে হলো সাবনেটিং। আমি কি ঠিক বলেছি? আগে আপনি সবাইকে বোঝান আইপি কেন ভাংগতে হবে? ধন্যবাদ টিউনের জন্য। ভাল হয়েছে।

Level 0

ভাই আপনার ফেসবুক আইদি তা দিতে পারবেন ???

sohel bai আইপি ভাঙ্গা মানে subneting না। subneting হল একটি ভিন্ন নেটওয়ার্ক create করা আইপি ভাঙতে পারলত্বরক ভাবে ভিন্ন নেটওয়ার্ক create করা যায়

Thanks a lot
I am very much interested in networking. Wish DHARABAHIK post about networking.

খুব ভালো টিউন

Level 0

ডেসিমেল থেকে বাইনারি তে রূপান্তর করার কি কোন সূত্র আছে? শুধু মাত্র ডেসিমেলে 0 থাকলে কি বাইনারিতে 0 হবে আর ডেসিমেলে 0 বাদে অন্য সংখ্যা থাকলে কি 1 হবে? বিষয় টা যদি একটু বুঝিয়ে দিতেন…ধন্যবাদ অসাধারন টিউন উপহার দেওয়ার জন্য

অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাই।