বাংলাদেশী অটোসার্ফ ট্রাফিক এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এ আনলিমিটেড ফ্রি ভিজিটর নিন

একজন ওয়েব পাবলিশারের ভিজিটর বৃদ্ধির জন্য যে অমানুষিক পরিশ্রম করতে হয়; তা বলার অপেক্ষা রাখেনা। মূলত ওয়েবসাইডের ভিজিটর বৃদ্ধির ওপর নির্ভর করে বিশ্বের সবচেয়ে বেশী বানিজ্যিক কর্যক্রম ঘটে থাকে। আমার ইচ্ছে ছিল ওয়েব পাবলিশারদের সামন্যতম সাহায্য করার জন্য একটা অটোসার্ফ ট্রাফিক এক্সচেঞ্জ করার।

এই অটোসার্ফ ট্রাফিক এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনি যতগুলো ওয়েবসাইট সার্ফ করবেন তার ওপর ভিত্তি করে আপনার ওয়েবসাইটে ভিজিটর পাবেন। এটি সম্পূর্ণ ফ্রি। এছাড়া এই ওয়েবসাইট এর মাধ্যমে ফেসবুক লাইক, টুইটার, ডিগ, গুগল প্লাস এ ফলোয়ার বাড়াতে পারবেন।

ওয়েবসাইটে ফ্রি রেজিস্ট্রেশনের জন্য এই লিংকে ক্লিক করুন:

লগ ইন করার পর প্রথমে আপনার ওয়েবসাইটটি এই ট্রাফিক এক্সচেঞ্জ এ সংযুক্ত করার জন্য বাঁ পাশের মেনুবার থেকে এড সাইট লিংকে ক্লিক করুন। এর পর এড সাইট অপশনে প্রথমে টাইপ পপ আপ মেনু থেকে আপনি কোন মাধ্যম (ফেসবুক লাইক, টুইটার, ডিগ, গুগল প্লাস) ট্রাফিক বৃদ্ধি করতে চান তা সিলেক্ট করুন। ডিফল্ট হিসেবে ট্রাফিক এক্সচেঞ্জ (অটোসার্ফ) দেয়া আছে। আপনি সাইন আপ করার সময় আপনাকে ১০০ কয়েন দেয়া হবে। প্রতি লিংক সংযুক্ত করার জন্য ২৫ কয়েন করে কাটা যাবে। আপনার লিংকটি সংযুক্ত হওয়ার সাথেই তা ট্রাফিক এক্সচেঞ্জ প্রদর্শনের জন্য প্রস্তুত। এবার আপনি হোম এ ক্লিক করে ডান পাশের নিচের অটোসার্ফ অপশনে ক্লিক করে বিজ্ঞাপন সার্ফ করতে পারবেন এবং কয়েন বৃদ্ধি করতে পারবেন।

আপনার প্রতি লিংক সংযুক্ত করার সময় ২৫ কয়েন করে দেয়া হবে; পর্যাপ্ত কয়েন থাকলে আপনার লিংকে সংযুক্ত করলে আপনার ভিজিটর বৃদ্ধি পাবে।

লিংকে কয়েন সংযুক্ত করার জন্য বাঁ পাশের মেনুবার থেকে মাই সাইট অপশনে ক্লিক করুন। এরপর পপ আপ মেনু থেকে ট্রাফিক এক্সচেঞ্জ (অটোসার্ফ) সিলেক্ট করুন। ওয়েব লিংক থেকে এড কয়েন এ ক্লিক করে কয়েন বৃদ্ধি করুন। আপনার কয়েন এর ওপর নির্ভর করে আপনার ভিজিটর বৃদ্ধি পাবে।

এডসেন্স ব্যবহারকারীরা একটু সতর্কভাবে ব্যবহার করুন। আপনাদের অন্যন্য ট্রাফিক সোর্স থাকলে আশাকরি সমস্য হবে না।

Level 3

আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মাত্র ১২ জন লোক রেজিস্টার করেছে !!!!

http://www.sociofan.com/ এ ৭২৬৮৩ জন Registered Users. এক ই রকম সাইট কিন্তু অনেক বেশি কাজের।

Ami Last night a ata complate korese. asa kori ak somoy hobbay…..apner help hollay valo lagbe…

এইরকম আরো সাইট
http://gethits.bdfoorti.com

http://gethits.bdfoorti.com এ রেজিস্টার করার সাথে সাথেই 200 কয়েন দেওয়া হয় ।
আর ডেইলী বোনাস তো আছেই ।

Pain-Killer ভাই এইগুলো একই পিএইচপি স্ক্রিপ্ট এ করা। গত রাতে সেট আপ শেষ করলাম। আপনাদের কাজে লাগলেই আমার সার্থকতা। সম্ভব হলে ১০০০ কয়েন দিতাম রেজিস্টার করার সাথে।

Level 0

এই কাজ করলে, আসলে কোনো উপকার আছে ??? বিস্তারীত জানালে সকলে উপকৃত হবে ।

আপনার প্রশ্নটি পরিষ্কার নয়। অটোসার্ফ ট্রাফিক এক্সচেঞ্জ মূলত পরস্পরের ওয়েবসাইট পরিচিতির একটা মাধ্যম। ঠিক যে সময় আপনি একটা ওয়েবসাইট দেখছেন ঠিক সেই সময় অন্য আরেকজন আপনার ওয়েবসাইটি দেখছে। প্রত্যেকের আইপি ভিন্ন হওয়ার কারণ ফেক ভিজিটর পাওয়ার সম্ভাবনা নেই। নতুন একজন ওয়েব পাবলিশারের ওয়েবসাইট জনপ্রিয় করার এটি খুব জনপ্রিয় পদ্ধতি। আর ডোমেইন এর এলেক্সা র‍্যাংকিং, গুগল পেজ র‍্যাংকিং তো কমছেই।

কাজেই এটি আপনার কাজে লাগছেই।

site er visitor onek beshi barate chaite abong Alexa Rank khub taratari komate chaile
ai post ti dekhte paren..
https://www.techtunes.io/internet/tune-id/175483#comment-370341

Apnara amr site t dekhe jan http://www.1tuner.blogspot.com

Level 0

খুবই ভাল ট্রিক্স। ধন্যবাদ।